|
|
|
|
তরুণদের পাশে আছি, বললেন মনমোহন |
সংবাদসংস্থা • কোচি |
সমস্যা আছেই। কিন্তু তা থেকেই সুযোগ তৈরি করতে হবে। বদলাতে হবে দেশের আইন ও বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা। ‘প্রবাসী ভারতীয় দিবসে’র উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দেশের উন্নয়নে অনাবাসী ভারতীয়রা বিশেষ ভূমিকা পালন করতে পারেন বলে মনে করেন তিনি।
দিল্লি গণধর্ষণ কাণ্ডের পরে দেশ জুড়ে বিক্ষোভে রীতিমতো অস্বস্তিতে কেন্দ্র। মনমোহনের বক্তব্য, দেশের মানুষের যত উন্নতি হবে ততই তাঁদের প্রত্যাশা বাড়বে। জোরদার হবে স্বচ্ছ প্রশাসনের দাবি। বিশেষত ক্রমশই সরব হবে তরুণ প্রজন্ম। মনমোহনের আশ্বাস, সমস্যা সমাধানে কেন্দ্র তরুণদের পাশেই আছে।
আর্থিক উন্নতি নিয়েও পুরোপুরি খুশি নন মনমোহন। তাঁর মতে, ভারত এখনও মন্দার বিরুদ্ধে পুরোপুরি লড়তে সক্ষম নয়। তা ছাড়া ২০৩০ সালের মধ্যে শক্তিসম্পদের ক্ষেত্রে ভারতের স্বনির্ভর হওয়া উচিত। শক্তিসম্পদের ক্ষেত্রে আমদানির উপরে নির্ভরশীলতা কমানোর জন্য কেন্দ্র পদক্ষেপ করেছে বলে জানিয়েছেন তিনি। মনমোহনের বক্তব্য, ভর্তুকি থাকায় দেশে পেট্রোপণ্যের দাম কম। কিন্তু দ্রুত এগোতে গেলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশে পেট্রোপণ্যের দামে সামঞ্জস্য আনা প্রয়োজন। তাই এই ক্ষেত্রে ভর্তুকি কমাতে হবে। বিষয়টি নিয়ে সচেনতা বাড়াতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে একসঙ্গে প্রচার চালাতে হবে।
এ বার ‘প্রবাসী ভারতীয় দিবসে’-র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরিশাসের ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্ট রাজকেশ্বুর পুর্যগ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের উন্নতিতে অনাবাসী ভারতীয়দের সহযোগিতা পেতে সরকারের তরফে চেষ্টা চালানো হবে। |
|
|
|
|
|