পুরসভার গুদাম থেকে ৯০৯৩ কুইন্টাল চাল কী ভাবে উধাও হল, তা জানতে পুর কমিশনারের নির্দেশে আজ, শুক্রবার জরুরি বৈঠক ডাকা হয়েছে। ডাকা হয়েছে ওই চালের হিসেব রাখার দায়িত্বে থাকা অফিসারদেরও। তবে পুরসভা সূত্রের খবর, ওই ঘটনায় জড়িত একাধিক অফিসার অবসর নিয়েছেন। কেউ কেউ পুরসভা ছেড়ে অন্যত্র কর্মরত। তাঁরা বৈঠকে থাকবেন কি না সন্দেহ। পুর স্কুলের পড়ুয়াদের মিড-ডে মিলের চাল উধাওয়ের খবর বেরোতেই প্রবল অস্বস্তিতে পড়ে যায় পুর-প্রশাসন। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে মেয়র-পারিষদ (শিক্ষা) শশী পাঁজা এবং একাধিক অফিসারের সঙ্গে আলোচনা করেন পুর কমিশনার খলিল আহমেদ। শশীদেবী বলেন, “গুদামে কত চাল ছিল, তার হিসেব রাখা হত না বাম আমল থেকেই। কেন হিসেব রাখা হত না, সংশ্লিষ্ট কর্মীদের কাছে তা জানতে চাইব।” তাঁদের আড়াই বছরের বোর্ডের আমলে বিষয়টি ধরা পড়ল না কেন? শশীদেবীর জবাব, “শুরুর দিকে এটা ধরা যায়নি। একটা গাফিলতি তো আছেই।”
|
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিকম পার্ট ওয়ান ও পার্ট টু সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি জমা নেওয়ার সময়সীমা বাড়ল। ৮ জানুয়ারি কলেজের প্রতিনিধিদের থেকে ওই ফি জমা নেওয়া হবে বলে জানান পরীক্ষা নিয়ামক ওঙ্কারসাধন অধিকারী। তিনি বলেন, “১০-২৪ ডিসেম্বর ফি জমা নেওয়া হয়েছে। কিন্তু কিছু ছাত্রছাত্রী ওই সময়ের মধ্যে তা জমা দিতে পারেনি। তাদের আবেদন পেয়ে ৮ জানুয়ারি ফি জমা নেওয়ার দিন ধার্য হয়েছে।” সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে ৬ ফেব্রুয়ারি।
|
প্লাস্টিকে মোড়ানো এক সদ্যোজাত কন্যার দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সকালে, রহড়া শান্তিনগরে একটি মাঠ থেকে। স্থানীয় বাসিন্দারাই শিশুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দেহটি হাসপাতালে নিয়ে যায়। বেলঘরিয়ার এডিসি বিশ্বজিৎ ঘোষ বলেন, “শিশুটির নাড়িও কাটা হয়নি।”
|
বাগুইআটির এক প্রাথমিক স্কুলে তালা ভেঙে চুরি হল। পুলিশ জানায়, বৃহস্পতিবার চারিগ্রাম শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দির নামে ওই স্কুলের শিক্ষকেরা দেখেন, কয়েক হাজার টাকা, জরুরি নথিপত্র-সহ মিড ডে মিলের বাসনপত্রও উধাও। অন্য দিকে, বারাসত থানার পুলিশ জানায়, ল্যাপটপ ও মোবাইল চুরির অভিযোগে ৩১ ডিসেম্বর প্রশান্ত আইচ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তাকে জেরা করে এ দিন ৫ টি ল্যাপটপ ও ১৮টি মোবাইল উদ্ধার হয়েছে।
|
একে ভারত-পাকিস্তান ম্যাচ, তার উপরে শহরে ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই জোড়া ফলায় বৃহস্পতিবার বেশ চিন্তা ছিল লালবাজারের কর্তাদের। তবে দিনের শেষে রীতিমতো ভাল নম্বর পেয়েই উত্তীর্ণ কলকাতা পুলিশ। সকালে রাজভবন থেকে রাষ্ট্রপতি বেরোনোর পর কয়েকটি এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করার ফলে অল্পবিস্তর যানজট হয় বলে ট্রাফিক পুলিশ সূত্রের খবর। অন্য দিকে, ম্যাচের জাল টিকিট বিক্রির অভিযোগে বুধবার ১০ জন গ্রেফতার হয়। |