|
|
|
|
জকপুরে ইকো-ট্যুরিজম পার্ক গড়তে পরিকল্পনা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রত্যেক জেলারই রয়েছে পৃথক সৌন্দর্য। এরই মধ্যে হয়তো কোনও জেলার বিশেষ কোনও জায়গা হয়ে ওঠে পর্যটকদের অত্যন্ত পছন্দের। খড়্গপুর ২ নম্বর ব্লকের অর্ন্তগত জকপুরও তেমনই একটি জায়গা। এই কারণেই জকপুরে ইকো-ট্যুরিজম পার্ক তৈরির পরিকল্পনা নিচ্ছে জেলা প্রশাসন। এই নিয়ে রাজ্য সরকারের কাছে একটি পরিকল্পনাও পাঠানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত বলেন, “জকপুরে ইকো-ট্যুরিজম পার্ক তৈরির পরিকল্পনা করা হয়েছে। যত দ্রুত সম্ভব কাজ শুরু হবে।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জকপুরের প্রাচীন মনসা মন্দিরে প্রতি সপ্তাহের মঙ্গল ও শনিবার প্রচুর ভক্ত আসেন। শুধু জেলার বিভিন্ন প্রান্ত থেকে নয়, জেলার বাইরে থেকেও বহু মানুষ পুজো দিতে আসেন এখানে। খড়্গপুরের এই এলাকার পাশ দিয়ে গিয়েছে ৬ ও ৬০ নম্বর জাতীয় সড়ক। ফলে জকপুরে পৌঁছনো যায় সহজেই। জকপুরের আশপাশে কয়েকটি ফুলের বাগান রয়েছে। এই বাগানগুলোকেও পার্কের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। ব্লক প্রশাসন জানিয়েছে, জকপুরের উন্নয়নে কয়েকটি পরিকল্পনা করা হয়েছে। আপাতত, সঙ্কীর্ণ রাস্তা চওড়া করা, মন্দিরের সামনের পুকুরটি বড় করা, নতুন নলকূপ তৈরির চেষ্টা চলছে। প্রয়োজনীয় অনুমতি মিললে কাজ শুরু হবে। প্রশাসনের এই উদ্যোগে খুশি মন্দির কমিটির সদস্য থেকে গ্রামবাসী সকলেই।
এক সময় জঙ্গলমহল এলাকার প্রচুর পর্যটক ছোট ছোট পাহাড়, ঝর্না, গভীর জঙ্গল, প্রাচীন মন্দির প্রভৃতি দেখতে ঝাড়গ্রামে যেতেন। মূলত ঝাড়গ্রামকে কেন্দ্র করে পর্যটনের প্রসার ঘটায় এত দিন জেলার অন্য প্রান্তের পর্যটন কেন্দ্রগুলো সে ভাবে গুরুত্ব পায়নি বলে অভিযোগ। জেলার অন্য প্রান্তেও বেশ কয়েকটি ইকো-ট্যুরিজম পার্ক, প্রাচীন মন্দির রয়েছে। এই সব এলাকাও যাতে পর্যটকদের নজরে পড়ে, সেই জন্যই ট্যুরিজম সার্কিট গড়ার পরিকল্পনা নেয় প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রস্তাবিত সার্কিটের মধ্যে মেদিনীপুর শহর ঘেঁষা গোপগড়, রানি শিরোমণির স্মৃতি জড়িত কর্ণগড়, মন্দিরময় পাথরা, ক্ষুদিরামের জন্মস্থান মোহবনি, বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ, চন্দ্রকোনা রোডের পরিমল কানন, গড়বেতার সর্বমঙ্গলা মন্দির, গনগনি প্রভৃতি এলাকা রয়েছে। ট্যুরিস্ট সার্কিট গড়ার একটি খসড়া পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল কনসালটেন্সি অর্গানাইজেশন (ওয়েবকন)। প্রকল্পের খসড়া নিয়ে প্রশাসনের অন্দরে এক দফা আলোচনাও হয়েছে। তবে এই সব কিছুর আগে জকপুরে ইকো-ট্যুরিজম পার্ক গড়তে চায় প্রশাসন। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “অন্য জেলার সঙ্গে এই জেলাতেও পর্যটন প্রসারের উদ্যোগ নেওয়া হয়েছে। জকপুরে ইকো-ট্যুরিজম পার্ক তৈরির পরিকল্পনা সেই উদ্যোগেরই অন্যতম। পরিকল্পনা মতো কাজ হলে জেলার পর্যটন মানচিত্রে নতুন একটি পালক জুড়বে।” |
|
|
|
|
|