টুকরো খবর
অবৈধ নির্মাণ, নালিশ
মন্দির সংলগ্ন ফাঁকা জায়গার একাংশ দখল করে অবৈধ নির্মাণ চলছে বলে অভিযোগ উঠল খড়্গপুরে। ইতিমধ্যে পুরসভা এবং প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। তবে স্থানীয়দের বক্তব্য, অবৈধ নির্মাণ বন্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। ফাঁকা জায়গার একাংশে অবৈধ নির্মাণ যে চলছে, তা মেনে নিয়েছে খড়্গপুর পুরসভাও। পুরসভার আশ্বাস, এ নিয়ে দ্রুত দক্ষেপ করা হবে। খড়্গপুর শহরের মন্দিরতলা এলাকার শ্মশান রয়েছে। পাশেই রূপেশ্বর মন্দির। এলাকায় একটি পুকুরও রয়েছে। এই পুকুরের পাশে যে ফাঁকা জায়গা রয়েছে, তার একাংশ দখল করে অবৈধ নির্মাণ গড়ে উঠছে বলে অভিযোগ। মন্দির দেখভালের জন্য একটি বোর্ড রয়েছে। জায়গাটি ওই বোর্ডেরই। কোথাও দোকান গড়ে উঠছে। কোথাও বা বাড়ি। স্থানীয় বাসিন্দা রাজা সরকার বলেন, “এ নিয়ে আগেই আমরা পুরসভা-প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। তবে কিছু হয়নি। যাঁরা অবৈধ ভাবে নির্মাণ করছেন, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।” তাঁর বক্তব্য, “এ ক্ষেত্রে পুরসভা হাত-পা গুটিয়ে বসে থাকতে পারে না।” অভিযোগের সত্যতা মেনে খড়্গপুর পুরসভার পুরপ্রধান পারিষদ (পূর্ত) দীপেন্দু পাল বলেন, “মন্দিরের পাশের ফাঁকা জায়গার একাংশ দখল করে অবৈধ নির্মাণ হচ্ছে। এ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করা হবে।”

খড়্গপুরে শুরু বইমেলা

বাছাইয়ের পালা। বইমেলায় রামপ্রসাদ সাউয়ের তোলা ছবি।
শুরু হয়েছে খড়্গপুর বইমেলা। চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। গত শনিবার বইমেলার উদ্বোধন হয়। উদ্বোধন করেন কবি পিনাকী ঠাকুর। উপস্থিত ছিলেন নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র। খড়্গপুর শহরের বিদ্যাসাগর আবাসনের মাঠের মেলার আয়োজন করা হয়েছে। এ বার ১৩ তম বর্ষ। মানস- গৌতম-নারায়ণ চৌবে স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে রেলশহরে এই মেলার আয়োজন করা হয়। উদ্যোক্তা জানান, মেলায় সবমিলিয়ে ৫৮টি স্টল রয়েছে। লিটল ম্যাগাজিনের একটি প্যাভেলিয়নও রয়েছে। মেলার সম্পাদক দেবাশিস চৌধুরী বলেন, “বই আমাদের জীবনেরই একটি অঙ্গ। ভালবাসার জায়গায়। আজকের দিনে পড়ার অভ্যাস কমে যাচ্ছে। তার পরিবর্তে টিভি দেখার অভ্যাস বাড়ছে। এখনকার তরুণ প্রজন্ম যাতে আরও বেশি করে বই পড়ে, সেই জন্যই রেলশহরে এমন মেলার আয়োজন।”

পথ নিরাপত্তা সপ্তাহ

পথ নিরাপত্তা সপ্তাহ পালন, মেদিনীপুরে। —নিজস্ব চিত্র
পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হল মেদিনীপুরে। সোমবার সকালে কালেক্টরেট মোড় থেকে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে র্যালি শুরু হয়। সূচনা করেন পুলিশ সুপার সুনীল চৌধুরী। উপস্থিত ছিলেন ডিএসপি (ট্রাফিক) মনোরঞ্জন ঘোষ। গত ১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল পথ নিরাপত্তা সপ্তাহ। সোমবার ছিল শেষ দিন। সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করা হয়।

স্কুলে জয়ী তৃণমূল
ডেবরার ডুঁয়া হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হল তৃণমূল। রবিবার এই স্কুলে নির্বাচন ছিল। রাতে ফল প্রকাশের পর দেখা যায়, ছ’টি আসনের মধ্যে পাঁচটিতে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিতেরা। একটিতে জেতেন সিপিএম সমর্থিত। গোলমাল এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি রতন দে বলেন, “রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চলছে। তবে মানুষ যে আমাদের সঙ্গে রয়েছে, স্কুল নির্বাচনের ফল থেকে তা স্পষ্ট।”

স্ত্রীকে কুপিয়ে বিষ পান স্বামীর
পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পিংলা থানার লক্ষ্মীপাড়ি গ্রামে। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। সেই সময় উত্তেজিত হয়ে স্বামী চন্দ্রকান্ত অধিকারী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সীতা অধিকারীর (৩২) ঘাড়ে কোপ মারেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যু দেখেই বাড়িতে থাকা কীটনাশক খান চন্দ্রকান্তবাবু। এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। চন্দ্রকান্তবাবুকে পিংলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক। চন্দ্রকান্তবাবুর দুই নাবালিকা কন্যা এই পরিস্থিতিতে দিশেহারা। তবে তাদের সাহায্যে এগিয়ে এসেছেন স্থানীয় মানুষ।

লোক উৎসব শেষ
লোকছন্দার উদ্যোগে ও কেন্দ্রীয় সরকারের সাহায্যে আয়োজিত দু’দিন ব্যাপী লোক উৎসব শেষ হল রবিবার। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে আয়োজিত এই উৎসবে অসম, অরুণাচল প্রদেশ, ওড়িশা, হিমাচল প্রদেশ, পঞ্জাব, সিকিম-সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ১১টি দল যোগ দেয়। বিভিন্ন এলাকার আঞ্চলিক নৃত্য দেখতে শহরের বহু মানুষ ভিড় জমান। লোকছন্দার ডিরেক্টর মৈত্রেয়ী পাহাড়ি বলেন, “দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি জেলাবাসীকে দেখাতেই এই আয়োজন। প্রতি বছরই এই উৎসব করার জন্য চেষ্টা করব।”

বার্ষিক ক্রীড়া
শহরের মিত্র কম্পাউন্ড উন্নয়ন সমিতির সপ্তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হল গত রবিবার। সমিতির সম্পাদক সুজিত বসু জানান, অঙ্কন, গান, নৃত্য ইত্যাদি নানা প্রতিযোগিতায় প্রায় ৩০০ জন প্রতিযোগী যোগ দেন। সফলদের হাতে পুরস্কার তুলে দেন ডেবরা কলেজের অধ্যক্ষ ডঃ.গোপাল বেরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.