একশো দিনের প্রকল্প
কাজ না-পাওয়ায় ভাতা, ক্ষতিপূরণ, রায় কোর্টের
কশো দিনের প্রকল্পে কাজ না-পেয়ে আদালতে জয় পেলেন আবেদনকারীরা। মজুরি প্রদান আইনের (পিডব্লিউএ) আওতায় আদালত রায় দিয়েছে, একশো দিনের কাজের জন্য দরখাস্ত করেও না-পাওয়ায় বকেয়া মজুরি এবং তার সঙ্গে ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা পাবেন সবিতা মিস্ত্রি-সহ মোট ১০ জন আবেদনকারী। ওই ক্ষতিপূরণের টাকা দিতে হবে রাজ্যকে। মথুরাপুর-১ ব্লকের ওই বাসিন্দাদের আন্দোলন ও আইনি লড়াইয়ের পিছনে ছিল পিডিএস। ভবিষ্যতে একশো দিনের প্রকল্পে কাজ না-মিললে ভাতা পাওয়ার ক্ষেত্রে এই রায় পথপ্রদর্শকের কাজ করবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
তাৎপর্যপূর্ণ ভাবে, বাম আমলে শুরু হওয়া এই মামলার রায় মেনে নিতে বর্তমান রাজ্য সরকারের বিশেষ আপত্তি নেই। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, আদালতের নির্দেশের কাগজপত্র পেলে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। সুব্রতবাবুর বক্তব্য, “আইন অনুযায়ী, একশো দিনের কাজ না-পেলে আবেদনকারী ভাতা পাওয়ার অধিকারী। আমাদের দফতর ঠিক করেছে, কাজ না-দিতে পারলে ভাতা তো দিতে হবেই। যে সব পঞ্চায়েত এই ক্ষেত্রে ব্যর্থতা বা গাফিলতি দেখাবে, তাদের ভেঙে দেওয়া হবে।” পঞ্চায়েতমন্ত্রীর মতে, গরিব মানুষের জন্য কাজ বা তার পরিবর্তে ভাতার ব্যবস্থা করতে না-পারলে সেই পঞ্চায়েতের ক্ষমতায় থাকার অধিকার নেই। তাদের বিরুদ্ধে আইনের সংস্থান মেনেই ব্যবস্থা নেওয়া হবে।
সচরাচর বাম জমানার সঙ্গে সম্পর্কিত কোনও কিছুরই দায়িত্ব নিতে চায় না তৃণমূলের সরকার। সেই দিক থেকে পঞ্চায়েতমন্ত্রীর এই অবস্থান যথেষ্টই গুরুত্বপূর্ণ। রাজ্যে কোন সরকার ক্ষমতায় আছে, তার উপরে পঞ্চায়েত স্তরের কাজ যে নির্ভর করে না এবং সরকারের মুখ বদল যে একটা ধারাবাহিক প্রক্রিয়া এই বাস্তব যুক্তিকেই সামনে রাখতে চেয়েছেন সুব্রতবাবু। প্রাক্তন পঞ্চায়েতমন্ত্রী এবং অধুনা বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রেরও অভিমত, আইন মেনে চললে একশো দিনের কাজ নির্দিষ্ট সময়ে মঞ্জুর না-হলে আবেদনকারীর ভাতা পাওয়া উচিত। তাঁদের সময়ে অনুরাধা তলোয়ারদের ক্ষেতমজুর সংগঠনের এই সংক্রান্ত একটি আবেদনের বিরোধিতা তৎকালীন রাজ্য সরকার করেনি বলেও সূর্যবাবু জানাচ্ছেন।
পিডব্লিউএ ট্রাইব্যুনালের বিচারক অর্পিতা বন্দ্যোপাধ্যায়ের গত ১০ ডিসেম্বরের রায়ের (পিডব্লিউএ নং ৪/২০০৮) কথা উল্লেখ করে পিডিএসের রাজ্য সভাপতি সৈফুদ্দিন চৌধুরী বৃহস্পতিবার বলেন, “একশো দিনের কাজ নিয়ে অনেক হিংসা, মারামারির আন্দোলন হয়। কিন্তু ধৈর্যশীল আইনি প্রক্রিয়ায় যে ভাল ফল পাওয়া যায়, এই নির্দেশে এটাও একটা শিক্ষা। হয় কাজ দাও, নয় ভাতা দাও কৃষক ও ক্ষেতমজুরদের সব সংগঠন যাতে এই দাবি উত্থাপন করে, সেই দাবি জানাচ্ছি।” একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ আসে ভূরি ভূরি। সেই দৃষ্টান্ত মাথায় রেখেই রাজ্য সরকারগুলি যাতে আবেদনকারীদের ভাতা বা ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেয়, সেই আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকেও চিঠি দেবেন সৈফুদ্দিন।
আবেদনকারী সবিতাদের পাশে দাঁড়িয়ে প্রায় চার বছর লড়াই চালিয়েছেন প্রাক্তন বিধায়ক তথা পিডিএস নেত্রী অনুরাধা পূততুণ্ড। তাঁর আক্ষেপ, “মামলা শুরুর সময় আগের সরকার ছিল। কিন্তু পরে মামলা তুলে নেওয়ার জন্য আবেদনকারীদের উপরে যাঁরা চাপ সৃষ্টি করেছেন, তাঁরা এখনকার শাসক দল এবং প্রশাসনের লোকজন!”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.