গ্রামের ভেতর বেআইনি ভাবে তৈরি হওয়া ইট ভাটা বন্ধের দাবিতে সোমবার কাটোয়া এসডিও-র দফতরে বিক্ষোভ দেখালেন কাটোয়া ২ ব্লকের গাজিপুর পঞ্চায়েতের বকুলগাছি গ্রামের বাসিন্দারা। তবে এসডিও আর অর্জুন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। এর আগে এই ইট ভাটা বন্ধ করার দাবিতে পথ অবরোধ করেছিল সিপিএমও। এই ইট ভাটা বন্ধ করার জন্য গ্রামবাসীদের একাংশ মিলে বড়কুলগাছি গ্রাম ও পরিবেশ রক্ষা কমিটি গড়ে আন্দোলনও শুরু করেছেন। আন্দোলনের পিছনে রয়েছে সিপিএম। তারাই দিন কয়েক আগে এসটিকেকে রোড অবরোধ করেছিল। সোমবার মহকুমাশাসকের কাছে জমা দেওয়া এক স্মারকলিপিতে ওই কমিটি জানায়, যে রাস্তা দিয়ে ইট ভাটায় গাড়ি যাতায়াত চলে তা অত্যন্ত সরু। ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। এর সঙ্গে পরিবেশও দূষিত হচ্ছে। কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল ও সভাপতি হরি মণ্ডলের অভিযোগ, “প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানোর পরেও কোনও সুরাহা মেলেনি।” কাটোয়া ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে জানা গিয়েছে, বেআইনি ভাবে ইট ভাটা চালানোর জন্য ওই ইট ভাটার দুই মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এখন জামিনে আছেন তারা। কাটোয়ার ওসি সনৎ দাস বলেন, “মহকুমা প্রশাসন বা আদালত নির্দেশ দিলেই আমরা ইটভাটা বন্ধ করে দেব।” কাটোয়া ব্লক এলাকায় বেআইনি ভাবে ১৭টি ইটভাটা চলছে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
বিভিন্ন দাবিতে স্মারকলিপি জমা দিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। মঙ্গলবার মন্তেশ্বরের ২ নম্বর চক্র পুঁড়শুড়ি এলাকায় অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে স্মারকলিপি দেন তাঁরা। তাঁদের দাবি, প্রাথমিকে ফের পাশ ফেল প্রথা চালু করতে হবে, শ্রেণিভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে, প্রতিটি স্কুলে করণিক এবং চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করতে হবে। এছাড়া মিড-ডে মিল থেকে শিক্ষকদের অব্যাহতি, বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের এ ক্যাটাগরি মর্যাদা, বকেয়া মহার্ঘভাতা মেটানোর দাবি জানান তাঁরা। অবর বিদ্যালয় পরিদর্শক সুমিত বিশ্বাস জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। |