দুই জেলায় স্কুল নির্বাচনে মিশ্র ফল |
দুই জেলার স্কুল নির্বাচনে মিশ্র ফল লক্ষ করা গিয়েছে। সালারের বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনের ৫টিতে কংগ্রেস ও ১টিতে জিতেছে সিপিএম প্রার্থী। কোটালদিঘী উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে ৬টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থীরা। বড়ঞা থানার বেলডাঙা উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে ৫টি আসন পেয়েছে বামফ্রন্ট। ১টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। সাগরদিঘির সামসাবাদ হাই স্কুলের নির্বাচনে ৪টি আসন পেয়েছে বামেরা। ১টি পেয়েছে তৃণমূল। অন্য আসনটিতে তৃণমূল ও সিপিএম প্রার্থীরা সমসংখ্যক ভোট পাওয়ায় টাই হয়েছে। হরহরি হাই স্কুলের নির্বাচনে ৪টি আসনে জয়ী হয়েছে বামফ্রন্ট প্রার্থীরা। ২টিতে জিতেছে তৃণমূল। অন্যদিকে পাটকেলডাঙা হাই স্কুলে ৬টি আসনের সবকটিতেই জিতেছে কংগ্রেস। রঘুনাথগঞ্জের গোবিন্দপুর হাই স্কুলের নির্বাচনে ৪টি আসন পেয়েছে বামফ্রন্ট। ২টি পেয়েছে কংগ্রেস। সুতির ফতুল্লাপুর হাই স্কুলের নির্বাচনে ৬টি আসনেই জয়ী হয়েছে কংগ্রেস। রেজিনগরের দাদপুর উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে বামফ্রন্ট ৪টিতে ও কংগ্রেস ২টি আসনে জিতেছে। নওদার অন্নদামনী বালিকা বিদ্যালয়ের ভোটে কংগ্রেস ৫টি ও বামফ্রন্ট ১টি আসন পেয়েছে। হরিহরপাড়ার লালনগর উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে বামফ্রন্ট ৫টিতে ও কংগ্রেস ১টিতে জয়ী হয়েছে। অন্য দিকে নদিয়ার গাংনাপুরের সরিষাডাঙা শ্যামাপ্রসাদ মুখার্জী হাই স্কুলের নির্বাচনে ৫টিতে সিপিএম ও ১টিতে তৃণমূল জিতেছে। ধানতলার ইউনিয়ন অ্যাকাডেমি ফর গার্লস হাই স্কুলের নির্বাচনে ৬টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল।
|
মাজদিয়ায় গোষ্ঠী সংঘর্ষে জখম ৮, আহত বালক |
বাবার উপরে রাগ। তা মেঠানো হল অষ্টম শ্রেণির পড়ুয়া অনিমেশ বিশ্বাসকে মারধর করে। পরে তার বাবা জগন্নাথ বিশ্বাসকেও মারা হয়। কৃষ্ণগঞ্জের আদিত্যপুরের বাসিন্দা জখম পিতা-পুত্রকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় আহত হয়েছেন তালদহ-মাজদিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূলের তারক মণ্ডল-সহ ৫ জন দলীয় কর্মী। জেলার পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। স্থানীয় বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার মাজদিয়ার শিবমোহিনী কন্যা বিদ্যাপীঠ স্কুলের নির্বাচনে জেতার পর তৃণমূল পাশের আদিত্যপুর গ্রামে বিজয় মিছিল বের করে। মিছিল জগন্নাথ বিশ্বাসের বাড়ির কাছে এলে আচমকা গণ্ডগোল শুরু হয়। রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, “নির্বাচনে হেরে গিয়ে সিপিএমের লোকজন আমাদের সমর্থকদের উপর চড়াও হয়। আমাদের ৫ জন কর্মী জখম হয়েছেন। এতেই গ্রামের লোকের রোষে পড়ে সিপিএমের কেউ আহত হতে পারে।” আর সিপিএমের নদিয়া জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য এসএম সাদি বলেন , “তৃণমূল সমর্থকেরা আমাদের কর্মীদের উপর চড়াও হয়। এর ফলে এলাকায় যে গন প্রতিরোধ তৈরি হয়, তাতেই কোনও তৃণমূলকর্মী আহত হতে পারে।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু, জখম ২ |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলা শ্রমিকের। জখম আরও দু’জন। মৃতের নাম সন্ধ্যা মণ্ডল (৪৭)। বাড়ি রানিনগরের মোহনগঞ্জ এলাকায়। সোমবার বেলা এগারোটা নাগাদ খড়গ্রামের পারুলিয়া বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। এ দিন খড়গ্রাম এলাকায় একটি পিচের রাস্তার সংস্কারের কাজ করছিলেন সন্ধ্যাদেবীরা। হঠাৎ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আহত শ্রীমতী মণ্ডল কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কান্দি মহকুমা পুলিশ আধিকারিক সন্দীপ মণ্ডল বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটি শ্রমিকদের ধাক্কা মারাতেই এই বিপত্তি। চালকের খোঁজ চলছে।”
|
আগ্নেয়াস্ত্র-সহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে খড়গ্রামের কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়কের উপর খড়সা গ্রামে টহলরত পুলিশের একটি ছোট ট্রাকের গতিবিধি দেখে সন্দেহ হয়। পুলিশ ওই ট্রাক যাত্রীদের আটক করতেই তাদের কাছ থেকে তিনটি পাইপগান, আটটি তাজা বোমা ও পাঁচটি গুলি মেলে। এলাকায় চুরি,ডাকাতি, ছিনতাই এমনকী মন্দিরে চুরির সঙ্গেও তারা যুক্ত। পুলিশের দাবি ধৃতেরা জেরায় স্বীকার করেছে, তারা মনসা মন্দিরের চুরির ঘটনায় যুক্ত ছিল।
|
নদিয়ার গাংনাপুরের সরিষাডাঙা শ্যামাপ্রসাদ মুখার্জি হাইস্কুলের নির্বাচনে ৫টিতে সিপিএম ও ১টিতে তৃণমূল জিতেছে। অন্য দিকে, ধানতলার ইউনিয়ন অ্যাকাডেমি ফর গার্লস হাইস্কুলের নির্বাচনে ৬টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। আড়ংঘাটা গার্লস হাইস্কুলের নির্বাচনে ৬টি আসনই পায় তৃণমূল। বিষ্ণুপুর হাইস্কুলের ৬টি আসনের প্রতিটিতেই জিতেছে তৃণমূল। এ ছাড়া, চৌগাছার পানুগোপাল হাইস্কুলের নির্বাচনে সিপিএম ৩টি, তৃণমূল ২টি ও কংগ্রেস ১টি আসনে জিতেছে।
|
কল্যাণী স্টেশনে ঢোকার মুখে ডাউন লালগোলা প্যাসেঞ্জারে হঠাৎ ধোঁয়া উঠতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সোমবার দুপুর ২টো নাগাদ এই ঘটনায় যাত্রীরা চেন টেনে ট্রেনটিকে থামান। পরে ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিকে দাঁড় করিয়ে প্রয়োজনীয় মেরামতির পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। চাকা ও ব্রেকের ঘর্ষণের ফলেই এই বিপত্তি।
|
সুতির আহিরণে বিডিও অফিস ভাঙচুর ও পুলিশের গাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় বিজেপির জেলা কমিটির দুই সদস্য ষষ্টিচরন ঘোষ ও অনমিত্র বন্দ্যোপাধ্যায়কে সোমবার জেল হাজতে রাখার নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা আদালত। |