হাই কোর্টের নির্দেশ অমান্য, প্রবল দূষণ ময়দানে |
সামনেই আসছে গঙ্গাসাগর মেলা। সে উপলক্ষে আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্প ও শৌচালয় তৈরি হচ্ছে কলকাতার ময়দানে। প্রতি বছরের মতো গঙ্গাসাগর যাওয়ার আগে এখানেই সাময়িক বিশ্রাম নেবেন পুণ্যাথীরা। অস্থায়ী শৌচালয় তৈরির ফলে ময়দান পরিবেশ দূষণের প্রকোপে পড়বে বলে আশঙ্কা। কারণ এই অস্থায়ী শৌচালয়গুলি থেকেই ফি বছর ব্যাপক ভাবে দূষিত হয় ময়দান চত্বর। দূষণ রোধে কলকাতা হাইকোর্টের নিষেধ অমান্য করে এ বছরও শুরু হয়ে গিয়েছে নির্মাণ-প্রস্তুতি। এ নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও হয়েছে। তবে পরিবেশ বান্ধব আধুনিক শৌচালয়ের ব্যবস্থা না করে দূষণের ঝুঁকি নিয়ে কলকাতা পুরসভা কেন পুরনো পথেই হাঁটছে তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশ সচেতন মানুষরা।
|
শহরে ইভ টিজিং-এর অভিযোগে গ্রেফতার ২৭৩ |
বর্ষবরণের রাতের কলকাতায় ইভটিজিংয়ের অভিযোগে ২৭৩ জনকে গ্রেফতার করে পুলিশ। বর্ষবরণের রাতে দিল্লি ও পার্ক স্ট্রিট ধর্ষণ-কাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য সারা শহর জুড়েই ছিল পুলিশের কড়া নজরদারি। পার্কস্ট্রিট, কালীঘাট-সহ বিভিন্ন এলাকা থেকে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ ও কটূক্তির অভিযোগে ২৭৩ জন ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আজ তাদের আদালতে তোলা হবে। এ ছাড়াও ট্রাফিক আইন ভাঙা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ইত্যাদির জন্যও প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে বলে পুলিশ-সূত্রে জানা গিয়েছে।
|
বেলা ১টা নাগাদ কৈখালি মোড়ের কাছে একটি আবাসনে আগুন লাগে। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আবাসন খালি করানোর চেষ্টা চলছে। আবাসনের নীচের তলার একটি ব্যাঙ্ক ইতিমধ্যেই খালি করে বন্ধ করে দেওয়া হয়েছে। আবাসনের বেসমেন্টে সর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে অনুমান দমকল কর্তৃপক্ষের। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও বেশ খানিকটা সময় লাগবে বলে জানিয়েছেন দমকল কর্তৃপক্ষ। |