টুকরো খবর
মুখ্যমন্ত্রীর সভা কাল
চলছে প্রস্তুতি। —নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করে গেলেন জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। কাল, বৃহস্পতিবার আসানসোল স্টেডিয়াম সংলগ্ন পোলো মাঠে ১২টি সরকারি কর্মসূচি ঘোষণা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশাসন সূত্রে জানা যায়, আজ, বুধবার রাতে মুখ্যমন্ত্রীর দুর্গাপুর পৌঁছনোর কথা। আসানসোলে যে সব কর্মসূচি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস। আসানসোলের কাল্লায় কুষ্ঠ হাসপাতাল সংলগ্ন এলাকায় মাইনস বোর্ড অব হেলথের প্রায় ৯০ বিঘা জমি নিয়েছে শিক্ষা দফতর। সেখানেই হবে এই বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক তৎপরতা তুঙ্গে থাকলেও মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত আসবেন কি না, সে নিয়ে সামান্য ধোঁয়াশা রয়েছে বলে প্রশাসনের একটি সূত্রের দাবি। অসুস্থতার জন্য সম্প্রতি কয়েকটি কর্মসূচি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। তাই আসানসোল সফরও শেষ পর্যন্ত হবে কি না, সে নিয়ে আশঙ্কায় প্রশাসনের একাংশ।

রানিগঞ্জে বিক্ষোভ
মিথ্যা অভিযোগের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় রানিগঞ্জ থানায় বিক্ষোভ দেখালেন গির্জাপাড়ার বাসিন্দারা। শ’দেড়েক বাসিন্দার স্বাক্ষর করা একটি স্মারকলিপি ওসির হাতে তুলে দেওয়া হয়। বাসিন্দাদের দাবি, ৬ জানুয়ারি স্কুলপাড়ার বাসিন্দা দেবাশিস চন্দ্র সুভাষ গড়াইয়ের নামে যে অভিযোগ দায়ের করেছেন তা ঠিক নয়। প্রসঙ্গত, সেদিন দেবাশিসবাবু অভিযোগে জানান, তাঁদের পারিবারিক জমি কমদামে দু’জনকে বিক্রি করে দেওয়ার জন্য ৩ জানুয়ারি সুভাষ গড়াই গির্জাপাড়ায় এবং ৫ জানুয়ারি উদয় ঘোষ বড়বাজার এমজি রোডে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন। বাসিন্দাদের দাবি, দেবাশিসবাবুর অভিযোগ মিথ্যো। কারণ সেদিন সুভাষবাবু কলকাতায় ছিলেন ক্রিকেট খেলা দেখার জন্য। এ বিষয়ে মঙ্গলবার উদয়বাবু বলেন, “রাজনীতির শিকার হচ্ছি। এর বেশি কিছু বলার নেই।” তবে দেবাশিসবাবু বলেন, “যা ঘটেছে তাই লিখিত ভাবে জানিয়েছি। এখন প্রশাসনের সহযোগিতা ছাড়া আমার কিছু করার নেই।” পুলিশ জানিয়েছে, মামলা শুরু হয়েছে। বাসিন্দারা যে দাবি জানিয়েছেন তা নিয়েও তদন্ত হবে।

কয়লা পাচার, ধৃত
অবৈধ কয়লা পাচারের সময়ে কয়লা বোঝাই ১২টি সাইকেল আটক করল সালানপুর থানার পুলিশ। এ ছাড়া পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ও তিন টন চোরাই কয়লাও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রূপনারায়ণপুর এলাকার ঘটনা। পুলিশের দাবি, ধৃতেরা স্বীকার করেছে এ দিন সালানপুরের বিভিন্ন অবৈধ খাদান থেকে কয়লা তুলে বস্তা বোঝাই করে সেগুলি ঝাড়খণ্ডের মিহিজাম এলাকার গুল কারখানায় পাচার করা হচ্ছিল।

কাজোড়ায় ফাটল
প্রায় একশো ফুট এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে অন্ডালের কাজোড়া এরিয়ার জামবাদ খোলামুখ খনির পরিবহণ রাস্তায়। বন্ধ রাখা হয়েছে খনির পরিবহণও। সোমবার রাত থেকে ওই খোলামুখ খনির ওজন ঘরের সামনের রাস্তায় ফাটল দেখা দেয়। এই এরিয়ার জিএম নারায়ণ দাস জানান, আরও কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা দেখার জন্য মঙ্গলবার থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এরপর ওই এলাকা মাটি দিয়ে ভরাট করে ফের রাস্তাটি চালু করা হবে।

যন্ত্রাংশ চুরি, ধৃত
রেলের যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় এক দুষ্কৃতীকে পাকড়াও করল চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ বাহিনী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ জব্বার আনসারি।

বামেদের প্রতিবাদ
ভাঙড়ে দলীয় কর্মীদের উপর হওয়া আক্রমনের প্রতিবাদে মঙ্গলবার শিল্পাঞ্চল জুড়ে ধিক্কার মিছিল করল বামফ্রন্ট। কয়েক হাজার মানুষ আসানসোলের বিভিন্ন প্রান্ত প্রদিক্ষণ করেন। মিছিল হয় হিরাপুর, কুলটি, সালানপুরেও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.