বাবা জ্ঞান দিয়ো না |
ইঁদুর ছুঁলেই সওদা |
এই পার্টির মরসুমে লিটল ব্ল্যাক ড্রেস কিনতে দোকানে? ধুর!
লগ ইন করুন ইন্টারনেটে।
লিখছেন শতরূপা চক্রবর্তী |
ব্র্যান্ডেড ঘড়ি এত কম দামে! নেট সার্ফ করতে গিয়ে চোখ আটকে গেল তিতিরের। কিনতেই হবে। এ ভাবেই নেট ঘেঁটে শপিং করছে জেন ওয়াই। জুতো-বই-পোশাক-মোবাইল সবই আছে। বেশ চলছিল দোকান ঘুরে কেনাকাটা। কোন টানে সকলে বসে পড়ছে মাউস মুঠোয় ভরে? জাস্ট লেফট ক্লিক। দিন কয়েকের মাথায় আপনার পছন্দের জিনিস হাজির হবে দোরগোড়ায়। |
|
কাজের চাপে নিজের জন্য কিছু কিনতে যাওয়ার সময় কোথায়? তাই ঘরে বসে অর্ডার দিয়েই কিনে ফেলা। সময়ও বাঁচল, আবার পছন্দের জিনিস ঘরে পৌঁছে গেল। পেশায় সাংবাদিক সুদেষ্ণার প্রায়ই অফিস-ফেরত বাড়ি ফিরতে রাত হয়ে যায়। কত দিন শপিং-এ যাওয়া হয় না। তাই রাত-বিরেতেই বসে পড়েন শপিং সাইট খুলে। মন খারাপ গায়েব। সাইটে অনেক ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়। সহজেই একটার সঙ্গে অন্যটার তুলনা করা যায়। তা ছাড়া শপিং সাইটগুলো অধিকাংশ সময়েই বিভিন্ন ডিসকাউন্ট অফার রাখে। দাম হয়ে যায় বেশ সাধ্যের মধ্যেই। পছন্দ হয়নি? তা হলে বদলানোরও সুযোগ আছে।
অনেকের মনেই দ্বিধা। জনসংযোগ সংস্থায় কর্মরতা শ্রেয়সীর মতে, “এ ভাবে কেনার মানে অনেকটা চোখে বুজে ঢিল ছোড়া। কেনার আগে না দেখেই গ্যাঁটের কড়ি খরচ করে ফেলব?” এ ছাড়াও কিছু সাইটে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিসপত্র কিনতে হয়। সে ক্ষেত্রে ব্যাঙ্ক-অ্যাকাউন্ট সংক্রান্ত অনেক গোপন তথ্য রয়ে যায়। দেখে নিতে হবে এসএসএল (সিকিওরড সকেট লেয়ার) আছে কিনা। এটি একটি তালার সংকেত যা ওয়েবসাইটটি সুরক্ষিত কিনা বোঝায়। না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাকড হতে পারে।
কিন্তু ভয় পেলে চলবে বস? না কিনলে বুঝবেন কী করে কোন সাইটের কেমন মতি-গতি! পকেট পারমিট করলে ঝোপ বুঝে কোপ মারুন। ঘরে বসেই শপিং-দুনিয়া খুলে যাক। কেতায় বাঁচুন। আনন্দ মেখে নিন শরীরে-মননে। |
|