|
|
|
|
অবশেষে গ্রেফতার ওয়াইসি |
নিজস্ব প্রতিবেদন |
বিতর্কিত মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) নেতা আকবরউদ্দিন ওয়াইসিকে অবশেষে গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশ পুলিশ।
উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার দায়ে ওয়াইসির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছিল। গত কাল লন্ডন থেকে ফিরে পুলিশের কাছে চার দিন সময় চান ওয়াইসি। এমআইএম নেতা জানান, তিনি অসুস্থ। তাই থানায় হাজির হওয়ার আগে তাঁকে আরও সময় দিলে ভাল হয়। এমআইএম নেতাকে গ্রেফতার করা নিয়ে অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সরকার টালবাহানা করছে বলে অভিযোগ করেছিল বিজেপি-সহ বিরোধী দলগুলি। আবার হায়দরাবাদে, বিশেষত শহরের পুরনো অংশে ওয়াইসির সমর্থকদের তাণ্ডবের আশঙ্কাও ছিল। রাজনীতির কারবারিদের মতে, বিষয়টি নিয়ে সতর্ক ভাবে এগোতে চেয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার।
ওয়াইসি সত্যিই কতটা অসুস্থ তা পরীক্ষা করতে গত কালই তাঁর বাড়িতে সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে যান পুলিশ অফিসাররা। এর পর আজ এমআইএম নেতাকে কড়া নিরাপত্তায় গাঁধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশ কয়েক ঘণ্টা তাঁকে পরীক্ষা করেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, ওয়াইসির হার্নিয়া রয়েছে। তা ছাড়া পাকস্থলীতে সমস্যা আছে। তাই কথা বলতে অসুবিধা হচ্ছে তাঁর। এমআইএম নেতার ডান পায়ে একটি গুলির ক্ষতও আছে। তবে তাঁকে গ্রেফতার করার পথে কোনও বাধা নেই।
ওয়াইসিকে হাসপাতালে আনার খবর শুনে বাইরে ভিড় জমান তাঁর সমর্থকরা। তাঁদের সামলাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। পরে এমআইএম নেতাকে আদিলাবাদের নির্মল শহরে নিয়ে যাওয়া হয়। নির্মলেই তিনি উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিলেন বলে অভিযোগ। আগামি কাল তাঁকে আদালতে তোলা হতে পারে। গোলমালের আশঙ্কায় হায়দরাবাদ জুড়ে বাড়তি বাহিনী মোতায়েন করেছে পুলিশ। |
|
|
|
|
|