বামপন্থী বইপত্র না পড়ে জনসেবার পরামর্শ নেতার
মার্কসবাদ-লেনিনবাদের বইপত্র ‘তুলে রেখে’ দলের কর্মী-সমর্থকদের মানুষের ‘আপদে-বিপদে’ থাকার পরামর্শ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম বিধায়ক আবদুর রেজ্জাক মোল্লা।
সোমবার বসিরহাটের রাজাপুর ফুটবল মাঠে এক সভায় ‘চাষির ব্যাটা’ রেজ্জাক বলেন, “এখন মার্কসবাদ-লেনিনবাদের বই পড়তে হবে না। ও সব ভাল সময় এলে পড়বে। এখন মানুষের আপদে-বিপদে পাশে থাকতে হবে। ৩৪ বছর আমরা তাই করেছিলাম। ফলে ক্ষমতায় ছিলাম। পরে করিনি, তাই চলে যেতে হয়েছে।” ফের ক্ষমতায় আসতে হলে রেজ্জাকের নিদান, “বয়স্কদের সম্মান করতে হবে। মেয়েদের ইজ্জত দিতে হবে। ছোটদের ভালবাসতে হবে।” সিপিএমের ‘কৃষকদরদী’ ভাবমূর্তি ফিরিয়ে আনার প্রয়োজনের কথাও মনে করিয়ে দেন রেজ্জাক। বলেন, “যাদের হাতে লাঙল, তাদের বুকে টেনে নিতে হবে।”
ছবি: পার্থসারথি নন্দী।
এ দিন স্বভাবতসিদ্ধ ঢঙেই তৃণমূল সরকারকে তুলোধোনা করেছেন প্রাক্তন মন্ত্রী। ‘নিষ্কর্মা’ এবং ‘ফেরেব্বাজ’দের সরকার বলে সমালোচনা করেন তিনি। বলেন, “এরা বকে বেশি, কাজ কম।”
উত্তর ২৪ পরগনা কৃষক সমিতির ২৭ তম সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে এ দিন রেজ্জাক ছাড়াও এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, বসিরহাট (উত্তর) বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায়, কৃষক সমিতির সভাপতি নারায়ণ মণ্ডল প্রমুখ।
বাম আমলে ‘উন্নয়নের’ ফিরিস্তি দেওয়ার পাশাপাশি সূর্যকান্তবাবু বলেন, “দলকে লড়াই-আন্দোলনের মধ্যে থাকতে হবে। সমাজ পরিবর্তন, মানুষের মুক্তির জন্য কাজ করে লালপার্টি।” কৃষকদের স্বার্থে আন্দোলন সংগঠিত করতে হবে প্রয়োজনে কংগ্রেস-তৃণমূলের সমর্থকদেরও কাছে টানতে হবে বলে মনে করেন সূর্যকান্তবাবু। দরকার পড়লে ঝান্ডা ছাড়াই আন্দোলনের পরামর্শ দেন তিনি। রাজ্য সরকারের কড়া সমালোচনাও করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্তবাবু। সেই সঙ্গে তৃণমূলের অন্দরেও গণতন্ত্রের অভাব আছে বলে কটাক্ষ করেন তিনি। বলেন, “ওদের দলের মন্ত্রীদের দফতরের চাবি মন্ত্রীদের কাছেই থাকে না। থানার চাবি ওসিদের কাছে থাকে না। সবই ওঁর (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) আঁচলে বাঁধা।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.