১. প্রথমেই মহেন্দ্র সিংহ ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। দলটাকে উজ্জীবিত করতে ব্যর্থ, পক্ষপাতিত্বের বাজে অভ্যাস রয়েছে ওর। রায়না, রোহিতদের ও পছন্দ করে বলে দলকে ডোবাতে হবে, এর কোনও মানে নেই। ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের পরের বছরই কপিল দেবকে ভারতীয় দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল খারাপ পারফরম্যান্সের জন্য। মনে রাখবেন, তখনও বোলার কপিল ফর্মের তুঙ্গে। তা হলে ধোনিকেই বা সরানো যাবে না কেন?
২. ভারতীয় ব্যাটিংয়ে তাজা রক্ত আনা উচিত। কেন অজিঙ্ক রাহানের মতো ব্যাটসম্যান বাইরে বসে? মনোজ তিওয়ারিকে যে ভাবে নষ্ট করেছে ধোনি, সে ভাবে ওকেও নষ্ট করার ভাবনা আছে কি আমাদের ক্যাপ্টেনের? সহবাগ ও গম্ভীরের ব্যাপারেও ভাবা উচিত নির্বাচকদের। দরকার হলে পরের সিরিজে ওদের বসিয়ে দাও। পুজারা, মনোজ, আওয়ানা, দিন্দা, সামি, ঈশ্বর পান্ডেদের কেন ভারতীয় দলের জন্য ভাবা হবে না?
৩. ভারতীয় দলের মানসিকতায় বদল ভীষণ জরুরি হয়ে পড়েছে। শুধু ফ্ল্যাট পিচেই খেলতে পারবে, আর বল একটু মুভ করলেই ব্যাটিংয়ে ধস নামবে, এ আবার কী? যুবরাজ, ধোনিদের মতো সিনিয়র খেলোয়াড়দেরও একই হাল। সব রকমের উইকেটে ভাল খেলা শিখতে হবে ওদের। |
৪. জানি না, কেন এখনও ডানকান ফ্লেচারকে কোচের পদে রাখা হবে। ওর চামড়া সাদা বলে? ও আসার পর থেকে ভারতীয় দল কোথা থেকে কোথায় নেমেছে, তা সবারই জানা। এত সময় পাওয়ার পরেও যখন ফ্লেচার অশ্বডিম্ব প্রসব করলেন, তার পরেও ওঁকে আরও সময় দেওয়া হবে? ফের গ্যারি কার্স্টেনকেই ডেকে আনাই ভাল।
৫. সবচেয়ে বড় কথা অতীতের আন্তর্জাতিক খেলোয়াড়দের নিয়ে একটা ভাল নির্বাচক কমিটি তৈরি করা হোক, যারা আন্তর্জাতিক ক্রিকেটটা যথেষ্ট খেলেছেন। বছরে ৬০ লক্ষ টাকা মাইনে ওদের। চেয়ারে বসিয়ে রাখার চেয়ে ওদের কাজ করার স্বাধীনতা দেওয়া হোক। নির্বাচকদের হাতের পুতুল বানিয়ে রাখা হলে এবং বোর্ড সভাপতি তার পছন্দের লোকেদের নিয়ে দল গড়লে দেশের ক্রিকেটের হাল এমনই হবে।
|
|
ক্যাপ্টেনের স্লো ইনিংসের
ব্যাখ্যা চাইতেই পারেন নির্বাচকেরা
সৌরভ গঙ্গোপাধ্যায় |
|
• যুবরাজ-রায়নারা যখন অফ ফর্মে, তখন ধোনি কেন ব্যাটিং অর্ডারে উঠে আসবে না?
• আসলে দলটার জেতার অভ্যেসটাই চলে গিয়েছে।
• দলের ক্যাপ্টেন মানে তো খালি নেমে ব্যাট-বল করা নয়। জুনিয়রদের সাপোর্ট করা, সামনে থেকে নেতৃত্ব দেওয়া কোনও কিছুই দেখলাম না ধোনির মধ্যে।
• চিপকে সেঞ্চুরির পর ইডেনে হাফসেঞ্চুরি কেউ কেউ বলছেন ধোনি চেয়ার বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু টিমটা যদি এ ভাবে হারতেই থাকে, তা হলে চেয়ার বাঁচবে তো?
• কোন উপায়ে জয়ে ফিরবে সেটা ধোনিকেই বের করতে হবে। তবে সবার আগে ওর ব্যাটিং অর্ডারে উঠে আসা দরকার। এ ব্যাপারে নির্বাচকরা দিল্লিতেই ওর সঙ্গে কথা বলুন।
• ইডেনে কেন এ রকম স্লো খেলল ধোনি, তার ব্যাখ্যাও চাইতেই পারেন নির্বাচকরা। |
|