উন্নয়নের রূপরেখা তৈরি করতে অর্থনীতিবিদ, রাজ্য প্ল্যানিং কমিটি সদস্য অভিরূপ সরকারের পরামর্শ নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অফিসে দু’ঘন্টার বেশি সময় ধরে মিটিং করেন তাঁরা। জলপাইগুড়ি জেলাশাসক ও প্রশাসন আধিকারিকরা ছিলেন। বৈঠক শেষে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, তরাই ও ডুয়ার্স সহ উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় উন্নয়ন কাজ চলছে। বেশ কিছু প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। নতুন প্রকল্পের কাজ শুরুও হয়েছে। তিনি বলেন, “উত্তরবঙ্গে অর্থনীতিকে আরও চাঙ্গা করা ও সাধারণ মানুষকে কী ভাবে আরও বেশি পরিষেবা দেওয়া সম্ভব তা নিয়েই অভিরূপবাবুর পরামর্শ নেওয়ার জন্য বৈঠক হয়েছে। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।”
|
ছোট ফাপড়িতে সাহু নদীর উপরে শুরু হওয়া সেতুর কাজ সাত মাসে শেষ করার আশ্বাস দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার শিলিগুড়ি সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে সেতুর কাজ শুরু হয়। তিনি জানান, ৪ কোটি ২৫ লক্ষ টাকায় ১৭৯ ফুট দীর্ঘ ওই সেতুর কাজ নয় মাসে শেষ করার চেষ্টা রয়েছে। তিনি বলেন, “দীর্ঘ দিন ধরে ছোট ফাপড়ি বিচ্ছিন্ন। সাত মাসেই কাজ শেষ করার চেষ্টা হচ্ছে।”
|
ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবতী। সোমবার সকালে ভক্তিনগরের হায়দরপাড়ায়। পুলিশ সূত্রে খবর, ডিভোর্সের পর মহিলা একা থাকতেন। হায়দারপাড়া বাজারে তাঁর বিউটি পার্লার রয়েছে। রাতে সেখানেই ছিলেন তিনি। এই দিন সকালে অসুস্থ উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
চোরাই গাড়ি পাচারের অভিযোগে এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে এনজেপি পুলিশ ফাঁড়ির নৌকাঘাট এলাকায়। ধৃতদের নাম লালন মাহাতো, আনছার আলি এবং পুনম সরকার। লালনের বাড়ি শিলিগুড়ি থানা মোড় এলাকায়। আনছারের বাড়ি কাওয়াখালি এবং পুণমের বাড়ি শক্তিগড়ে। |