ভোডাফোনকে কর দেওয়ার জন্য নতুন করে নোটিস পাঠাল কেন্দ্রীয় রাজস্ব দফতর। এই করের পরিমাণ প্রায় ১১,২০০ কোটি টাকা। সংস্থা নোটিস পাওয়ার কথা স্বীকার করলেও, ব্রিটিশ বহুজাতিকটির দাবি, এই বাবদ তারা কেন্দ্রকে কোনও কর দিতে বাধ্য নয়। উল্লেখ্য, ২০০৭ সালে হাচিসন-এসারে হাচিসনের ৬৭% শেয়ার হাতে নেয় ভোডাফোন। কিন্তু এ জন্য কোনও কর জমা দেয়নি তারা। তাদের দাবি ছিল, এই অধিগ্রহণ দু’টি বিদেশি সংস্থার মধ্যে আর্থিক চুক্তি। তা সইও হয়েছে বিদেশের মাটিতে। ফলে, এ জন্য কোনও কর চাইতে পারে না কেন্দ্র। এ নিয়ে মামলা গড়ার সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেখানে অবশ্য জয়ী হয় ভোডাফোনই। যার পর গত বাজেট প্রস্তাবে কর সংক্রান্ত আইন পরিবর্তনের প্রস্তাব আনেন তদানীন্তন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।
|
সেবি-র নির্দেশ
সংবাদসংস্থা • মুম্বই |
মুনাফার জন্য বেআইনি শেয়ার লেনদেন রুখতে আরও কড়া আইন তৈরি করেছে বাজার নিয়ন্ত্রক সেবি। আর তার জেরেই আটকে গেল জরিমানা দিয়ে এ ধরনের লেনদেন মিটমাট করার ১৪৯টি আবেদন। সেবি জানিয়েছে, এর মধ্যে রয়েছে মুকেশ অম্বানীর রিলায়্যান্সের ১৬টি আবেদন। উল্লেখ্য, রিলায়্যান্স পেট্রোলিয়াম ও ইন্ডিয়ান পেট্রোকেম মূল সংস্থায় মেশার আগে শেয়ার দর বাড়াতে বেআইনি ভাবে গোপন তথ্য ফাঁসের অভিযোগ ওঠে গোষ্ঠীর বিরুদ্ধে। যা মেটাতে চেয়ে আবেদন করেছিল সংস্থা। |