টুকরো খবর
কেতুগ্রামে বাস উল্টে জখম ১৫
একটি বাস উল্টে পনেরো জন যাত্রী জখম হলেন বর্ধমান-চাকটা রুটে। তাঁদের মধ্যে ন’জন কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কেতুগ্রাম থানার কোমরপুর স্টেশনের কাছে। পুলিশ জানায়, কাটোয়া-আমোদপুর ন্যারো গেজ লাইন কোমরপুরের উপর দিয়ে গিয়েছে। এ দিন সকালে চাকটা থেকে বাসটি কাটোয়া যাচ্ছিল। কোমরপুর স্টেশনের আগে রাস্তার উপরে একটি ইটভাটা ছিল। বৃষ্টি পড়ায় রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, গরুর দলকে পাশ দিয়ে যাওয়ার রাস্তা দিতে গিয়ে বাসটি পিচের রাস্তা ছেড়ে পাশে নামতেই যাত্রীবাহী বাসটি উল্টে যায়।

জামুড়িয়া থানা ঘিরে বিক্ষোভ মহিলা সমিতির
সিপিএম কর্মীর স্ত্রীকে নিগ্রহের অভিযোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পাঁচ ঘন্টা জামুড়িয়া থানায় অবস্থান বিক্ষোভ করল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির জামুড়িয়া ১ নম্বর শাখা। দোষীদের গ্রেফতারের দাবিতে ওসির হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা। পরে ওসির আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। বামপন্থী মহিলা সংগঠনের নেত্রী তথা সিপিএম পরিচালিত জামুড়িয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান শীলা সরকার জানান, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ তালতোড় গ্রামের সিপিএম কর্মী তুষ্ট বাউড়ির বাড়িতে দরজা ভেঙে ঢোকে রাজেন মাজি, পার্থ বন্দ্যোপাধ্যায়, নীরু বন্দ্যোপাধ্যায়-সহ আট জন। তুষ্টবাবুর স্ত্রী বিশাখাদেবীকে তাঁর স্বামী কোথায় জিজ্ঞাসা করা হয়। স্বামী বাড়িতে নেই জানালে ওরা তল্লাশির নামে করে ঘরের সবকিছু লন্ডভন্ড করে দেন। বাধা দিতে গেলে বিশাখাদেবী নিগৃহীতা হন বলে অভিযোগ। বিশাখাদেবী জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত রাজেনবাবু, পার্থবাবুরা অবশ্য নালিশ উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, “পায়ের তলার মাটি সরে যাচ্ছে, বুঝতে পারছে সিপিএম। তাই আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে।” পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

মাফিয়া খুনে পলাতকদের নামে নোটিস
কয়লা মাফিয়া শেখ সেলিম খুনে অভিযুক্ত ছ’জনের সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যাপারে পোস্টার সাঁটিয়ে দিল পুলিশ। মাইকে প্রচারের পাশাপাশি বুধবার পুলিশের পক্ষ থেকে কৈলাসপুর এলাকার নানা জায়গায় পোস্টারও সেঁটে দেওয়া হয়। পোস্টারে তিন দিনের সময়সীমার উল্লেখও করা হয়েছে। এর মধ্যে অভিযুক্তেরা আত্মসমর্পণ না করলে আদালতের নির্দেশ মেনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানান আসানসোল-দুর্গাপুরের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব। গত ২৫ অক্টোবর সেলিম খুন হন। ঘটনায় জড়িত সন্দেহে এক তৃণমূল নেতা-সহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু শেখ সফিকুল, শেখ জিয়াউল, শেখ সাজাহান, শেখ ভোম্বল, শেখ লালটু ও শেখ বুবনে নামে ৬ অভিযুক্ত এখনও অধরা।

যন্ত্রাংশ চুরিতে ধৃত
মূল্যবান যন্ত্রাংশ চুরির অভিযোগে এক লরিচালককে পাকড়াও করল সিআইএসএফ। নাম সুনীল মাড্ডি। অভিযোগ, বার্নপুরের ইস্কো স্টিল প্ল্যান্টের মূল্যবান যন্ত্রাংশ চুরিতে জড়িত তিনি। বুধবার রাতে তাঁকে ধরে হিরাপুর থানায় পাঠানো হয়। ইস্কো স্টিল প্ল্যান্টের সিআইএসএফ কম্যান্ডান্ট অরুণ কুমার জানান, ওই ব্যক্তি লরির তেলের ট্যাঙ্কে মূল্যবান যন্ত্রাংশ লুকিয়ে পাচার করছিলেন।

সম্পত্তি বাজেয়াপ্ত করতে পোস্টার
কয়লা মাফিয়া শেখ সেলিম খুনে অভিযুক্ত ছ’জনের সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যাপারে পোস্টার সাঁটিয়ে দিল পুলিশ। মাইকে প্রচারের পাশাপাশি বুধবার পুলিশের পক্ষ থেকে কৈলাসপুর এলাকার নানা জায়গায় পোস্টারও সেঁটে দেওয়া হয়। পোস্টারে তিন দিনের সময়সীমার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অভিযুক্তেরা আত্মসমর্পণ না করলে আদালতের নির্দেশ মেনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানান আসানসোল-দুর্গাপুরের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব। খুনের ঘটনায় ৭ জন গ্রেফতার হলেও ছয় অভিযুক্ত এখনও অধরা।

বধূ নির্যাতনে ধৃত
বধূ নির্যাতনের অভিযোগে রাধানগর এলাকা থেকে স্বামী ও শ্বশুরকে ধরল হিরাপুর পুলিশ। তাদের নাম রাজকুমার পাসোয়ান ও শিবকুমার পাসোয়ান। অন্ডালের বাসিন্দা ববিতাদেবী অভিযোগ করেন, ২০১০ সালে তাঁর সঙ্গে রাজকুমারের বিয়ে হয়। মাস দুই আগে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়।

জল নিয়ে বিক্ষোভ
অনিয়মিত পানীয় জলের প্রতিবাদে বৃহস্পতিবার ইসিএলের ধেমোমেন কোলিয়ারির এজেন্ট কার্যালয়ে বিক্ষোভ দেখালেন খনি আবাসনের শ্রমিকেরা। কোলিয়ারির এজেন্ট জেসি রায় জানান, দ্রুত ঠিক হয়ে যাবে।

জাতীয় সড়কে বিক্ষোভ
ইট ভাটার ফেলে দেওয়া মাটিতে রাস্তায় দুর্ঘটনা বাড়ছে— এই অভিযোগে বৃহস্পতিবার দুপুর আড়াইটে থেকে এক ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল জামুড়িয়ার ধসল তৃণমূল আঞ্চলিক কমিটি। ইট ভাটা অ্যাসোসিয়েশনের দুই প্রতিনিধি ঘটনাস্থলে এসে প্রতিকারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তৃণমূল নেতা অলক মণ্ডল জানান, ইট ভাটা কর্তৃপক্ষ ২ নম্বর জাতীয় সড়কে ধসল এলাকা এবং জোড়জানকি যাওয়ার রাস্তার পাশে মাটি কেটে ফেলছে। তার জেরে ওই মাটি রাস্তায় ছড়িয়ে পড়ছে। বৃষ্টির দিনে রাস্তায় কাদা জমছে। ফলে দুর্ঘটনা বাড়ছে। মাঝে মধ্যেই অকারণে নিগৃহীত হতে হচ্ছে পরিবহন কর্মীদের।

বিজেপি-র স্মারকলিপি
চিটফান্ড বন্ধ করা ও চিটফান্ডে লগ্নি করে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরতের দাবিতে আসানসোলের অতিরিক্ত জেলা শাসকের দফতরে একটি স্মারকলিপি দিল বিজেপির আসানসোল জেলা কমিটি। দলের জেলা সম্পাদক প্রশান্ত চক্রবর্তীর অভিযোগ, শহরে একাধিক চিটফান্ড সংস্থা চলছে ও এসব সংস্থায় অর্থ লগ্নি করে ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের কাছে এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেন তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.