টুকরো খবর
কিশোরীকে ধর্ষণ, উধাও অভিযুক্ত

‘সম্পর্ক’ ওদের নতুন নয়। তবে সবটাই মোবাইলের আড়ালে-আড়ালে পরস্পরকে না দেখেও দেখা! একের মিসড্ কল-এ অন্য জন চমকে উঠে তৎক্ষণাৎ পাল্টা মিসড্ কল। একে অন্যকে ইশারা, উঃ কী বোঝাপড়া! সেই বোঝাপড়াই থমকে গেল শনিবার। মোবাইল ‘সখ্য’ এক ধাক্কায় চুরমার। বছর চোদ্দর কিশোরী থানায় অভিযোগ করেছে, বহরমপুরের সুকান্তপল্লি থেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে বেলডাঙার সারগাছি স্টেশনের কাছে তাকে ধর্ষণ করেছে ওই যুবক। আর ওই ঘটনার পরে চেনা নিয়মে উধাও হয়ে গিয়েছে বছর কুড়ির ছেলেটি। নাঃ পুলিশ তিন দিনেও তার কোনও হদিস পায়নি। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, “কিশোরীর মেডিক্যাল টেস্ট হয়েছে। ধর্ষণের প্রমাণ মিলেছে। তদন্ত চলছে।” ব্যস? গ্রেফতার করা যায়নি কেন? এসপি বলছেন, “তদন্তের দায়িত্ব ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খলা ও প্রশিক্ষণ)-কে দেওয়া হয়েছে।” সে তো হল গ্রেফতার করা গেল না কেন, মোবাইলের সূত্র ধরে তদন্ত এগোতে পারে?” পুলিশ বলছে, দেখছি। ওই কিশোরীর মা জানান, মেয়ে দিন কয়েক ধরেই মোবাইলে কারও সঙ্গে কথা বলত ঠিকই। তবে তার যে এই পরিণতি হবে কে জানত? পুলিশ জানায়, শনিবার বহরমপুরের বিষ্ণুপুর মেলায় ওই যুবকের সঙ্গে কিশোরীর দেখা করারও কথা ছিল। কিন্তু সে আসেনি। তাকপর সন্ধ্যায় ফের ফোন। বহরমপুরের সুকান্তপল্লির বাড়ি থেকে বেরিয়ে আসে কিশোরী। আর সেই সময়েই বেড়াতে যাবার নাম করে গাড়িতে টেনে নেয় কিশোরীকে। গাড়ি থামে সারগাছি স্টেশনে। সেই সময়ে গাড়িতে ওই যুবকের তিন বন্ধু ছিল বলেও জানা গিয়েছে। তারা সারগাছি স্টেশনের কাছে নেমে যায়। পরে স্টেশন লাগোয়া একটি জায়গায় ওই যুবক তাকে ধর্ষণ করে পালায়।

জখম ৭ পুলিশকর্মী

আসামি ধরতে যাওয়ার সময় গাড়ি উল্টে চালক-সহ সাত পুলিশকর্মী জখম হয়েছেন। রবিবার রাতে খড়গ্রামের মহিশারের ঘটনা। খড়গ্রাম থানার ওসি বাবিন মুখোপাধ্যায়ের নেতৃত্বে এক দল পুলিশ গ্রামে যাচ্ছিলেন। গ্রামে ঢোকার মুখে বাঁক ঘুরতে গিয়ে নয়ানজুলিতে পড়ে যায় পুলিশের জিপটি। বাসিন্দারা পুলিশকর্মীদের খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

আলমারি ভেঙে চুরি
ঘরের আলমারি ভেঙে বেশ কয়েক হাজার টাকা ও কয়েক ভরি সোনার গয়না লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে কৃষ্ণনগরের নেদেরপাড়ার একটি বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। পুলিশ জানায়, দুষ্কৃতীরা গ্রিলের তালা ভেঙে ঘরে ঢোকে। নীচের ঘরের একটি আলমারি ভেঙে টাকা-গয়না লুঠ করে। পরে দোতলার ঘরের তালা ভাঙার শব্দে বাড়ির লোকের ঘুম ভাঙলে দুষ্কৃতীরা পালায়।

জয়ী বামফ্রন্ট

গত রবিবার নওদার ত্রিমোহিনী হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হয়েছে বামফ্রন্ট। ৬টি আসনের মধ্যে ৫টিতে জিতেছে বামফ্রন্ট। কংগ্রেস পেয়েছে একটি আসন। শাসক দল তৃণমূল নির্বাচনে লড়লেও কোনও আসন পায়নি।

দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার দেহ উদ্ধার হল নবগ্রামে। সোমবার সকালে নবগ্রামের পাঁচগ্রামের কাছে বাগিরাপাড়ায় বহরমপুর-শেরপুর রাজ্য সড়কের পাশে গলার নলিকাটা দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।

কেন নেই হেলমেট! পথ নিরাপত্তা সপ্তাহে ছাত্রদের নিয়ে পুলিশের
সচেতনতা প্রচার। বহরমপুরে গৌতম প্রামাণিকের তোলা ছবি।

শীতের আমেজ। রঘুনাথগঞ্জে অর্কপ্রভ চট্টোপাধ্যায়ের তোলা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.