টুকরো খবর
বিবাদ মেটাতে মুরারইয়ে শান্তি বৈঠক
সংঘর্ষে জড়িয়ে পড়া মুরারইয়ের দুই গ্রামের বিবাদ মেটাতে শান্তি বৈঠক করল প্রশাসন। নতুন করে ওই দুই গ্রাম সুমোরপুর ও পলশার মধ্যে যাতে কোনও গণ্ডগোল না হয়, তার জন্য বৃহস্পতিবার দুই এলাকার পঞ্চায়েত প্রধানদের নিয়ে ওই শান্তি বৈঠক হয়। এ দিন দুপুরে প্রায় দু’ ঘণ্টারও বেশি সময় জুড়ে চলা ওই বৈঠকে ছিলেন এসডিপিও (রামপুরহাট), মুরারই ১ ব্লকের বিডিও, মুরারই থানার ওসি, সিআই মুরারই-সহ দুই গ্রামের প্রতিনিধিরা। বিডিও আব্দুল কালাম বলেন, “দুই গ্রামের মধ্যে প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।” প্রসঙ্গত, গত মঙ্গলবার দুই পিকনিক পার্টির বিবাদকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন মুরারই থানার সুমোরপুর ও পলশা গ্রামের বেশ কিছু মানুষ। সে দিন প্রথমে চড়ুইভাতিকে কেন্দ্র করে দুই পিকনিক পার্টির সংঘর্ষ হয়। তাতে ক্ষতিগ্রস্ত হয় এলাকার কিছু সর্ষে ক্ষেত। এর পরেই ঘটনার প্রতিবাদ করলে সংলগ্ন দুই গ্রাম পলশা ও সুমোরপুরের মধ্যে গণ্ডগোল বেধে যায়। সেই সংঘর্ষে দশ জন জখমও হন। পরে গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ইট বৃষ্টি করে পুলিশের গাড়ির কাচও ভেঙে দেওয়া হয়।

ট্রেন থেকে উদ্ধার কিশোর
ট্রেন থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হল এক কিশোর। বৃহস্পতিবার সকালে নলহাটি স্টেশনে মালদহগামী আপ হাওড়া-মালদহ প্যাসেঞ্জার ট্রেন থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই কিশোরের নাম হোসেন আলি। তার বাড়ি মালদহ জেলার চাঁচল থানার কালীগঞ্জে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রেনের যাত্রীরা ওই কিশোরকে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে রেল পুলিশে খবর দেন। পরবর্তী কালে যাত্রীদের সহযোগিতায় ওই কিশোরটিকে ট্রেন থেকে নামিয়ে প্রথমে নলহাটি ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মহকুমা হাসপাতালে। পরে পুলিশ ওই কিশোরের থেকে জেনেছে, সে বর্ধমানে কাজ করত। এ দিন সকালে বাড়ি ফেরার জন্য বর্ধমান থেকে ওই ট্রেনে চড়েছি। ট্রেনে চার জনের সঙ্গে তার আলাপ হয়। তারা তাকে চা খাইয়েছিল। তার পরেই হোসেন আর কিছু মনে করতে পারেনি। তার সঙ্গে থাকা ১৫০০ টাকা ও একটি মোবাইল খোওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

যুগলের দেহ উদ্ধার
একটি গাছে মিলল এক তরুণ ও এক কিশোরীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার ইলামবাজার থানার উদয়পুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতেরা হল বিশ্বজিৎ ডোম (১৯) ও পূজা বাগদি (১৭)। তাদের বাড়ি ইলামবাজারের আকম্বা গ্রামে। মৃতদের পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। মৃত যুগলের কাছ থেকে একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ। পুলিশের দাবি, ওই নোটে লেখা রয়েছে, বিশ্বজিতের সঙ্গে পড়শি পূজার প্রেমের সম্পর্ক ছিল। দু’ জনের বাড়ির লোকেরাই বিষয়টি মেনে নিতে পারেননি। তাই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। নিজেদের মৃত্যুর জন্য সুইসাইড নোটে বিশ্বজিৎ বা পূজা কাউকে দায়ী করেনি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দু’জনেই বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। এ দিন আকম্বা থেকে এক কিলোমিটার দূরে উদয়পুর মাঠের কাছে একটি শিশু গাছে ওই দু’জনের ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রতীক্ষালয় সংস্কারের দাবি
ভেঙে পড়া প্রতীক্ষালয়। —নিজস্ব চিত্র।
এলাকার মানুষের সুবিধার জন্য খয়রাশোলের পাঁচড়া পঞ্চায়েতের উদ্যোগে ২০০৬ সালে তৈরি হয়েছিল ইদিলপুর বাসযাত্রী প্রতীক্ষালয়। কিন্তু সম্প্রতি ভারী কোনও গাড়ির ধাক্কায় ভেঙে পড়েছে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক ঘেঁষা ওই প্রতীক্ষালয়। যার জেরে ফলে রোদ-বৃষ্টি উপেক্ষা করেই বাসের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। বাইরে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করার পাশাপাশি পঞ্চায়েত ওই প্রতীক্ষালয়টিকে পুনরায় নির্মাণের উদ্যোগ না নিলে যে কোনও সময় কারও মাথায় ভেঙে পড়ে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত প্রধান দামোদর বাগদি বলেন, “রাতের অন্ধকারে কোনও বড় গাড়ির ধাক্কায় প্রতীক্ষালয়টি ভেঙে পড়ায় এলাকার মানুষের অসুবিধা যে হচ্ছে সেটা ঠিকই। কিন্তু এই মুহূর্তে টাকার অভাব থাকায় ইচ্ছে থাকলেও ভেঙে পড়া ওই যাত্রী প্রতীক্ষালয়টিকে পুননির্মাণ করা যাচ্ছে না।”

কলেজে প্রশাসক
কলেজ পরিদর্শন করলেন সাঁইথিয়া অভেদানন্দ কলেজের প্রশাসক তথা বীরভূমের অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) বিধান রায়। ওই কলেজের অচলাবস্থা কাটাতে গত ৩১ ডিসেম্বরই বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসক নিয়োগ করেছেন। বৃহস্পতিবার বিকালে কলেজে এসে বিধানবাবু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম মণ্ডল ও অন্যান্য শিক্ষক-কর্মী ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি বলেন, “সবার সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে খুব তাড়াতাড়ি কলেজের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.