টুকরো খবর |
ফব সম্পাদকই প্রার্থী হচ্ছেন আগামী ভোটে নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
রাজ্য সম্পাদক শ্যামল রায়কেই ত্রিপুরার আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী করছে ফরওয়ার্ড ব্লক। দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস জানান, আগামী কাল সকালে রাজ্য বামফ্রন্ট কমিটির সভা ডাকা হয়েছে। সব ঠিকঠাক থাকলে বিকেলেই ত্রিপুরা বামফ্রন্টের প্রার্থী তালিকা আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হবে। একই সুরে কথা বলেছেন সিপিএম রাজ্য কমিটির এক নেতা। তাঁর কথায়, ‘‘শরিক দলগুলি অর্থাৎ সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। আগামী কাল বৈঠকের পরেই হয়তো বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।’’ ২০০১ সালের নভেম্বর থেকে রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন শ্যামলবাবু। রাজ্য নেতৃত্বের পছন্দসই নাম থেকে দলের কেন্দ্রীয় নেতৃত্ব শ্যামলবাবুকেই বেছে নিয়েছেন। প্রতিদ্বন্দিতা করবেন শহরকেন্দ্রিক নির্বাচন কেন্দ্র, টাউন বড়দোয়ালি থেকে। আসনটি কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। ১৯৯৮ সাল থেকে টাউন বড়দোয়ালি আসনটি কংগ্রেসের দখলে। মাঝে ১৯৭৮ এবং ১৯৯৩ সালের বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সভাপতি ব্রজগোপাল রায় বড়দোয়ালি আসনে বিজয়ী হন। ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএমের মনকষাকষিতে বামফ্রন্ট ঐক্যে চিড় ধরে ২০০৮ সালে। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ছোট শরিক দল ফরওয়ার্ড ব্লক আলাদা ভাবেই নির্বাচনে প্রার্থী দিয়েছিল সে বার। শ্যামলবাবুর স্বীকারোক্তি, ‘‘১২টি কেন্দ্রে দল প্রার্থী দিয়ে একটিতেও জিততে পারেনি।’’ অবশ্য পরবর্তী কালে সিপিএমের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের সম্পর্ক স্বাভাবিক হয়। তারা বামফ্রন্টে ফিরে আসে। তার পরই ২০০৯ সালে বড়দোয়ালি কেন্দ্রের উপনির্বাচনে শ্যামলবাবু ফ্রন্টের প্রার্থী হিসেবে লড়াই করেন। বিধানসভা নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতা শ্যামলবাবুর সেই প্রথম। কংগ্রেসের কাছে হেরে যান তিনি। |
ধর্ষণ নিয়ে আলগা মন্তব্য চলছেই সংবাদসংস্থা • রায়পুর |
দিল্লির নির্যাতিতার দোষীদের উচিত শাস্তির দাবিতে যখন গোটা দেশ উত্তাল তখন একের পর এক বিতর্কিত মন্তব্যে ঝড় উঠছে। সোমবার ছত্তীসগঢ়ের স্বরাষ্ট্রমন্ত্রী নাঙ্কিরাম কানওয়ার এক সাংবাদিক সম্মেলনে বলেন, “সবই গ্রহের ফের। দেশের মহিলাদের এখন সময়টা খারাপ যাচ্ছে। তাই দিকে দিকে এত ধর্ষণ হচ্ছে।” আর সেই জন্যই তো নাহারপুরের হস্টেলের গত এক বছর ধরে ১১ জনের উপর যৌন নিগ্রহ হয়েছে। তাঁর কাছে এই ঘটনার কেন ঘটেছে এর কোনও উত্তর নেই। কারণ হিসেবে তিনি বলেছেন, “আমি তো আর জ্যোতিষী নই।” পিছিয়ে নেই সমাজবাদী পার্টির নেতা আবু আজমিও। মঙ্গলবার তিনি বলেন, “আজকালকার আধুনিক মহিলাদের ফ্যাশনের চোটেই তো যুবকেরা এই ধরনের কাজ করতে দ্বিধা করছে না।” তিনি মোহন ভাগবতের বক্তব্যকে সমর্থন করে জানিয়েছেন, গ্রামে এখনও মেয়েদের ,সম্মানের চোখে দেখা হয়। ধর্ষণ হচ্ছে ‘ইন্ডিয়া’ তথা দেশের আধুনিক শহরগুলোতে। ধর্মগুরু আশারাম বাপু রবিবার বলেন, “মিডিয়াই হল নাটের গুরু। ঠিক যেমন একটা কুকুর চিৎকার করলেই সবাই মিলে ডাকতে শুরু করে। আমি হাতি। হাতি যখন চলে কুকুররা চিৎকার করে।” রবিবার তিনি বলেছিলেন, দিল্লির নির্যাতিতা যদি ঈশ্বরের নাম জপত, তাঁর ধর্ষিতাদের ভাই বলে ডেকে কাকুতিমিনতি করত, তাহলে প্রাণ সম্মান দুই-ই বাঁচত। |
উদ্ধার জাল পাঁচ লক্ষ টাকা নিজস্ব সংবাদদাতা • পটনা |
জাল নোট নিয়ে ধরা পড়ল দুই ব্যক্তি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ লক্ষ ৯১ হাজার টাকার জাল নোট। আজ সকালে মুজফ্ফরপুর স্টেশনে ধরা পড়েছে ওই দু’জন। এই নিয়ে গত দু’সপ্তাহে মোট ১৩ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল ডাইরেক্টটরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। এই সমস্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক পুলিশ কনস্টেবল-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আজ সকালে মনোজ কুমার এবং ব্রজেশ সাহানি নামে দুই ব্যক্তি কাটিহার থেকে আম্রপালি এক্সপ্রেসে চড়ে। ট্রেনটি মুজফ্ফরপুর স্টেশনে এলে ডিআরআই অফিসাররা সেটিকে ঘিরে ফেলেন। এরপর ট্রেনটিতে তল্লাশি চালানো হয়। নির্দিষ্ট জায়গায় গিয়ে ওই দুই ব্যক্তিকে চিহ্নিত করে তাদের ধরে ফেলেন অফিসাররা। উদ্ধার হয় ওই জাল নোট। জেরায় তারা জানিয়েছে, ওই টাকা তারা বাংলাদেশ থেকে কিষাণগঞ্জ হয়ে নিয়ে আসছিল। বিহার-নেপাল সীমান্তের পূর্ব চম্পারণে তাদের যাওয়ার কথা ছিল। এই নোট তারা কাদের হাতে দিত তা জানার চেষ্টা করছে পুলিশ। |
আশারামের মন্তব্যে ক্ষুব্ধ নির্যাতিতার ভাই সংবাদসংস্থা • রায়পুর |
স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপুর মন্তব্যকে ‘অযৌক্তিক’ বলে দাবি করল দিল্লির নির্যাতিতার পরিবার। নির্যাতিতার ভাই এ দিন বলেছেন “আশারাম বাপুকে আমরা শ্রদ্ধা করতাম। ওনার কয়েকটি বইও আমাদের বাড়িতে আছে। কিন্তু দিল্লি ফিরে গিয়েই আমরা সেগুলো জ্বালিয়ে দেব।”রবিবার আশারাম বাপু বলেছিলেন, দিল্লির নির্যাতিতা যদি ঈশ্বরের নাম জপত, তাঁর ধর্ষিতাদের ভাই বলে ডেকে কাকুতিমিনতি করত, তাহলে প্রাণ সম্মান দুই-ই বাঁচত। তিনি আরও বলেন, “মিডিয়াই হল নাটের গুরু। ঠিক যেমন একটা কুকুর চিৎকার করলেই সবাই মিলে ডাকতে শুরু করে। আমি হাতি। হাতি যখন চলে কুকুররা চিৎকার করে।” নির্যাতিতার ভাই আজ বলেন, এ সব তাঁর নীচ মনের পরিচয়। সন্ত হলে আশারাম এসব বলতে পারতেন না। |
ধর্ষণে ফাঁসি নিয়ে দ্বিমত বিজেপিতে সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড। দিল্লির গণধর্ষণের ঘটনার পরেই এই দাবি তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ। কিন্তু এখন ধর্ষণের সাজা নিয়ে তাঁর দলের মধ্যেই মতান্তর তৈরি হয়েছে। ধর্ষণের সাজা কী হওয়া উচিত, তা নিয়ে গঠিত বিচারপতি জে এস বর্মা কমিটির সামনে নিজেদের মতামত জানাতে পারে বিজেপি। সুষমা এখনও নিজের অবস্থানে অনড়। তাঁর কথায়, “ধর্ষণ ও হত্যা বা মহিলাদের অপহরণ ও হত্যার সাজা মৃত্যুদণ্ড হওয়া উচিত।” কিন্তু দলের অনেকেই মৃত্যুদণ্ডের বিরোধী। তাঁদের বক্তব্য, ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড হলে ধর্ষণের পর প্রমাণ লোপের জন্য মহিলাদের হত্যা করার প্রবণতা বাড়তে পারে। কংগ্রেসও অবশ্য মৃত্যুদণ্ডের বিরোধী। বর্মা কমিটির সামনে কংগ্রেসের তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে মৃত্যুদণ্ডের প্রস্তাব দেওয়া হয়নি। বরং যাবজ্জীবন কারাবাসের পরিধি বাড়িয়ে আমৃত্যু কারাবাসের প্রস্তাব করা হয়েছে। |
গণধর্ষণ লজ্জার, বললেন রাষ্ট্রপতি সংবাদসংস্থা • লখনউ |
দিল্লি গণধর্ষণ কাণ্ডে লজ্জিত এ দেশও, উত্তরপ্রদেশ বিধানসভার ১২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংসদদের উদ্দেশে এ কথাই বললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর মত, ধর্ষণের মতো ঘটনা এড়াতে হলে প্রয়োজন এমন এক সংস্কৃতির, যা সম্মান করবে মেয়েদের। রাষ্ট্রপতির বক্তব্য, প্রত্যেক সভ্য সমাজেরই প্রথম শর্ত হল মায়েদের সম্মান জানানো। “যে দেশ তাঁর মা, বোন, মেয়েদের সম্মান দিতে অপারগ, সে দেশ কোনও সভ্য দেশই নয়।” রাষ্ট্রপতির দাবি, মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করতে শুধুমাত্র আইন প্রণয়ন করলেই হবে না। এর জন্য মানসিকতার পরিবর্তন হওয়াও প্রয়োজন। দিল্লি গণধর্ষণ কাণ্ডে নিজের মতামত প্রকাশের পাশপাশি এ দিনের বক্তৃতায় লোকসভায় বিল পাশের পদ্ধতিরও কড়া সমালোচনা করলেন রাষ্ট্রপতি। তাঁর আক্ষেপ, আইন প্রণয়নের ক্ষেত্রে বড্ড তাড়াহুড়ো করে ফেলেন বর্তমান সাংসদেরা। ফলে অনেক ক্ষেত্রেই আইন প্রণয়নের আসল উদ্দেশ্যই সফল হয় না। |
দোষ অস্বীকার সংবাদসংস্থা • নয়াদিল্লি |
নিজেদের নির্দোষ বলে দাবি করবেন দিল্লি গণধর্ষণ মামলায় তিন অভিযুক্ত। মঙ্গলবার এই দাবি করেছেন আইনজীবী এম এল শর্মা। শর্মা আদালতে জানিয়েছেন, তিনি অভিযুক্তদের পক্ষ সমর্থন করতে চান। তবে অভিযুক্তরা যে তাঁকে নিজেদের কৌঁসুলি বলে স্বীকার করেছে তা পরের শুনানিতে প্রমাণ করতে হবে শর্মাকে। |
নিজেই ধরা দিলেন বিধায়ক সংবাদসংস্থা • চন্ডীগড় |
পঞ্চকুলা আদালতে অবশেষে আত্মসমর্পণ করলেন হিমাচল প্রদেশের নব নির্বাচিত কংগ্রেস বিধায়ক রাম কুমার চৌধুরী। এবং আদালতের নির্দেশেই তাঁকে ৬ দিনের জন্য পুলিশের হেফাজতে রাখা হবে। ২০১২ সালে অক্টোবার মাসে হোসিয়ারপুরের এক তরুণীকে খুন করার অভিযোগ ওঠে এই বিধায়কের বিরুদ্ধে। পরে ময়না তদন্তে জানা যায় মাথায় গুরুতর চোট পেয়ে মারা যান সেই তরুণী। এবং সম্প্রতিকালে তিনি গর্ভপাত করেছিলেন। এ ছাড়াও তরুণীটির ফোন ঘেঁটে পুলিশ ওই বিধায়কের সঙ্গে তরুণীর সর্ম্পকের কথা জানতে পারে। |
ব্যক্তিগত মন্তব্য সংবাদসংস্থা • নয়াদিল্লি |
শিবানন্দ তিওয়ারির মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখল তাঁর দল জেডি(ইউ)। আরএসএস প্রধান মোহন ভাগবত ও মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন নেতা আকবরউদ্দিন ওয়াইসিকে একই মুদ্রার দু’পিঠ বলেছিলেন শিবানন্দ। সম্প্রতি ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ভাগবত। উস্কানিমূলক বক্তৃতার জেরে মঙ্গলবার গ্রেফতার হয়েছেন ওয়াইসি। তবে জেডি(ইউ) নেতা শরদ যাদব বলেছেন, “শিবানন্দের মন্তব্য ব্যক্তিগত। দলের নির্দেশে তিনি এ কথা বলেননি।” শিবানন্দের বিরুদ্ধে অবশ্য কোনও ব্যবস্থা নিচ্ছে না দল। |
সম্পত্তির ভাণ্ডার সংবাদসংস্থা • নাগপুর |
৫০ কোটিরও বেশি মূল্যের অলঙ্কার রয়েছে শিরডি সাইবাবার মন্দিরে। রয়েছে ৬২৭ কোটির বেশি স্থায়ী আমানত ও ১৭ লক্ষ টাকার বিদেশি মুদ্রা। গত বছরই দুশো কোটিরও বেশি অনুদান পেয়েছিল মন্দিরটি। |
প্রতিযোগিতায় জিতল এয়ারবাস সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বায়ুসেনার জন্য ইউরোপীয় ইউনিয়নের সংস্থা এয়ারবাসের কাছ থেকে ছ’টি বিমান কিনবে ভারত। এই চুক্তি নিয়ে প্রতিযোগিতায় নেমেছিল রাশিয়াও। রুশ ইলিউশিনের চেয়ে এআর৩৩এমআরটিটি-ই নির্ভরযোগ্য, ধারণা বায়ুসেনার। |
স্মৃতির মামলা সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের বিরুদ্ধে স্মৃতি ইরানির মানহানির মামলা গ্রহণ করল আদালত। ২০ ডিসেম্বর টিভি চ্যানেলে নিরুপম স্মৃতিকে অপমান করেন বলে অভিযোগ। |
বচ্চনকে নোটিস সংবাদসংস্থা • নয়াদিল্লি |
এক কোটি টাকারও বেশি কর বাকি রাখার অভিযোগে অমিতাভ বচ্চনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। এর আগে বম্বে হাইকোর্ট আয়কর দফতরের অভিযোগ খারিজ করে দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানায় আয়কর দফতর। |
নাবালক নিয়ে সংবাদসংস্থা • নয়াদিল্লি |
নাবালকদের অপরাধ সংক্রান্ত আইন বদলাতে দিল্লি হাইকোর্টে আর্জি জানালেন এক আইনজীবী। তাঁর বক্তব্য, নাবালক অপরাধীদের চেয়ে এখন সমাজের সুরক্ষাই বেশি প্রয়োজন। |
|