সাত সত্যম ডিরেক্টরের বিরুদ্ধে মামলা খারিজ |
মার্কিন মুলুকে খারিজ হয়ে গেল আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া তদানীন্তন সত্যম কম্পিউটার্স-এর প্রাক্তন সাত ডিরেক্টরের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলার আবেদন। বিভিন্ন মার্কিন সংস্থার শেয়ারহোল্ডাররা ওই ডিরেক্টরদের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেন। যাতে অভিযোগ ছিল, সত্যমের জালিয়াতির মাধ্যমে তাঁরা বিপুল মুনাফা করেছেন। এই আবেদনে স্থগিতাদেশ চেয়ে পাল্টা মামলা করেন ডিরেক্টরা। ডিরেক্টরদের বক্তব্য, ‘তাঁরা সত্যম কাণ্ডের শিকার’। ব্যক্তিগত ভাবে তাঁরা ওই কেলেঙ্কারি থেকে ‘লাভবান’ হননি। তাঁদের সেই আবেদন গ্রাহ্য হয় মার্কিন জেলা আদালতে। সেই কারণেই এই রায়।
|
টেক্সম্যাকোকে বরাতের আশ্বাস |
রুগ্ণ হয়ে পড়া টেক্সম্যাকো-কে রেলের ওয়াগন তৈরির বরাত দেওয়ার ব্যাপারে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বৃহস্পতিবার কলকাতায় প্রধানমন্ত্রীর কাছে এ ব্যাপারে আর্জি জানিয়ে স্মারকলিপি পেশ করে শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি-র এক প্রতিনিধিদল। তাঁরা জানান, সংস্থা রুগ্ণ হয়ে পড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ৫০ হাজার মানুষ সঙ্কটের মধ্যে দিন কাটাচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন ওই প্রতিনিধিরা। রাজ্য আইএনটিইউসি-র কার্যনির্বাহী সভাপতি রমেন পাণ্ডে জানান, এ দিন প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন টেক্সম্যাকোকে যাতে রেল মন্ত্রক ওয়াগন তৈরির বরাত দেয়, সে বিষয়টি তিনি নিজে দেখবেন।
|
শেয়ার নিতে জেটের সঙ্গে কথা এতিহাদের |
জল্পনা চলছিল কিছু দিন ধরেই। অবশেষে যার সত্যতা স্বীকার করে জেট এয়ারওয়েজ জানাল, তাদের শেয়ার কিনতে কথা চালাচ্ছে আবু ধাবির বিমান সংস্থা এতিহাদ। জেটের দাবি, সম্প্রতি কেন্দ্র দেশের বিমান শিল্পে বিদেশি বিমান সংস্থার জন্য ৪৯% পর্যন্ত লগ্নির দরজা খুলে দেওয়ায় আলোচনা গতি পেয়েছে। সব কিছু ঠিকঠাক চললে এটাই হবে ভারতীয় সংস্থায় প্রথম কোনও বিদেশি বিমান সংস্থার লগ্নি। এই খবরে জেট ওয়ারওয়েজের শেয়ার দর ৭% বেড়ে ছুঁয়েছে ৬১৮.৭০ টাকা।
|
সব ধরনের ইস্পাতের পণ্যের দাম বাড়াল জেএসডব্লিউ স্টিল। সংস্থা জানিয়েছে, কাঁচামালের দাম বাড়ার কারণেই ইস্পাতের রড, চাদর-সহ সব পণ্যের দাম টন পিছু ৭৫০ টাকা (২%) বাড়াচ্ছে তারা। |