মুকুল রায়ের সভা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল নেতা। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ বোলপুর থানার কোপাই লাগোয়া দমদমা মোড়ে গুলিবিদ্ধ হন মহাদেব রায়। তাঁর বাড়ি বোলপুর থানার সর্বানন্দপুরে। মহাদেববাবু তৃণমূলের সর্পলেহনা-আলবাঁধা অঞ্চলের পর্যবেক্ষক। তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ পায়ে হাঁটুর নীচে গুলি লেগেছে। এ দিন রাতে বোলপুরের এসডিপিও প্রশান্ত চৌধুরী বলেন, “এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। তদন্ত চলছে।” তৃণমূলের জেলা সহ-সভাপতি বিকাশ রায়চৌধুরীর অভিযোগ, “সভা সেরে মহাদেববাবু মোটরবাইকে লাভপুর থেকে সর্বানন্দপুরে ফিরছিলেন। তাঁকে একা পেয়ে সিপিএমের দুষ্কৃতীরা গুলি চালায়।” পরে স্থানীয় বাসিন্দা ও দলের কিছু কর্মী তাঁকে হাসপাতালে নিয়ে যান বলে তিনি জানিয়েছেন।
|
মুরারই থানার সুহুদিঘি ও রুদ্রনগর গ্রামের মাঝে সেচ খালের পাড় থেকে মঙ্গলবার সকালে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। এখনও ওই মহিলার পরিচয় জানাতে পারেনি পুলিশ। আনুমানিক বয়স ৩৫-৪০ এর মধ্যে হবে। মৃতার গলায় মাফলার জড়ানো ছিল। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ময়নাতদন্তের জন্য দেহটি রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
গলায় গড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক তরুণী। মৃতার নাম দীপা দাস (১৭)। বাড়ি রামপুরহাট থানার সুন্দিপুর এলাকার লেটপাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীপা সোমবার বিকেলে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। রামপুরহাট মহকুমা হাসপাতালে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
|
নিজ ভূমি ও নিজ গৃহ প্রকল্পে এলাকার ১০৮ জন ভূমি এবং বাস্তুহীনকে পাট্টা দেওয়া হল নলহাটি ১ ব্লকে। সোমবার ব্লক প্রশাসনিক ভবন চত্বরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, রামপুরহাট মহকুমাশাসক-সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা। ওই দিনই সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পে ৫১ জন ছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে। |