এ দেশের প্রায় সর্বত্র অটোরিকশা চলে মিটারে, কলকাতা ব্যতিক্রম কেন? জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র। মিটারে অটো না-চলা, লাইসেন্সবিহীন অটো, রুট ভেঙে অটো চালানো এ সব বিষয় নিয়ে এক ব্যক্তি একটি জনস্বার্থের মামলা করেন। বৃহস্পতিবার মামলাটির শুনানি হয়। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, দিল্লি, চেন্নাই, মুম্বই-সহ সব শহরে অটো মিটারে চলে, তা হলে এখানে নয় কেন? কোন আইনে কলকাতায় মিটার ছাড়া অটো চলে? সরকারের পক্ষে আইনজীবী তপন মুখোপাধ্যায় ওই সময় এজলাসে অন্য মামলার জন্য উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি তাঁর কাছেই মিটারে অটো না-চলার কারণ জানতে চান। তিনি বলেন, ট্যাক্সির সস্তা বিকল্প অটো মিটারে চলবে বলেই চালু হয়েছিল। তপনবাবু জানান, তিনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত নন। এই মামলায় সরকারি পক্ষের অন্য যে আইনজীবী ছিলেন, তিনিও জানাতে পারেননি সরকারের কোন নিয়মে এই ব্যতিক্রম।
মিটারে অটো চলা প্রসঙ্গে সিটু-নিয়ন্ত্রিত অটো ইউনিয়নের নেতা কিশোর ঘোষ বলেন, “কলকাতায় শুরুতে মিটারেই অটো চলত। কোনও রুট ছিল না। কিন্তু ট্যাক্সিচালকদের করা একটি মামলায় আদালতের স্থগিতাদেশে মিটারে অটো চলা বন্ধ হয়ে যায়। তখন থেকেই পাড়ার মধ্যে ছোট ছোট রুটে অটো চলতে শুরু করে। এখন আদালত আবার মিটার চালু করতে চাইলে তা মানতেই হবে।” তৃণমূল-নিয়ন্ত্রিত অটো ইউনিয়নের নেতা প্রদীপ সাহাও বলেন, “কোনও অজ্ঞাত কারণে আগের সরকার অটোর রুট চালু করেছিল। এখন আদালত অটোয় মিটার চালু করতে চাইলে তা মানা হবে।”
এ দিনের মামলার শুনানির সময়ে তপনবাবুর কাছে আইনজীবী জয়মাল্য বাগচী জানতে চান, বর্তমানে বিনা লাইসেন্সে কত অটো চলে? বেআইনি অটো বন্ধ করার জন্য সরকার কী ব্যবস্থা নিয়েছে, টু-স্ট্রোক অটো হাইকোর্টের নির্দেশে বন্ধ হওয়ার পরেও কত টু-স্ট্রোক অটো চলছে, তা-ও জানতে চান তিনি।
এর আগে কলকাতা হাইকোর্ট বাস চলে, এমন রাস্তায় নতুন করে অটোর পারমিট না দিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশও যথাযথ পালিত হয়নি বলে অভিযোগ। এ দিনও সেই প্রসঙ্গ ওঠে। অটোরিকশার পারমিট দেওয়ার ক্ষেত্রে সরকারের নীতি কী, তা জানতে চায় ডিভিশন বেঞ্চ।
এ দিকে, প্রধান বিচারপতির এই ডিভিশন বেঞ্চেই অন্য একটি জনস্বার্থের মামলায় রাজ্য সরকার জানিয়েছিল, তারাও মনে করে অটোর ভাড়া রাজ্য সরকারের ঠিক করা উচিত। তবে এখন তারা দুই ২৪ পরগনা, কলকাতা ও হাওড়া জেলার বিভিন্ন রুটে অটোর ভাড়া স্থির করে দেবে। কিন্তু অন্য জেলায় যে হেতু নির্দিষ্ট অটো-রুট নেই, তাই অটো-রুট তৈরি করে ভাড়া স্থির করতে সময় লাগবে। ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে তাদের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে বলেছিল। অটোরিকশা নিয়ে এই সব মামলারই শুনানি আগামী সপ্তাহে হবে। তবে মিটারে কেন অটো চলে না, তা জানাতে হবে আজ, শুক্রবার। |