টুকরো খবর
রেকর্ড মুনাফা করছে স্যামসাং
মোবাইল ব্যবসার হাত ধরে স্যামসাঙের নিট মুনাফা ছাড়াতে চলেছে ৮০০ কোটি ডলার। সংশ্লিষ্ট সূত্রে খবর, সেপ্টেম্বর-ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা হয়েছে ৮৩০ কোটি ডলার। এই সময়ে প্রতি মিনিটে বিশ্ব জুড়ে প্রায় ৫০০টি মোবাইল ফোন বিক্রি করেছে স্যামসাং। পাশাপাশি, মোবাইল ফোন তৈরির জন্য অ্যাপল-সহ বিভিন্ন সংস্থার ফ্ল্যাট স্ক্রিনের চাহিদা বাড়ার কারণেও তাদের ব্যবসা বেড়েছে। তবে স্যামসাং-এর দৌড় কত দিন স্থায়ী হবে, তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। তাঁদের মতে, উন্নয়নশীল দেশগুলিতে চাহিদা থাকলেও, উন্নত দেশগুলিতে ক্রমশ স্মার্ট ফোন বিক্রির সংখ্যা সর্বোচ্চ মাত্রায় পৌঁছচ্ছে। পাশাপাশি, উৎসবের মরসুমের পর জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সংস্থার পণ্য বিক্রির সংখ্যা কমতে পারে। আর তার হাত ধরে কমতে পারে তাদের মুনাফাও। যদিও, আগামী দিনে আরও উন্নত স্মার্ট ফোন এবং বৈদ্যুতিন পণ্যের চিপ-এর সাহায্যে সংস্থা নিজেদের বাজার দখল ধরে রাখতে পারবে বলেও আশা প্রকাশ করেছেন অনেকে।

৫ বছরে ৫০টি কেন্দ্রীয় সংস্থা নথিভুক্তির প্রস্তাব
আগামী পাঁচ বছরে ৫০টি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বাজারে নথিভুক্তির পক্ষে সুপারিশ করল যোজনা কমিশনের কমিটি। প্রাক্তন সেল চেয়ারম্যান এস কে রুংতার নেতৃত্বে গড়া ওই কমিটির প্রস্তাব অনুয়াযী, ৩০টি এ ধরনের সংস্থাকে আগামী তিন বছরে নথিভুক্ত করা এবং পরবর্তী দু’বছরে তা ৫০-এ নিয়ে যাওয়া উচিত। যোজনা কমিশনকে জমা দেওয়া এই রিপোর্টে কমিটি জানিয়েছে, এ ব্যাপারে প্রতি বছর একটি পরিকল্পনা ছকে নিয়ে এগোতে হবে। সুপারিশগুলি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় শীঘ্রই আলোচনা হওয়ার কথা। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পরিচালনা, বেসরকারি ক্ষেত্রের সঙ্গে সহযোগিতা এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নিয়েও প্রস্তাব দিয়েছে কমিটি।

টাকা বাড়ল ২৫ পয়সা
পরপর তিন দিন কমার পর মঙ্গলবার ডলারের তুলনায় বাড়ল টাকার দাম। টাকা ২৫ পয়সা বাড়ায় দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫৪.৯৮ টাকা। রফতানিকারীদের ডলার বিক্রি ও বিদেশি আর্থিক সংস্থার লগ্নির জেরেই এই উত্থান।

সেজ-এর আয়তন কমাতে চান মুকেশ
দেশীয় বাজার ধরতে গুজরাতে তাদের বিশেষ আর্থিক অঞ্চলের (সেজ) আয়তন ছোট করতে চায় রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। মুকেশ অম্বানীর সংস্থার বহু পণ্যের সেজটি তৈরি ১,৭৬৪.১৪ হেক্টর জুড়ে। তারই ৭২৮.৪৩ হেক্টরের সেজ তকমা বাতিলের জন্য কেন্দ্রের কাছে আবেদন করে তারা। ওখানে ৪৫,০০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা আছে। প্রসঙ্গত, সেজ থেকে শুধু রফতানি করা যায়। ১৮ জানুয়ারি প্রস্তাব খতিয়ে দেখবে কেন্দ্র।

বৃহত্তম মাল্টিপ্লেক্স হল পিভিআর
সিনেম্যাক্স ইন্ডিয়া অধিগ্রহণ সম্পূর্ণ করল মাল্টিপ্লেক্স চেন পিভিআর। শেয়ার পিছু ২০৩.৬৫ টাকা দরে ৩৯৫ কোটিতে সিনেম্যাক্সের ৬৯.২৭% অংশীদারি নিল তারা। ফলে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স পরিষেবা সংস্থায় পরিণত হল পিভিআর। দেশে ৮৫টি স্থানে একত্রে দুই সংস্থার স্ক্রিনের সংখ্যা দাঁড়াল ৩৫১টি। খোলা প্রস্তাব দিয়ে বাজার থেকে সিনেম্যাক্সের আরও ২৬% শেয়ার কিনবে পিভিআর। ফলে হস্তান্তর মূল্য পৌঁছবে ৫৪৩ কোটিতে।

ইউনাইটেড ব্যাঙ্ক
ভাস্কর সেন ইউনাইটেড ব্যাঙ্কের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে অবসর নিয়েছেন। তিনি ২০১০-এর ১ মার্চ থেকে ওই পদে ছিলেন।

নয়া শাখা
শিলিগুড়িতে নতুন শাখা খুলল এসবিআই জেনারেল ইনশিওরেন্স। এটি পশ্চিমবঙ্গে সংস্থার দ্বিতীয় শাখা এবং সারা ভারতে ২৮তম শাখা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.