শিক্ষাদূতের পদে মালালার বাবা |
মালালা ইউসুফজাইয়ের বাবা জিয়াউদ্দিনকে নতুন কূটনৈতিক পদের দায়িত্ব দিল পাকিস্তানের রাষ্ট্রদূত (হাই কমিশনার)। ব্রিটেনের পাকিস্তানের রাষ্ট্রদূত ওয়াজিদ শামসুল হাসান সাংবাদিকদের জানান, জিয়াউদ্দিনকে বার্মিংহামে পাকিস্তানের শিক্ষাদূত (এডুকেশন অ্যাটাশে) হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রাথমিক ভাবে তিনি ৩ বছর থাকবেন এই পদে। মেয়েদের শিক্ষার জন্য আওয়াজ তুলেছিল মালালা ইউসুফজাই। সেই ‘অপরাধে’ স্কুলে যাওয়ার সময় তাকে গুলি করেছিল তালিবান। চিকিৎসার জন্য ব্রিটেনে আনা হয়েছিল তাকে। এখন বাবার নতুন কাজের জন্য মালালাও ব্রিটেনেই থাকবে।
|
হাসপাতাল থেকে ছাড়া পেলেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। মাথায় আঘাত পাওয়ার ফলে রক্ত জমাট বাঁধায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, তাঁর অবস্থা আগের থেকে অনেকটাই ভাল। রবিবার বিদেশ দফতরের মুখপাত্র ফিলিপ রেনেস জানান, ক্লিন্টনকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তিনি বাড়ি ফেরার পর টুইটারে হিলারি-কন্যা চেলসি লিখেছেন, “মা ফিরে এসেছেন। এখন আগের থেকে সুস্থ।”
|
আমেরিকার স্যান্ডি হুক স্কুলে আবার ক্লাস শুরু হল। গত বছর অ্যাডাম ল্যানজার গুলিতে ২০টি শিশু এবং ছ’জন শিক্ষকের মৃত্যুর পর বন্ধ ছিল স্কুলটি। বুধবার স্কুল খোলায় খুশি অভিভাবকরাও। পুলিশ জানিয়েছে, এখন এই স্কুলটাই সব চেয়ে বেশি সুরক্ষিত।
|
এক সিঙ্গাপুরবাসীকে খুনের অভিযোগে গ্রেফতার চার ভারতীয়। ১লা জানুয়ারি জুরং লেক পার্কের ঘটনা। বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে তাদের। |