মন্দিরে চুরি কামারকুণ্ডুতে
নিজস্ব সংবাদদাতা • কামারকুণ্ডু |
মন্দিরের দরজা ভেঙে প্রতিমার গয়না হাতিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির কামারকুণ্ডু বাজার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারকুণ্ডু বাজারে শীতলা মন্দিরে জনা কয়েক দুষ্কৃতী হানা দেয়। মন্দির লাগোয়া ঘরে ঘুমোচ্ছিলেন পুরোহিত নিমাই চক্রবর্তী। তিনি পুলিশকে জানিয়েছেন, রাত দেড়টা নাগাদ মন্দিরের দরজায় আওয়াজ হওয়ায় তিনি বেরিয়ে আসেন। কিন্তু কাউকে দেখতে পাননি। তখন তিনি গিয়ে আবার শুয়ে পড়েন। চুরির ঘটনাটি এর পরেই ঘটে। ভোর সাড়ে ৩টে নাগাদ স্থানীয় আরজি পার্টির সদস্যরা দেখেন, দরজা ভাঙা। নিমাইবাবু জানান, বিগ্রহের সমস্ত গয়না নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত পুলিশ শুরু করলেও মঙ্গলবার রাত পর্যন্ত কেউ ধরা পড়েনি। জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, “কোনও রকম অপ্রতিকর ঘটনা এড়াতে আমরা সিঙ্গুরের সমস্ত মন্দির কমিটির সদস্যদের ডেকে বিগ্রহে গয়না পরিয়ে রাখতে নিষেধ করেছিলাম। কিন্তু তা মানা হয়নি।” |
কংগ্রেসের উদ্যোগে ফুটবল বৈদ্যবাটিতে
নিজস্ব সংবাদদাতা • বৈদ্যবাটি |
হুগলি জেলা কংগ্রেসের উদ্যোগে ছয় দলের ‘সংহতি ফুটবল প্রতিযোগিতা’য় গত রবিবার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে চন্দননগর সিসি। রানার্স উত্তরপাড়া কোচিং সেন্টার। গত ২৮ ডিসেম্বর বৈদ্যবাটির বিএস পার্ক মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। ম্যাচের সেরা খেলোয়াড়, উত্তরপাড়ার সার্থক গোলুই। ফাইনালে অতিথি ছিলেন প্রাক্তন গোলরক্ষক দেবাশিস মুখোপাধ্যায়, বর্তমানে দেশের অন্যতম সেরা গোলরক্ষক সুব্রত পাল। ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন-সহ অন্যান্য প্রদেশ ও জেলা কংগ্রেস নেতারা। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন জেলা কংগ্রেস সভাপতি দিলীপ নাথ। উদ্যোক্তাদের তরফে আব্দুল মান্নান জানান, খেলার শেষে দর্শকদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা হয়। সন্ধ্যায় ছিল আতসবাজি প্রদর্শনী। |
মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
হাওড়া বাগনান বাঙালপুর মহিলা বিকাশ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির উদ্যোগে শুরু হল ছ’দিনব্যাপী মহিলা সম্মেলন। হাওড়া সিংহবাহিনী তলায় ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই সম্মেলন। আগামীকাল এই সম্মেলনের শেষ দিন। এই সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী সুলতান আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাগনান-১ নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রশান্ত ভট্টচার্য, বাঙালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জয়নাল আবেদিন। সোসাইটির সেক্রেটারি মাধুরী ঘোষ বলেন, “প্রতিদিন ৪ হাজার করে ৬ দিনে মোট ২৪ হাজার মহিলা সম্মেলনে যোগদান করছেন।” অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি ছাড়াও জৈব পদ্ধতিতে চাষ, নারী নির্যাতন প্রতিরোধ ইত্যাদি বিষয়ে বিতর্কসভা। |
শ্যামপুরে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর |
হাওড়া শ্যামপুর শুখাখুতি আমরা সবাই ক্লাবের উদ্যোগে আয়োজিত হল দুদিনব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতা। শুখাখুতি ফুটবল মাঠে গত ৫ ও ৬ জানুয়ারি আয়োজিত তৃতীয় বর্ষের এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল, পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ অসীম দাস প্রমুখ। এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুর জেলা মিলিয়ে ১৬টি দল। |
হাড়োয়ায় তিনটি সোনার দোকানে ডাকাতি, লুঠ কয়েক লক্ষ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
হামলা চালিয়ে তিনটি সোনার দোকানে অবাধে লুঠপাট চালিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। সোমবার রাতে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার গোপালপুর-২ পঞ্চায়েত এলাকার বটতলা বাজারে ওই লুঠপাটের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা পর পর তিনটি সোনার দোকানক সাটার ভেঙে বিতরে ঢুকে সোনা ও রুপোর অলঙ্কার-সহ বেশ কিছু নগদ লুঠ করে। দোকানমালিকদের দাবি, অলঙ্কার, নগদ ও অন্যান্য জিনিসপত্র-সহ প্রায় আড়াই লক্ষ টাকা ডাকাতি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। উদ্ধার করা যায়নি লুঠ হওয়া জিনিসপত্রও। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বটতলা বাজারে পাশপাশি সোনার দোকান রয়েছে সঞ্জয় অধিকারী ও পিঙ্কু দে’র। সেখান থেকে সামান্য দূরে সত্যজিৎ বিশ্বাসের সোনার দোকান। রোজকার মতো সোমবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যান তাঁরা। মঙ্গলবার ভোরে প্রাতর্ভ্রমণে বেরোনো কয়েকজন দেখেন বাজারে তিনটি সোনার দোকানের সাটার ভাঙা। খবর পেয়ে দোকানের মালিকেরা এলে দেখেন সিন্দুকের তালা ভাঙা। খোয়া গিয়েছে সোনা-রুপোর অলঙ্কার। ডাকাতির ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। তাঁদের বক্তব্য, প্রায় এলাকায় দুষ্কৃতীরা হামলা করে। আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করে। দুষ্কৃতী-হামলা ঠেকাতে পুলিশের ভূমিকা অনেকটা নীরব দর্শকের। যদিও পুলিশের দাবি, ঘটনার তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে। |