টুকরো খবর |
জেএমএম নেতা-সহ নিহত তিন
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এক যুব নেতা-সহ তিন ব্যক্তিকে গুলি করে খুন করল বিচ্ছিন্নতাবাদী সংগঠনের দুষ্কৃতীরা। প্রথম ঘটনাটি ঘটে গঢ়বা জেলার রামকান্ডা থানা এলাকায়। মৃতের নাম জোখন সিংহ খারবার (৩০)। তিনি জেএমএমের যুব সংগঠনের ব্লক সভাপতি ছিলেন। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা গত কাল রাতে জোখনকে কাসমারে, তাঁর গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে গুলি করে হত্যা করে। ঘটনার পিছনে মাওবাদীদের হাত রয়েছে বলে পুলিশের দাবি। পুলিশ জানায়, ওই জেএমএম নেতা কয়েক বছর আগে পর্যন্ত মাওবাদী সংগঠনের সঙ্গেই যুক্ত ছিলেন। এক সময় তিনি মাওবাদীদের হয়ে লেভি সংগ্রহও করতেন। পুলিশের ধারণা, দল ছেড়ে দেওয়া এবং অর্থ তছরূপের দায়ে মাওবাদীরা তাঁকে খুন করেছে। অন্য ঘটনায় ওই জেলারই চিনিয়া গ্রামে গত রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অশোক ঠাকুর নামে এক ব্যক্তিকে খুন করে জঙ্গিরা। তৃতীয় ঘটনাটি সিমডেগা জেলার কোলেবিরা থানা এলাকায়। সেখানে জিতেন্দ্র বরাইককে (২৫) গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পুলিশের দাবি, ঘটনায় পিএলএফআই জঙ্গিরা জড়িত।
|
সদস্যপদ খারিজ নিয়ে না কোর্টের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ধর্ষণ এবং নারী নির্যাতনে অভিযুক্ত সাংসদ এবং বিধায়কদের সদস্যপদ কেড়ে নেওয়ার আবেদন শুনল না সুপ্রিম কোর্ট। বিষয়টি তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না বলে আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ। তবে এই সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা সম্ভব কি না, তা কেন্দ্র এবং রাজ্যের কাছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে তাদের মত জানাতে হবে। দিল্লি গণধর্ষণের পর সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন দুই সমাজকর্মী। আবেদন ছিল, যে সব সাংসদ এবং বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ, নারী এবং শিশু নিগ্রহের মতো অভিযোগ রয়েছে তাদের সাসপেন্ড করা হোক। ওই মামলাটিরই শুনানি চলাকালীন দুই বিচারপতির বেঞ্চ বলেন সাংসদ এবং বিধায়কদের সাসপেন্ড করার নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষে দেওয়া সম্ভব নয়।
|
সম্মান বাঁচাতে চলন্ত অটো থেকে ঝাঁপ |
চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে শ্লীলতাহানির হাত থেকে রক্ষা পেলেন ১৭ বছরের এক তরুণী। বৃহস্পতিবার সকালের ঘটনা। অটোয় করে যাওয়ার সময়ে ওই তরুণী লক্ষ করেন চেনা রাস্তা ছেড়ে অচেনা রাস্তায় ঢুকছে অটোচালক। সন্দেহ হওয়ায় তিনি চেঁচাতে শুরু করেন। পাশে বসা দু’জন লোক তখন তাঁর উপর চড়াও হয় ও শ্লীলতাহানির চেষ্টা করে। সেই পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে অটো থেকে ঝাঁপ দেন তিনি। এর পর পুলিশের কাছে গিয়ে ৩ অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়েরও করেন ওই তরুণী।
|
খাপের মত |
একই গোত্রে বা বর্ণে বিয়ে নিয়ে খাপ পঞ্চায়েতগুলির মত জানতে চাইল সুপ্রিম কোর্ট। অনেক ক্ষেত্রেই এই ধরনের বিয়ের পরে পরিবারের ‘সম্মানরক্ষার্থে’ খুনের অভিযোগ উঠেছে। ওই হত্যাকাণ্ডগুলিতে খাপ পঞ্চায়েতগুলি মদত দেয় বলেও অভিযোগ নানা মহলের। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কোর্ট জানিয়েছে, কোনও নির্দেশ দেওয়ার আগে একই গোত্র বা বর্ণে বিয়ে নিয়ে খাপ পঞ্চায়েতগুলির মতও জানতে চায় তারা।
|
অনড় তারুর |
ধর্ষিতার পরিচয় প্রকাশ করা নিয়ে নিজের মতে অনড় কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর। দিল্লি গণধর্ষণ কাণ্ডের শিকার তরুণীর নামে নির্যাতন-বিরোধী আইনের নামকরণ করার প্রস্তাব দিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। সম্প্রতি তাঁর কেন্দ্র তিরুঅনন্তপুরমে আরিয়া নামে এক কিশোরীকে ধর্ষণ করে খুন করার মামলায় মৃত্যুদণ্ড হয়েছে এক অটোচালকের। তারুরের বক্তব্য, আরিয়ার পরিবার তার দুর্ঘটনার কথা স্বীকার করে ঠিক কাজ করেছে।
|
তেলের পাইপে বিস্ফোরক |
বড় দুর্ঘটনা এড়ালো ইন্ডিয়ান অয়েল। আজ বিকেলে, তিনসুকিয়ার মাকুমে তেলের পাইপ লাইনে লাগানো উচ্চক্ষমতার একটি বিস্ফোরক ফাটার আগেই চোখে পড়ে যায়। অয়েল পাইপলাইনের সঙ্গে আইইডি দু’টি রাখা ছিল। পরে বোমা বিশেষজ্ঞরা দু’টি বোমাই নিষ্ক্রিয় করেন। পুলিশের সন্দেহ, এর পিছনে পরেশপন্থীদের হাত রয়েছে।
|
খুশি অমর্ত্য |
মহিলা নির্যাতন নিয়ে প্রতিবাদের বহর দেখে খুশি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শুক্রবার দিল্লিতে একটি অনুষ্ঠানে অমর্ত্যবাবু বলেন, মহিলা নির্যাতনের বিষয়টি এখন যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। এটা আনন্দের বিষয়।
|
অধিকার রক্ষায় |
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট-ই হয়ে উঠতে পারে মহিলাদের অধিকার রক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম। শুক্রবার মহিলা বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনে এ কথাই জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জয়পাল রেডিড।
|
মীরার সিদ্ধান্ত |
দিল্লি গণধর্ষণ কাণ্ডের শিকার তরুণীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে বাতিল হল সংসদীয় প্রতিনিধি দলের বিদেশ সফর। দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল স্পিকার মীরা কুমারের নেতৃত্বাধীন ওই দলের। |
|