খড়্গপুরের জঙ্গলে উদ্ধার হস্তিশাবক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ফের দিনভর চেষ্টার পর উদ্ধার করা হল একটি বাচ্চা হাতিতে। মঙ্গলবার বিকেলে খড়্গপুরের হরিয়াতাড়ার জঙ্গল থেকে হাতিটিকে উদ্ধার করেছে বন দফতর। আপাতত, চার ফুট উচ্চতার হাতিটিকে ঝাড়গ্রামের মিনি চিড়িয়াখানায় পাঠানো হবে। সেখানেই তার দেখভাল চলবে। এ দিন সকালে কলাইকুণ্ডা রেঞ্জের নিশ্চিন্দার জঙ্গলে ওই হস্তিশাবককে ঘুরতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে হাতি উদ্ধারের চেষ্টা শুরু করে বন দফতর। সকাল থেকে হাতিটি নিশ্চিন্দা, বাঁশপত্রি, ফটিকচুয়া প্রভৃতি এলাকায় ঘুরে বেড়ায়। বন দফতরের কলাইকুণ্ডা, হিজলি এবং বেলদা এই তিনটি রেঞ্জের কর্মীরা একযোগে হাতি উদ্ধারে নামেন। শেষমেশ হরিয়াতাড়ার জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। বন দফতরের খড়্গপুর রেঞ্জের ডিএফও অঞ্জন গুহ বলেন, “পুলিশ এবং গ্রামবাসী সব রকম ভাবে সহযোগিতা করেছে। না হলে বাচ্চা হাতিটিকে উদ্ধার করা সম্ভব হত না।” রবিবার সকালে শালবনির ভীমপুর অঞ্চলের মথুরাপুরে এক পরিত্যক্ত কুয়োর মধ্যে থেকে একটি বাচ্চা হাতি উদ্ধার করে বন দফতর। যাতায়াতের পথে দলছুট হয়ে হাতিটি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। শেষমেশ কুয়োর একপাশের মাটি কেটে ওই দিন সকালে তাকে উদ্ধার করা হয়। পরে হাতিটি জঙ্গলে চলে যায়। গ্রামবাসীদের একাংশের অনুমান, জঙ্গলপথ ধরে ওই হাতিটিই খড়্গপুরে চলে গিয়েছিল।
|
বাঘের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এক ব্যাঘ্রশাবকের দেহ মিলল কাজিরাঙায়। আগরাতলি রেঞ্জে সংক্রমণে ছ’মাসের শাবকটির মৃত্যু হয়েছে। এ দিকে, বুনো মোষের হামলায় এক বনরক্ষী জখম হয়েছেন।
|