টুকরো খবর
সিপিএম-তৃণমূল অশান্তি নেতাইয়ে
নেতাইয়ের শহিদ স্মরণ অনুষ্ঠান ফেরত তৃণমূল কর্মীদের সঙ্গে সিপিএম সমর্থকদের গোলমাল বাঁধল লালগড়ের শাঁখাখ্যুলায়। সোমবার বিকেলে ওই ঘটনার জেরে জখম হন অবিনাশ মাহাতো নামে এক তৃণমূল সমর্থক। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অবিনাশবাবুর বাড়ি লালগড়ের ধরমপুরের চাঁদাবিলা গ্রামে। তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগে শাঁখাখ্যুলা গ্রামের পাঁচ সিপিএম সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের লালগড় ব্লক সভাপতি বনবিহারী রায়ের অভিযোগ, “পদযাত্রা ফেরত আমাদের কর্মীদের উপর হামলা চালায় সিপিএমের সশস্ত্র বাহিনী। মারের চোটে বছর পঞ্চাশের অবিনাশবাবু সংজ্ঞাহীন হয়ে যান। এলাকায় অশান্তি ফের সিপিএমের হার্মাদ বাহিনী সক্রিয় হচ্ছে।” লালগড়ের সিপিএম নেতা তরুণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, “গত রবিবার ধরমপুর ও বৈতায় ডিওয়াইএফের সাইকেল মিছিল হয়েছিল। তাতে অনেক যুবক যোগ দেন। কিন্তু সোমবার তৃণমূলের পদযাত্রায় স্থানীয়দের অনেকেই যাননি। সেই আক্রোশে পদযাত্রা ফেরত ধরমপুর অঞ্চলের তৃণমূল কর্মীরা আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে দফায় দফায় হামলা চালায়।” তৃণমূলের লোকেরা এ দিন লালগড়ের বিভিন্ন এলাকা, এমনকী দলীয় কার্যালয় থেকেও সিপিএমের পতাকা খুলে নেয় বলে তরুণবাবুর অভিযোগ।

রেল ও সড়ক পথে দুর্ঘটনায় মৃত দুই
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে দিঘা-তমলুক রেলপথে, শীতলপুর ও সুজালপুর স্টেশনের মাঝে। পুলিশ জানিয়েছে, মৃতা বেহুলা দেবনাথ (৬৯) রানিবসান গ্রামের বাসিন্দা। কাঁথি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এ দিকে, রবিবার বিকালে দিঘা-কলকাতা সড়কে কৃষ্ণনগর বাসস্ট্যান্ডের কাছে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। পুলিশ জানিয়েছে মৃতের নাম গণপতি বেরা (২৬)। তিনি খেজুরি থানার মুকুটশিলা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কাঁথিগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের দুটি দোকানে ধাক্কা মারে। এরপর ওই লরির ধাক্কাতেই সাইকেল থেকে ছিটকে পড়েন গণপতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক।

সুবর্ণজয়ন্তী উৎসব স্কুলে
স্কুলের দু’দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব শেষ হল সোমবার। রবিবার কাঁথি-১ ব্লকের কাপাসদা বাণীপীঠ হাইস্কুলে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, প্রাক্তন অধ্যক্ষ হরিপদ মাইতি, মহিষাগোট পঞ্চায়েতের প্রধান নারায়ণচন্দ্র শিট, উপপ্রধান সোমা মিশ্র প্রমুখ। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক নিরঞ্জন দাস। ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

মানিকপাড়ায় পদযাত্রা
অগ্নিকাণ্ডে মৃতদের স্মৃতিতে সোমবার বুকে কালো ব্যাজ পরে মৌন পদযাত্রা করলেন মানিকপাড়ার বাসিন্দারা। বিকেল চারটেয় অগ্নিদগ্ধ বাড়িটির সামনে থেকে পদযাত্রা শুরু হয়। এলাকা ঘুরে ফের ওই বাড়ির সামনেই শেষ হয় পদযাত্রা। সেখানেই শতাধিক মোমবাতি জ্বালানো হয়। রবিবার ভোররাতে ওই বাড়িটিতে আগুন লেগে কালো ধোঁয়ায় দম আটকে ও অগ্নিদগ্ধ হয়ে মারা যান বাড়ির মালিক প্রাক্তন ডাককর্মী অধীনচন্দ্র দত্ত-সহ ছ’জন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.