অফিস পরিষেবা দিতে রাজ্যে পা বিদেশি সংস্থার
বাড়ির অব্যবহৃত বৈঠকখানাতেই অফিস। এক বছর আগে চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেছেন এখানেই। চেয়ার-টেবিল, কম্পিউটার, ফোন আছে বটে। তবে পুরোদস্তুর অফিসের চেহারা পায়নি বৈঠকখানা। তাই নিয়ে বিশেষ চিন্তা ছিল না। কিন্তু মোটা বরাত দিতে ইচ্ছুক এক সংস্থার প্রতিনিধি যখন অফিসে এসে আলোচনা করতে চাইলেন, তখন ‘অফিস’-এর আটপৌরে চেহারাটা প্রকট হয়ে উঠল।
ঝাঁ চকচকে অফিসের অভাব অধিকাংশ ছোট ও মাঝারি সংস্থার সমস্যা। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা দামের কারণে শহরের প্রাণকেন্দ্র বা ‘বিজনেস ডিস্ট্রিক্ট’-এ জায়গা কেনা বা ভাড়া নেওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। অথচ কাজের সুবিধা ও পরিচিতির জন্য ছোট ও মাঝারি সংস্থার ক্ষেত্রে ‘চেনা’ ঠিকানা জরুরি হয়ে পড়ে।
এই চাহিদা পুঁজি করেই ব্যবসায় ঝাঁপাচ্ছে ‘অফিস স্পেস’ ও পরিষেবা দেওয়ার সংস্থা। বড় কর্পোরেট নয়। শুধু মাত্র ছোট ও মাঝারি সংস্থাকে পাখির চোখ করে ভারতে ব্যবসা সম্প্রসারণ করছে অস্ট্রেলীয় বহুজাতিক ইমপেরিয়াল সার্ভকর্প। ভারতে হায়দরাবাদ ও মুম্বইয়ের পাশাপাশি এ বার কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের দিকেও নজর দিচ্ছে তারা।
বিশ্বের ২০টির বেশি দেশে ছড়িয়ে থাকা এই সংস্থা দু’ধরনের পরিষেবা দেয়। ‘সার্ভিসড অফিস’ ও ‘ভারচুয়াল অফিস’ সার্ভিস। ‘সার্ভিসড অফিস’-এ পাওয়া যাবে আসবাবপত্র দিয়ে সাজানো অফিস। থাকবেন এক জন রিসেপশনিস্ট। বৈঠক করার জন্য বোর্ডরুম ও যোগাযোগ ব্যবস্থার সুবিধা। অনেকটা ‘বিজনেস সেন্টার’ ভাড়া নেওয়ার মতো ব্যাপার।
তবে দ্বিতীয় পরিষেবার মাধ্যমেই ব্যবসা বৃদ্ধির আশায় সংস্থা। ‘ভারচুয়াল অফিস’ পরিষেবার দৌলতে নিজের অফিস আটপৌরে হলেও বিশেষ বিশেষ দিনে (যেমন ক্লায়েন্ট এলে) প্রয়োজনে পাঁচ তারা অফিসের সুবিধা ওই ভারচুয়াল অফিসে পাওয়া যাবে বলে দাবি ভারতে সংস্থার প্রধান মিনাল সিংহের। যেমন ব্যবসা সংক্রান্ত যাবতীয় ফোন সামলাবেন এক জন। ঠিকানা হিসেবে থাকবে পরিচিত এলাকায় অফিস স্পেস-এর নাম। প্রয়োজন মতো বোর্ডরুম ব্যবহার করতে পারবেন এই পরিষেবার গ্রাহকেরা। সংস্থার দাবি, এই সুবিধা মিলবে ২৪ ঘণ্টাই।
নিজের অফিস ভাড়া বা লিজে নেওয়ার তুলনায় এই পরিষেবার কী তফাত? ইমপেরিয়াল সার্ভকর্প-এর দাবি, ভাড়া বা লিজে অফিস নিলে সব পরিষেবার জন্যই টাকা দিতে হয়। ব্যবহার না-করলেও বোর্ডরুমের ভাড়া গুনতে হয়। কিন্তু তাদের পরিষেবা নিলে যা ব্যবহার করা হচ্ছে তার জন্যই টাকা দিতে হবে। বাড়তি খরচ নেই। ফলে অন্তত ৪০ শতাংশ কম খরচে অফিস পেতে পারে ছোট ও মাঝারি সংস্থা।
সিংহ জানান, ইমপেরিয়াল সার্ভকর্প ঝাঁ চকচকে অফিস স্পেস কিনে সাজিয়ে নিয়ে ভাড়া দেয়। এই খাতে আগামী দু’বছরে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করবে সংস্থা। তবে অঙ্ক জানাতে নারাজ তারা। কারণ, চাহিদা বুঝে সম্পত্তি কেনা বা লিজ নেওয়ায় টাকা ঢালা হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.