|
|
|
|
প্রদীপদের সঙ্গে বৈঠক |
মিলল মনমোহনী আশ্বাস, বাংলাকে বঞ্চনা নয় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কিন্তু প্রদেশ কংগ্রেস নেতাদের স্পষ্ট জানিয়ে দিয়ে গেলেন, বাংলা বঞ্চিত হবে না। বাংলার উন্নতিতে কেন্দ্র পূর্ণ সহযোগিতা করবে। পাশাপাশি দরিদ্র মানুষের কল্যাণে কেন্দ্রীয় প্রকল্পের কাজ রূপায়িত হচ্ছে কি না, রাজ্যের তিন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে তা দেখার জন্য এআইসিসি-র সম্পাদক রামচন্দ্র কুন্তিয়াকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য বৃহস্পতিবার এ কথা জানান।
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে প্রচার করছেন বলে এ দিন প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানান প্রদীপবাবুরা।
এ দিন সকালে প্রদীপবাবুর নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধিদল মনমোহনের সঙ্গে হোটেলে দেখা করে। দলে কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি, আবু হাসেম খান চৌধুরী (ডালুবাবু), রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়া, সাবিনা ইয়াসমিন, পরিষদীয় দলের নেতা মহম্মদ সোহরাব প্রমুখ ছিলেন। রাজ্যের বেহাল আর্থিক অবস্থা, আইন-শৃঙ্খলার অবনতি, নারী নির্যাতন, শিক্ষাঙ্গনে রাজনীতির অনুপ্রবেশ, রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরিতে রাজ্য সরকারের অসহযোগিতা ইত্যাদি বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রীকে অভিযোগ জানান। তাঁরা অভিযোগ করেন, সরকারি ক্ষমতা প্রয়োগ করে কী ভাবে তৃণমূল নেতৃত্ব রাজ্যে কংগ্রেস ভাঙার চেষ্টা করছেন। বিষয়গুলি নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেন। রাজ্যের অন্তত একটি জেলাতে সরাসরি ভর্তুকি দেওয়ার আবেদনও স্মারকলিপিতে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় আধ ঘণ্টা আলোচনা হয় প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। বৈঠকের পরে প্রদীপবাবু জানান, কেন্দ্র যে রাজ্যকে কোনও অবস্থাতেই বঞ্চনা করছে না, করবে না, তা প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন। মনমোহনের ওই বক্তব্যকে সামনে রেখে তৃণমূলের প্রচারের পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কংগ্রেস নেতারা। এই প্রসঙ্গে মানসবাবু জানান, কেন্দ্রের বিভিন্ন দফতর রাজ্যের উন্নয়নে কী কাজ করছে, তার খতিয়ান তৈরির অনুরোধ তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। কুন্তিয়াকে এই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন মনমোহন। মানসবাবু বলেন, “কেন্দ্র রাজ্যের মানুষের উন্নয়নে কী কী প্রকল্প করেছে এবং সেই সমস্ত কাজ রাজ্যে কতটা বাস্তবায়িত হয়েছে, তা তথ্য দিয়ে আমরাও মানুষের কাছে প্রচার করব।” জঙ্গলমহলে কেন্দ্রের উন্নয়ন কর্মসূচি রূপায়ণের হাল-হকিকত জানিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র। গৃহকর্মে ভর্তুকিতে সিলিন্ডারের সংখ্যা বৃদ্ধির দাবি মনমোহনের কাছে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সহ সভাপতি দেবব্রত বসু। |
|
|
|
|
|