টুকরো খবর
ওয়ার্নের নির্বাসন
বিগ ব্যাশ লিগ ম্যাচে মাঠে ঝামেলা করার জন্য এক ম্যাচের জন্য নির্বাসিত হলেন শেন ওয়ার্ন। মেলবোর্ন স্টার্সের অধিনায়ক ওয়ার্ন প্রায় হাতাহাতি করে ফেলেন রেনেগেডস-এর ক্রিকেটার মার্লন স্যামুসেলসের সঙ্গে। সাড়ে চার হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানাও হয়েছে ওয়ার্নের। স্যামুয়েলসের শুনানি আপাতত মুলতবি আছে। ওই ম্যাচেই তিনি চোখে চোট পান। যার শুশ্রুষা করাতে তিনি হাসপাতালে। এ দিন প্রথমে ফিল্ডিং করার সময় ডেভিড হাসিকে আটকে দিয়ে দ্বিতীয় রান নিতে দেননি স্যামুয়েলস। পরে স্যামুয়েলস যখন ব্যাট করতে নামেন, তখন তাঁকে গালাগালি দেন ওয়ার্ন। ঠিক তার পরের ওভারেই ফিল্ডিং করার সময় বল কুড়িয়ে সেটা স্যামুয়েলসের বুকে ছুড়ে মারেন। যার জবাবে ওয়ার্নের দিকে ব্যাট ছুড়ে দেন ক্যারিবিয়ান। দু’জনে মারপিট করতে এগিয়ে আসলে কোনও রকমে তাঁদের ছাড়ান দুই আম্পায়ার। ম্যাচটা যদিও স্যামুয়েলসের দলই জেতে।

ওয়ার্ন-স্যামুয়েলস দ্বৈরথ। ছবি: গেটি ইমেজেস
ম্যাচের পর তাঁর শাস্তিকে ‘কঠোর’ বললেও পরে ওয়ার্ন টুইট করেন, “আমি এক ম্যাচ নির্বাসের শাস্তি মেনে নিচ্ছি। আসলে টিমের হয়ে সওয়াল করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছিলাম। আশা করি আমার টিম মঙ্গলবারের ম্যাচ জিতে শেষ চারে উঠতে পারবে।” এ দিকে, আইসিসি টেস্ট ক্রমপর্যায়ৈয়ে এগারো নম্বরে থেকে ক্রিকেটজীবন শেষ করলেন মাইক হাসি।

আন্তঃস্কুল ফুটবল
অনূর্ধ্ব ১৯ আন্ত:ভারত কেন্দ্রীয় বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন (বয়েজ) হল শিলচর রিজিয়ন। রানার্স গুয়াহাটি। সোমবার ছিল ফাইনাল। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পরে টাইব্রেকারে ৩-১ গোলে জেতে শিলচর। পুরস্কার বিতরণী সভায় ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের এডিআরএম প্রকাশকুমার মণ্ডল। গত শুক্রবার খড়্গপুর আইআইটি ক্যাম্পাসের স্পোটর্স কমপ্লেক্সে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। দেশের নানা প্রান্ত থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের ১৮টি রিজিয়ন যোগ দিয়েছিল। কলকাতা রিজিয়নের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের এ বার ছিল দ্বিতীয় বর্ষ। টুর্নামেন্টে তৃতীয় হয়েছে হায়দরাবাদ। এ দিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

সেরার ট্রফি ফেলে গেলেন জামশেদ
ভারতের কাছে শেষ ম্যাচে হেরে গেলেও রাজকীয় সংবর্ধনার মধ্যেই দেশের মাটিতে পা রাখলেন পাকিস্তানের ক্রিকেটাররা। মিসবা এবং হাফিজ সিরিজ জয়টা উৎসর্গ করেছেন পাকিস্তানের মানুষকে। এরই মাঝে জামশেদ আবার সিরিজ সেরার ট্রফি ভারতে ফেলে এসেছেন। জামশেদ বলেছেন, “তাড়াহুড়ো করে বিমানবন্দরে আসার সময় ট্রফিটা ফেলে এসেছি। তবে টিম ম্যানেজমেন্ট বলেছে, ট্রফি ফেরত পেয়ে যাব।”

গল্ফ কোর্সে সচিন
কপিল দেবের পর কি সচিন? গুজরাতে তাঁর নিজের গড়া গলফ কোর্সে কেনসভিলে চ্যালেঞ্জ গল্ফের অ্যাম্বাসাডর হয়েছেন সচিন, জানিয়েছেন গল্ফে ভারতের অন্যতম সেরা জীব মিলখা সিংহ। ৩১ জানুয়ারি থেকে শুরু এই চ্যাম্পিয়নশিপে আমদাবাদের গল্ফ কোর্সে হাজির থাকবেন সচিন। “ক্রিকেটের পর কার রেসিংই সচিনের প্রিয় খেলা। তবে আশা করছি কপিলের পর এ বার সচিনকেও গল্ফ স্টিক ধরাতে পারব,” বলছেন জীব।

গড়াপেটার অভিযোগ
পাকিস্তানের ম্যাচ হলেই যেন গড়াপেটার অভিযোগ উঠতে হবে। এ বার উঠল রবিবারের কোটলা ম্যাচ নিয়ে। তুললেন পল নিক্সন? অচেনা নাম? স্বাভাবিক। নিক্সন ইংল্যান্ডের হয়ে গুটি কয়েক টি-টোয়েন্টি আর ওয়ান ডে-র বেশি কিছু খেলেননি। টুইট করে তিনি বলেছেন, ইনিংসের শেষের দিকের বলগুলো ইচ্ছা করে নষ্ট করে ভারতকে জিততে সাহায্য করেছে পাকিস্তান। তাঁর আরও অভিযোগ, ২-০ সিরিজ আগেই জিতে যাওয়ায় শেষ ম্যাচে হারাটা পাকিস্তানের কাছে কোনও ব্যাপারই নয়।

জরিমানা হরভজনের
আন্তর্জাতিক ম্যাচে মেজাজ হারিয়েছেন। আইপিএলে মেজাজ হারিয়েছেন। এ বার রঞ্জি ট্রফিতেও মেজাজ গরম করলেন হরভজন সিংহ। রঞ্জি কোয়ার্টারে ঝাড়খন্ড ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করায় হরভজনের ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করলেন ম্যাচ রেফারি। সানি গুপ্তর ক্যাচের আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন হরভজন। ২৯ ওভার বল করে ভাজ্জি ৯০ রান দিয়ে অবশ্য এক উইকেটের বেশি পাননি। মুম্বই আবার বরোদার বিরুদ্ধে তুলেছে ৫২৪-৬।

চারে ধোনি
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ হারলেও ব্যাট হাতে তাঁর ধারাবাহিকতার জন্য আইসিসি ওয়ান ডে ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে উঠে এলেন মহেন্দ্র সিংহ ধোনি। সুরেশ রায়না ২৬ এবং যুবরাজ সিংহ ৪১তম স্থানে রয়েছেন। বিরাট কোহলি এক ধাপ নেমে তিন নম্বরে রয়েছেন।

শনিবারে বরিসিচ
ভিসা সমস্যা মিটিয়ে ১২ জানুয়ারি শহরে আসছেন ইস্টবেঙ্গলের চতুর্থ বিদেশী অ্যান্ড্রু বরিসিচ। নভেম্বরের মাঝামাঝি ট্রায়াল দিতে এসেছিলেন অস্ট্রেলীয় এই স্ট্রাইকার। ট্রায়ালে কোচ ট্রেভর মর্গ্যানের পছন্দ হলে ক্লাব দেরি না করে চুক্তি সেরে ফেলে বরিসিচের সঙ্গে। এরপরই অস্ট্রেলিয়া ফিরে যান তিনি। এখন আবার ফিরে আসছেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.