অজিত ওয়াড়েকর
টিম ইন্ডিয়ার সমস্যাটা মানসিক। ওদের এখনই একজন ভাল মেন্টর দরকার। সহবাগদের মুশকিল হচ্ছে, ওরা সব ম্যাচ টি-টোয়েন্টি ভেবে ফেলছে। ইডেনের বিপর্যয়কেও মোটেই আমার আশ্চর্য মনে হচ্ছে না। ওরা ভুলেই যাচ্ছে ম্যাচটা কুড়ি নয়, পঞ্চাশ ওভারের। চিপকে ধোনি বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু রোজ রোজ তো ও বাঁচাবে না।
সমাধান হিসেবে একটা জিনিসই দেখতে পাচ্ছি। ক্রিকেটের বিভিন্ন ফর্ম্যাটে আলাদা আলাদা টিম খেলাও। ইংল্যান্ড যেমন করছে। আর ভিন্ন ফর্ম্যাটে আলাদা টিম যেমন দরকার, তেমনই আলাদা আলাদা ক্যাপ্টেনও দরকার। এই টিম ইন্ডিয়ার সমস্যা হচ্ছে, ওরা একটা ফর্ম্যাট থেকে আর একটায় ঠিকঠাক সুইচ ওভার করতে পারছে না। ফ্লেচারকেও সরানো হোক।
দিলীপ বেঙ্গসরকর
টিমটাকে যত দেখছি, অবাক হয়ে যাচ্ছি। ব্যাটিং-বোলিং কোনও কিছুই তো ক্লিক করছে না। বোলারদের পারফরম্যান্স খারাপ, ব্যাটসম্যানদের কথা যত কম বলা যায় তত ভাল। উল্টো দিকে পাকিস্তানকে দেখুন। বোলিং-ব্যাটিং সব দিক থেকে আমাদের মেরে দিয়ে গেল।
ধোনি একটা ভুলও করেছে। ইডেনে প্রথমেই ব্যাট করে নেওয়া উচিত ছিল। কেউ এখানে পরে ব্যাটিং করে? তবু বলব, ধোনিকে সরালেই সব ঠিক হবে না। ও খারাপটা কী করেছে বলবেন? গোটা টিম না পারলে ওকে নিয়ে কথা বলে কী হবে? এই টিমটাকে বাঁচানোর একটাই উপায় আছে। ভাল ভাল তরুণ ক্রিকেটার দেশ থেকে তুলে আনা। এটা এক দিনে হবে না, সময় লাগবে। একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া দরকার। আর যত তাড়াতাড়ি সম্ভব ডানকান ফ্লেচারকে তাড়ানো দরকার। প্রায় তিন বছর হয়ে গেল এখানে। ভারতীয় ক্রিকেটের জন্য ও কী করেছে?
|
নভজ্যোৎ সিংহ সিধু
এখুনি এই ভারতীয় দলে ফিট জাহির আর হরভজনকে চাই। পরিষ্কার বোঝাই যাচ্ছে, টিমটার কাছে এখনও হরভজন সিংহের পরিবর্ত নেই। জাহির, উমেশ, অশ্বিন আর হরভজন, এটাই আদর্শ বোলিং লাইন আপ হওয়া উচিত। আমাদের তো ডেথ ওভারে বল করার লোকই নেই। একটা ইয়র্কার কেউ দিতে পারে না! তফাতটা হয়ে যাচ্ছে বোলিংয়েই। সে প্রতিপক্ষের নাম ইংল্যান্ডই হোক কিংবা পাকিস্তান। বোলিংটা খারাপ হচ্ছে বলে ব্যাটসমানদের উপর অসম্ভব চাপ পড়ে যাচ্ছে।
শুধু ধোনিকে দোষ দিয়ে লাভ নেই। ওর হাতে কোন জাদুদণ্ড আছে? বোর্ড যদি ঠিক করে অধিনায়ক বদল করবে, তা হলে বিরাট কোহলিকে ওয়ান ডে বা টি-টোয়েন্টিতে দেখে নেওয়া যেতে পারে। কিন্তু সব কিছু ছেড়ে আগে টিমের সেরা বোলিং কম্বিনেশনটাকে বাছতে হবে। সেটা কোথায় হচ্ছে?
ইন্তিখাব আলম
বিশ্বকাপ সেমিফাইনালে যে ভারতকে দেখেছিলাম, তার সঙ্গে এই দলটার কোনও মিল নেই। সচিন-সৌরভ-দ্রাবিড়-লক্ষ্মণ চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা ভরাট করার লোক কোথায়? তবে ভারতের সবচেয়ে বড় সমস্যা, স্ট্রাইক বোলারের অভাব। উইকেট তোলার বোলার না থাকলে ম্যাচ জেতাবে কে? আমি ভারতের ম্যানেজার হলে এখনই ম্যাচ জেতানো পেসার-স্পিনার দলে চাইতাম। |