|
|
|
|
ট্রলারের সঙ্গে সংঘর্ষে ডুবল ভুটভুটি, মৃত ২ |
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
গভীর রাতে ঘন কুয়াশায় কাকদ্বীপের কালনাগিনী খালে একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষে ডুবে গেল একটি ভুটভুটি। মৃত্যু হল ভুটভুটির দুই যাত্রীর। রবিবারের ওই দুর্ঘটনায় মৃতেরা হলেন আশুতোষ কাঞ্চি (৭০) ও সুবিমল মাঝি (৬৫)। দু’জনেরই বাড়ি পাথরপ্রতিমার এল প্লটের শ্রীধরনগর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে শ্রীধরনগর গ্রামের ৩ মহিলা-সহ ২০ জন পান ব্যবসায়ী ‘মা গঙ্গা’ নামে ওই ভুটভুটিতে করে কাকদ্বীপ বাজারে পান বিক্রি করতে গিয়েছিলেন। রাতে ভুটভুটিতে সিমেন্টের বস্তা-সহ বেশ কিছু ইমারতি সরঞ্জাম এবং মুদিখানার মালপত্র নিয়ে ফিরছিলেন তাঁরা। |
|
ছবি: দিলীপ নস্কর। |
আমড়াতলা গ্রামের কাছে ওই খালে উল্টো দিক থেকে আসছিল মাছ ধরার ট্রলারটি। সংঘর্ষে ভুটভুটির সামনের অংশ ভেঙে গিয়ে জল ঢুকতে শুরু করে। ধীরে ধীরে ভুটভুটিটি তলিয়ে যায়। জলে পড়ে যান ২০ জনই। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে ১৮ জনকে উদ্ধার করলেও বাঁচাতে পারেননি আশুতোষবাবু এবং সুবিমলবাবুকে। দুর্ঘটনার কিছু ক্ষণ পরে আশুতোষবাবুর মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ এসেও তল্লাশি শুরু করে। সোমবার সকালে খালে ভাটার সময় সিমেন্টের বস্তা চাপা অবস্থায় সুবিমলবাবুর দেহ মেলে। কাকদ্বীপের মহকুমাশাসক অমিতকুমার নাথ বলেন, “কুয়াশার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে।” উদ্ধারকারীদের পক্ষে স্থানীয় বাসিন্দা গুরুপদ প্রামাণিক, কমল ভুঁইয়ারা জানান, রবিবার রাত ১১টা নাগাদ বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। সেই সময় ঘন কুয়াশা ছিল। খালে জোয়ার চলছিল। ভুটভুটিটি ডুবতে দেখে এবং মানুষের আর্ত চিৎকারে তাঁরা বুঝতে পারেন দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার কাজে নেমে পড়েন। খালের যে জায়গায় ভুটভুটিটি যুবেছে, সোমবার সেই জায়গাটিকে পুলিশ চিহ্নিত করলেও এ দিন উদ্ধারকাজ শুরু করা যায়নি। ট্রলারটির খোঁজ পায়নি পুলিশ। |
|
|
|
|
|