পিকআপ ভ্যান নিয়ে ডাকাতি করার উদ্দেশে জড়ো হওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হল একটি পিকআপ ভ্যান। রবিবার রাতে খাতড়া থানার সুপুরের কাছে, বাঁকুড়া-খাতড়া রাস্তার পাশ থেকে তাদের ধরা হয়। পুলিশ জানায় ধৃতেরা হল, সাইজুদ্দিন গায়েন ওরফে কটা, হেদায়তুল্লা তা ও কুতুবউদ্দিন মণ্ডল। ধৃতেরা সকলেই ওন্দা থানার পুনিশোল গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, “পিকআপ ভ্যান নিয়ে ওরা সম্ভবত ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল। তাদের কাছ থেকে একটি গুলি ভর্তি একনলা বন্দুক ও ভোজালি পাওয়া গিয়েছে। ওই চক্রের বাকিদের খোঁজ চলছে”। সোমবার ধৃতদের খাতড়া আদালতে হাজির করানো হয়।
|
তিন দিন ধরে নিখোঁজ থাকা এক তরুণের দেহ মিলল জঙ্গলে। সোমবার ঝালদা থানার কর্মাডি জঙ্গলে মৃতদেহটি উদ্ধার হয়। পুলিশ সুপার সি সুধাকর বলেন, “নিহত তরুণের নাম নাম শেখ রিয়াসত (১৯)। তাঁর বাড়ি ঝালদা থানার হুসেনডি এলাকায়। গলার কাছে আঘাতের চিহ্ন রয়েছে।” ওই তরুণের বাবা শেখ জিয়ারত বলেন, “শুক্রবার সন্ধ্যায় ছেলেকে পড়শি কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে তার আর খোঁজ পাইনি। শনিবার থানায় নিখোঁজের ডায়েরি করি।” দেহটি ময়না-তদন্তে পাঠিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
|
দিল্লি ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে মৌনী মিছিলে হাঁটলেন বলরামপুরের ঘাটবেড়া-কেরোয়া এলাকার মানুষজন। সোমবার বিকেলের এই মিছিলে ছিলেন একদা মাওবাদীদের অযোধ্যা স্কোয়াডের এরিয়া কমান্ডার নন্দ কুমার। তিনি দাবি করেছেন, “এই জঘন্য ঘটনায় যারা দোষি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” একই দাবিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যেরা এ দিন পুরুলিয়া শহরে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেন।
|
সিপিএমের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বজন পোষন ও দুর্নীতির অভিযোগ তুলে বাঁকুড়া ১ ব্লকের কালাপাথর পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল তৃণমূল। সোমবার বিক্ষোভের সময় তৃণমূলের ব্লক সভাপতি ধবলচন্দ্র মণ্ডল অভিযোগ করেন, “প্রধান নিজের পছন্দের ঠিকাদারদের ছাড়া কাউকে কাজ দিচ্ছেন না। যোগ্য লোকেরা বিধবা ও বার্ধক্য ভাতা পাচ্ছেন না।” পঞ্চায়েতের প্রধান চাঁদমণি বাস্কের দাবি, “ভিত্তিহীন অভিযোগ।”
|
গত ২৫-৩১ ডিসেম্বর পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজের জাতীয় সেবা প্রকল্প পাঠক্রমের আবাসিক শিবির অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ শান্তনু চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলেজের ১৫০ জন ছাত্রছাত্রী যোগ দিয়েছিলেন। পড়ুয়ারা নানা এলাকায় শিক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে মানুষজনের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজ করেছেন।
|
বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে সোমবার বাঁকুড়ার ধলড্যাঙা মোড়ে কনভেনশন করল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। সংগঠনের জেলা সম্পাদক স্বপন নাগ-সহ নেতৃত্ব বক্তব্য রাখেন। |