অ্যাম্বুল্যান্স নেই রাস্তায় আহত
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
কালীগঞ্জের পানিঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি অ্যাম্বুল্যান্স থাকলেও দীর্ঘদিন ধরে সে’টি বিকল হয়ে পড়ে রয়েছে। বুধবার সন্ধ্যায় জামালপুর মোড়ে পথ দুর্ঘটনায় জখম দুই ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্স না পেয়ে এলাকার লোকজন ৩৪ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান। পরে তাঁরা জাতীয় সড়কের পাশে অবস্থানও শুরু করেন। পানিঘাটা পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের মজিবুর রহমান বলেন, “একটা অ্যাম্বিল্যান্সের প্রয়োজনীয়তার কতা বার বার বিডিও-কে জানানো সত্ত্বেও তিনি গা করেননি। এ বার হাতে হাতে তার ফল মিলল” তিনি জানান, অ্যাম্বুল্যান্স পরিষেবা না মিললে ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামবেন তাঁরা। কালীগঞ্জের বিডিও তনুশ্রী বটব্যাল অবশ্য অ্যাম্বুল্যান্স পরিষেবা দ্রুত চালু করার আশ্বাস দিয়েছেন।
|
মার্চ থেকে যক্ষ্মার ওষুধ বিনামূল্যে
নিজস্ব প্রতিবেদন |
আগামী বছরের মার্চ মাস থেকেই দেশের যে কোনও ওষুধের দোকানে বিনামূল্যে পাওয়া যাবে যক্ষ্মার ওষুধ। আজ এই কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যক্ষ্মা রোগীদের সুচিকিৎসার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, সারা দেশে এই ব্যবস্থা চালু করার উদ্যোগ শুরু হয়েছে। আগামী আর্থিক বছরের বাজেটে এই প্রকল্পটিকে বাস্তবায়িত করার জন্য মোট ৮০০ কোটি টাকা ধার্য করা হবে। এর ফলে যক্ষ্মা রোগীরা রিভাইসড ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম (আরএনটিসিপি)-র অন্তর্ভূক্ত হয়ে সুচিকিৎসা পাবেন। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে প্রতি বছর প্রায় ২০ লক্ষ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হন। প্রকল্পটির ফলে সব ধরনের যক্ষ্মা রোগী উপকৃত হবেন। |