এ বারের আই লিগ থেকে মোহনবাগানকে মুছে দিয়েছে ফেডারেশন। কিন্তু পরের দু’ বছরও কি শতবর্ষ পেরোনো ক্লাবের জায়গা হবে আই লিগে? এই প্রশ্নে তোলপাড় ফুটবল মহল।
প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষা করতে হবে ১৫ জানুয়ারি পর্যন্ত। কারণ ক্ষমা চেয়ে মোহনবাগান কর্তাদের নতজানু হয়ে যাওয়া চিঠি পেয়ে কিছুটা নরম ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল, ওই দিনই কর্মসমিতির সভা ডাকার নিদের্শ দিয়েছেন।
ছুটি কাটিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল বৃহস্পতিবার সকালে দিল্লি ফেরার পর তাঁকে নরম করতে কার্যত হাতে-পায়ে ধরতে শুরু করে দেন আগের দিন দিল্লিতে পৌঁছে যাওয়া দুই মোহন- কর্তা। বুধবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছিলেন সহ সচিব সৃঞ্জয় বসু এবং অর্থসচিব দেবাশিস দত্ত। এর পরই ফুটবল হাউসে আসে প্রেসিডেন্টের নির্দেশ। বিক্ষোভের ভয়ে তাঁবুতে কার্যত কারফিউ ঘোষণা করে রেখেছেন সবুজ-মেরুন কর্তারা। ক্লাবে সাধারণ দর্শকদের ঢোকা বন্ধ করলেও শাস্তি থেকে বাঁচতে মোহনবাগানের ঐতিহ্য আর লক্ষ লক্ষ সমর্থকের আবেগকেই ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। দিল্লির খবর, প্রেসিডেন্ট এবং কর্মসমিতির বিভিন্ন সদস্যদের মন ভেজাতে এই দুই অস্ত্রই ব্যবহার করছেন দিল্লিতে থাকা দুই কর্তা। ক্লাবগুলোর আবেদনের ভিত্তিতে প্রফুল্ল শাস্তি কমানোর ব্যাপারে ইতিবাচক সাড়া দিলেও এখনও সবুজ সঙ্কেত দেননি। চাইলে ফেডারেশনের কর্মসমিতি সব শাস্তি ম কুব করে এ বারই মোহনবাগানকে ফেরাতে পারে লিগে। এখনও পর্যন্ত যা খবর, সেটা হচ্ছে না। ফেডারেশনের সরকারি ওয়েব সাইটে ১৪ টি-র বদলে ১৩ দলের লিগ টেবিল প্রকাশ করে বৃহস্পতিবারই বুঝিয়ে দিয়েছে ফেডারেশন। প্রকাশিত সূচি থেকে মোহনবাগানের সব ম্যাচই তুলে নেওয়া হয়েছে। ওডাফা-টোলগেদের সমস্ত পয়েন্ট শূন্য করে দেওয়া হয়েছে। ফলে ভেস্তে যাওয়া ডার্বি ম্যাচে এক গোলে এগিয়ে থাকলেও ইস্টবেঙ্গলকে জয়ী ঘোষণা করা হয়নি। দেওয়া হয়নি কোনও পয়েন্টও। |
তা হলে কর্মসমিতির সভায় কতটা শাস্তি কমতে পারে মোহনবাগানের? টোলগে-নবিদের কি শেষ পর্যন্ত আই লিগ টু-তে খেলতে হবে? শোনা যাচ্ছে, ধাপে ধাপে মোহনবাগানের ব্যাপারে সিদ্ধান্ত হবে। তাদের দু’বছরের শাস্তি কমিয়ে দশ-বারো লাখ টাকা জরিমানা করা হতে পারে। তবে আই লিগ টু বা দ্বিতীয় ডিভিশনে খেলতে হবে কি না তা নিয়ে কোনও সিদ্ধান্ত হবে না এখনই। এতে ইস্টবেঙ্গল-সহ আই লিগের দলগুলি বেঁকে বসতে পারে। জট পাকাতে পারে লিগে। সে ক্ষেত্রে এ বারের আই লিগ শেষ হলে তাই ব্যাপারটি নিয়ে সিদ্ধান্ত হতে পারে। এ এফ সি-র একটি নিয়মকে ঢাল হিসাবে ব্যবহার করা হতে পারে। এ এফ সি আই লিগ খেলার জন্য যে নিয়মগুলি বাধ্যতামূলক করেছে সেগুলি পূরণ করতে পারেনি এয়ার ইন্ডিয়া ও ওএনজিসি। তাদের জায়গায় ফের আই লিগে ঢুকে যেতে পারে মোহনবাগান। |