টুকরো খবর |
সিলিন্ডার ফেটে দুই শিশু-সহ জখম ৬ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বেলুনে গ্যাস ভরার সময়ে সিলিন্ডার ফেটে দুই শিশু-সহ ছ’জন জখম হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজারের কাছে একটি মেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, যোগেশগঞ্জ বাজার সংলগ্ন মাঠে রাম-সীতা মেলা চলছে। এদিন মেলার শেষ দিন ছিল। মেলার মধ্যে গ্যাস বেলুন বিক্রি হচ্ছিল। সন্ধে সাড়ে সাতটা নাগাদ প্রচন্ড শব্দে গ্যাসভর্তি একটি সিলিন্ডার ফাটলে দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিলিন্ডার ফাটায় দুই শিশু শুভজিৎ মণ্ডল এবং রাজু বাহাদুর-সহ চার জন গুরুতর জখম হন। আহত হন বেলুন বিক্রেতা ওই মহিলা ও তাঁর স্বামীও।
|
গরুপাচার বন্ধের দাবিতে অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
সড়কের উপর একটি মৃত গরু পড়ে থাকার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার দোগাছিয়া এলাকায় যশোহর রোডে। সকাল ন’টা থেকে দেড় ঘণ্টা পথ অবরোধের ফলে ব্যাপক যানজট হয়। পরে পুলিশ গিয়ে গরু পাচার বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধকারীদের দাবি, প্রায়ই পাচারের গরু মারা গেলে সড়কের উপর সেটি ফেলে রাখার ঘটনা ঘটছে। ফলে দুর্গন্ধ বের হচ্ছে। এলাকায় পাচার বন্ধ জরুরি। তবে গরুটি পাচারের গরু ছিল কি না পুলিশ খতিয়ে দেখছে।
|
সদ্যোজাতের দেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • কুলপি |
স্বাস্থ্যকেন্দ্রের পাশের মাঠ থেকে এক সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের কাছে বৃহস্পতিবার সকালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মাটির উপরে অর্ধেক বের করা অবস্থায় ওই সদ্যোজাতের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, এলাকায় কোনও শিশু মারা গেলে ওই মাঠে পুঁতে দেওয়ার রেওয়াজ রয়েছে। এটি সেরকমই কোনও ঘটনা নাকি এর পিছনে অন্য কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
|
তরুণী খুনে ধৃত ১ |
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
ডায়মন্ড হারবারের রামরামপুরে গত ২৯ ডিসেম্বর মানসী পুরকাইত নামে এক তরুণী খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে পলাশ কপাট নামে ওই যুবককে ধরা হয়। এর আগে পল্টু কাঞ্জী নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার পলাশকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক তার ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
|
সাহিত্য সভা |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
সম্প্রতি ‘এবং অন্যকথা’ নামক সাহিত্য পত্রিকার উদ্যোগে এক অনুষ্ঠান হয়ে গেল বনগাঁ হাইস্কুলের অনুবর্তন মঞ্চে। অনুষ্ঠানে প্রয়াত সাহিত্যিক ‘সমর মুখোপাধ্যায় স্মারক বক্তৃতা’ করেন সাহিত্য গবেষক রুশতী সেন। ‘সোনালি ডানার চিল উপন্যাসে’র জন্য সুরঞ্জন প্রামাণিক, ‘সরমী চতুদর্শী’ কাব্যগ্রন্থের জন্য মুজিবর আনসারী ও গোবরডাঙা থেকে প্রকাশিত সাময়িক পত্র ‘সাগ্নিক’কে পুরস্কৃত করা হয়।
|
খুনের ঘটনায় ধৃত ১ |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁর দেবগড়ের বাসিন্দা বিশ্বজিৎ মালির খুনের ঘটনায় বুধবার রাতে বনগাঁ থানার পুলিশ দেবগড় এলাকা থেকে মঙ্গল সমাদ্দার নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃত যুবক বিশ্বজিতের বন্ধু। মঙ্গলবার রাতে বিশ্বজিতকে বাড়ি থেকে ডেকে এনে গুলি করে খুন করে দুষ্কৃতীরা।
|
স্মরণসভা |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
সম্প্রতি ইছামতী নদী সংস্কার আন্দোলনের নেতা ও কার্যকরী সভাপতি সদ্য প্রয়াত নৃসিংহপ্রসাদ চট্টোপাধ্যায়ের স্মরণসভা হয়ে গেল পেয়াদাপাড়ায়। আয়োজক পশ্চিমবঙ্গ ইছামতী নদী সংস্কার সহায়তা কমিটি। বনগাঁ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক নৃসিংহবাবু গত ১১ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
|
সংস্কৃতি উৎসব |
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
সম্প্রতি ‘সংস্কৃতি উৎসব’ আয়োজিত হল গাইঘাটায়। এ বছর এই মেলা অষ্টম বছরে পড়ল বলে কমিটি ।সূত্রে জানা গিয়েছে। আয়োজক ছিল স্থানীয় বকচরা শিল্পায়ন সাংস্কৃতিক সংস্থা। উৎসবের সূচনা করেন স্বামী সত্যরূপানন্দ। নাটক, লোকসঙ্গীত, যোগব্যায়াম, গানের মধ্যে দিয়ে জমে উঠেছিল এই মেলা।
|
দিল্লি কাণ্ডের প্রতিবাদ |
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
দিল্লির ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে জয়নগর স্টেশন মোড়ে বিক্ষোভ সমাবেশ করল ডিএসও। সমাবেশে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
|
বনগাঁয় পুষ্প প্রদর্শনী |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
সম্প্রতি কৃষিজ দ্রব্য ও পুষ্প প্রদর্শনী আয়োজিত হল বনগাঁর স্থানীয় বিএস ক্লাবের মাঠে। আয়োজক ছিল দি এগ্রি-হর্টিকালচার সোসাইটি।
|
ছাত্রী নিখোঁজ |
গৃহশিক্ষকের কাছে পড়তে বেরিয়ে নিখোঁজ হল তৃতীয় শ্রেণির এক ছাত্রী। পুলিশ জানায়, মৌমিতা গায়েন নামে ওই ছাত্রী সোদপুরে মাসির বাড়িতে থাকে। পড়ে স্থানীয় স্কুলে। মৌমিতার মাসি সুলেখা পর্বত বলেন, “মঙ্গলবার পড়তে যাবে বলে বেরোয় মৌমিতা। কিন্তু না ফেরায় ২ জানুয়ারি খড়দহ থানায় নিখোঁজ ডায়েরি করি।” তদন্ত শুরু হয়েছে। |
|