কোচের সঙ্গে হাতাহাতি বালোতেল্লির
সংবাদসংস্থা • লন্ডন |
বিতর্ক আর পিছু ছাড়ছে না ম্যাঞ্চেস্টার সিটির বিতর্কিত স্ট্রাইকার মারিও বালোতেল্লির। এ বার মারিওর সঙ্গে প্রায় হাতাহাতি সিটি কোচ রবার্তো মানচিনির। ঘটনার জের এতটাই, সাগরপারের ফুটবল মহলের আশঙ্কা, সিটিতে নিজের ফুটবলার জীবন শেষ করার দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন বালোতেল্লি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার অনুশীলনে। সতীর্থ স্কট সিনক্লেয়ারকে কড়া ট্যাকল করেন মারিও। সিনক্লেয়ার মাটিতে পড়ে গেলে বালোতেল্লির দিকে তেড়ে যান কোচ মানচিনি। অকারণে কেন ট্যাকল করা হল তা জানতে চান মারিওর কাছে। তারপরেই বেঁধে যায় গণ্ডগোল। মানচিনি বালোতেল্লিকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বললে প্রথমে তিনি রাজি হচ্ছিলেন না। তখন মানচিনি বালোতেল্লির ‘বিব’ ধরে টেনে তাঁকে অনুশীলন থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে গেলে পাল্টা টান মারেন মারিও। দু’পক্ষের টানাহ্যাঁচড়া সামলাতে এরপরেই ছুটে আসেন সাপোর্ট স্টাফ এবং ফুটবলাররা। তাঁরাই পরিস্থিতি সামাল দেন অবশেষে।
|
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বরোদার বিরুদ্ধে ম্যাচে চোটের কারণে খেলতে পারবেন না জাহির খান। তবে সদ্য এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া সচিন তেন্ডুলকর খেলবেন এই ম্যাচে। অজিত আগরকরও চোট সারিয়ে ফিরছেন দলে। ৬ জানুয়ারি রঞ্জির কোয়ার্টার ফাইনালে মুম্বই মুখোমুখি হবে বরোদার।
|
কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনে ৩৪৭ রানে ইনিংস ডিক্লেয়ার করল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক ১০৬ রান করেন অ্যালভিরো পিটারসেন। দিনের শেষে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড এক উইকেট হারিয়ে ১৭ রান তুলেছে।
|
মরসুমের প্রথম ব্রিসবেন ইন্টারন্যাশনাল ফাইনালে উঠলেন সানিয়া মির্জা-বেথানি ম্যাতেক জুটি। ম্যাচের প্রথম সেটে ড্যানিয়েলা হানটুকোভা-ক্যাটারিনা স্রেবতনিক জুটির কাছে ১-৫’এ পিছিয়েছিলেন সানিয়ারা। কিন্তু চোটের কারণে হানটুকোভা খেলা ছেড়ে দেন।
|
চেন্নাই ওপেনের দ্বিতীয় রাউন্ডে ছিটকে গেলেন সোমদেব দেববর্মন। স্ট্রেট সেটে টমাস বার্ডিচের কাছে ভারতীয় তারকার লড়াই শেষ ৬৫ মিনিটে। ফল ৬-৩, ৬-১। এই হারের সঙ্গে ভারতীয় টেনিসে তাঁর সাম্প্রতিক বিদ্রোহের কোনও সম্পর্ক নেই বলে ম্যাচ শেষে জানান সোমদেব। |