টুকরো খবর
ক্রিকেট টুর্নামেন্ট বনগাঁয়
বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পরিচালনায় গত বৃহস্পতিবার থেকে ক্লবের মাঠে শুরু হল ৮ দলীয় ক্রিকেট প্রতিযোগিতা। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। ক্লাবের পতাকা উত্তোলন করে খেলার সূচনা করেন ক্লাব সভাপতি সুনীল সরকার। উপস্থিত ছিলেন মহকুমাশাসক অভিজিৎ ভট্টচার্য, বিধায়ক বিশ্বজিৎ দাস, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ প্রমুখ। প্রথম ম্যাচে এগিয়ে চল সঙ্ঘ ১৯০ রানে হারায় জয়পুর উজ্জ্বল সঙ্ঘকে। নির্ধারিত ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে এগিয়ে চল তোলে ৩৫৯ রান। ৪২ ও ৪৭ বলে সেঞ্চুরি করেন রাহুল দরগার ও রাহুল শ্রীবাস্তব। জবাবে ১৬৯ রানে অলআউট হয়ে যায় জয়পুর। ২টি উইকেট নেন এগিয়ে চলো সঙ্ঘের রাহুল শ্রীবাস্তব। ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হন তিনি।

স্বামীকে খুনের অভিযোগ, গ্রেফতার স্ত্রী
পারিবারিক অশান্তির জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার হাবরা থানার বদর-কুলতলা এলাকায় ওই ঘটনায় স্ত্রী মিতাদেবীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের খবর, নিহত দেবু মজুমদার (৪০) কলকাতার উল্টোডাঙা এলাকায় দোরজির কাজ করতেন। পুলিশের দাবি, জেরায় মিতাদেবী জানিয়েছেন, প্রায়ই রাতে তাঁর স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন। এ নিয়ে নিত্য অশান্তি হত। ওই দিন রাতেও একই কারণে অশান্তি হয়। অভিযোগ, ঝগড়ার সময় দেবুবাবু একটা ছুরি নিয়ে স্ত্রীকে মারতে যান। মিতাদেবী বাধা দিতে গেলে ছুরি দেবুবাবুর গলায় লেগে যায়। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাঁকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পথ দুর্ঘটনায় মৃত
লরির সঙ্গে ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল এক ভ্যানআরোহীর। আহত হন তিনজন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কে নিশ্চিন্দিপুর বাসমোড়ের কাছে। আহতদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.