টুকরো খবর |
সভাস্থল পরিদর্শনে পুলিশ কর্তারা |
নিজস্ব সংবাদদাতা • হরিণঘাটা |
মুখ্যমন্ত্রীর সভায় নিরাপত্তার খুটিনাটি সরেজমিনে দেখতে বৃহস্পতিবার হরিণঘাটায় গিয়েছিলেন আইজি দক্ষিণবঙ্গ মিহির ভট্টাচার্য, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ অশোক প্রসাদ-সহ নদিয়া জেলার পুলিশ ও প্রশাসনের কর্তারা। তেহট্টের সভাতেও কয়েক মিনিটের যানজটে মুখ্যমন্ত্রী কনভয় থেকে নেমে হাঁটতে শুরু করায় অস্বস্তিতে পড়েছিলেন জেলা প্রশাসনের কর্তারা। তার পুনরাবৃত্তি যাতে না হয় তার প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন আইজি। ৭ জানুয়ারি হরিণঘাটার জাগুলিতে বিএসএফ ক্যাম্পের পাশের মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা। ওই দিন উত্তর ২৪ পরগণাতেও একটি সভা করবেন। মঞ্চ তৈরির কাজ চলছে জোরকদমে। মঞ্চের নিরাপত্তা এবং ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে মঞ্চ পর্যন্ত উত্সাহী জনতার ভিড়ে মুখ্যমন্ত্রীর গাড়ি কোনও ভাবেই না আটকায় তা নিয়েও এ দিন আলোচনা করেন প্রশাসনের কর্তারা।
|
ফি বৃদ্ধি, স্কুলে তালা হাতিশালায় |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
ভর্তি-ফি কমানোর দাবিতে বৃহস্পতিবার হাতিশালা হাই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও পড়ুয়ারা। এ দিন প্রধান শিক্ষক স্কুলে আসেননি। বিক্ষোভের মুখে পড়ে অন্যান্য শিক্ষকদের ফিরে যেতে হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিভাবকদের সঙ্গে কোনও আলোচনা না করেই স্কুল কর্তৃপক্ষ এক দফায় ভর্তি ফি বাড়িয়েছে। বিক্ষোভকারী অভিভাবক আমজাদ শেখ বলেন, “আগের বছর ভর্তির ফি ১০১ টাকা ছিল। কিন্তু এ বছর এক লাফে তা করা হয়েছে ২৪০ টাকা। এলাকার গরিব অভিভাবকদের পক্ষে এই ফি মেটানো অসম্ভব।” স্কুলের প্রধান শিক্ষক আকবর আলি শেখ বলেন, “২০০৯ সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী সর্বনিম্ন ভর্তি ফি ধার্য করা হয়েছে ২৪০ টাকা। অভিভাবকরা তা দিতে রাজি নন।” তিনি বলেন, “তাঁদের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করতে হবে এখন।”
|
কাণ্ডারী হুঁশিয়ার |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
খুনের দায়ে যাবজ্জীবন কারাদন্ডে তাঁর দিন কাটছে গারদের ওপারে। সেখান থেকেই খানিক মুক্তি পেয়ে নদিয়া জেলা ছাত্র-যুব উত্সবে আবৃত্তি করে শোনালেন তিনি। কান্ডারী হুঁশিয়ার। সুরজিত্ সরকারের আবৃত্তি শুনে মুগ্ধ শ্রোতা থেকে জেল কর্তারা। ১৯৯১ সালে প্রতিবেশীকে খুনের ঘটনায় জড়িয়ে পড়েন সুরজিত্। ২০০৭ সাল থেকে তিনি কৃষ্ণনগর জেলা সংশোধনাগারের স্থায়ী আবাসিক। শান্তিপুরের গোবিন্দপুর এলারকার বাসিন্দা সুরজিত্ সরকারের স্কুলের গন্ডী পেরোন হলেও কলেজে পা দেওয়া সম্ভব হয়নি।
|
বিবাদে খুন |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
প্রতিবেশী এক যুবকের হাতে খুন হলেন এক প্রৌঢ়। নাম প্রহ্লাদ ঘোষ (৫৫)। পুলিশ জানায়, বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মানিক ঘোষ নামে এক ব্যক্তি আচমকা বাঁশ দিয়ে পেটাতে থাকে তাঁকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে সেখানেই মারা যান তিনি। অভিযুক্ত পলাতক। পুলিশের অনুমান, জমিজমা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন।
|
ছাত্রী আত্মঘাতী |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
মায়ের বকুনিতে রাগ করে কীটনাশক খেয়ে সাবিনা ইয়াসমিন (১৭) নামে একাদশ শ্রেণির এক ছাত্রী আত্মঘাতী হয়েছে। বাড়ি রঘুনাথগঞ্জের মির্জাপুর গ্রামে। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় পড়াশুনায় না করায় ওই কিশোরীর মা তাকে বকাঝকা করেন। অভিমানে কীটনাশক খায় সে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই সন্ধ্যায় মারা যায় মেয়েটি।
|
দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
লরির ধাক্কায় মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। নাম বাসুদেব অধিকারী (৫৮)। বাড়ি নাকাশিপাড়ার পশ্চিম জগদানন্দপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে বেথুয়াডহরিতে ওই দুর্ঘটনায় মারা যান তিনি।
|
জাল নোট উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বৃহস্পতিবার সকালে ধুলিয়ান ফেরিঘাট থেকে এক লক্ষ টাকার জাল নোট-সহ জীবন ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করেছে সমশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতের বাড়ি মালদহের বৈষ্ণবনগর।
|
বোমা উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বৃহস্পতিবার দুপুরে সমশেরগঞ্জের লোহরপুরের একটি বাড়ির সামনে থেকে ১৩৫টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে ধরা যায়নি।
|
দুর্ঘটনায় মৃত |
রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় আজমল শেখ (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বাড়ি হাউসনগর গ্রামে। |
|