টুকরো খবর
দুটি পৃথক দুর্ঘটনায় মৃত ২
দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। রবিবার রাতে পূর্ব মেদিনীপুরের কোলঘাট ও নন্দকুমার এলাকায় হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা দুটি ঘটে। রাত ৮টা নাগাদ মেচেদাবাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন কোলাঘাটের মেসেড়া গ্রামের বাসিন্দা রাধেশ্যাম দাস (৫৫)। বিদ্যুৎ দফতরের কর্মী ছিলেন তিনি। পুলিশ ও স্থানীয় খবর, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরীর কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি ট্যাক্সি তাঁকে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, গাড়িটিকে ধরতে তদন্ত শুরু হয়েছে। এ দিনই সন্ধ্যায় নন্দকুমারের খঞ্চিবাজারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মারা যান রঞ্জন চন্দ্র (৩৮) নামে এক যুবক। স্থানীয় খঞ্চি গ্রামেরই বাসিন্দা তিনি। সন্ধ্যা ৭টা নাগাদ খঞ্চিবাজারের কাছে হেঁটে জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাঁকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করালেও কিছুক্ষণের মধ্যেই সেখানেই মারা যান তিনি। পুলিশ গাড়ি ও চালককে ধরতে তদন্ত শুরু করেছে।

জন্মশতবর্ষ পালন
আচার্য ঈশ্বরচন্দ্র প্রামাণিকের জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজিত হল কাঁথির টাউনহলে। রবিবার সকালে তাঁর বসতবাটিতে আচার্যের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী পরিতৃপ্তানন্দজী মহারাজ। বিকেলে টাউন হলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী ভুবনেশ্বরানন্দ মহারাজ ও কাঁথি প্রভাত কুমার কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাঙালচন্দ্র দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুগবেড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ মাইতি। ঈশ্বরচন্দ্রের দুই পুত্র কমলকুমার প্রামাণিক ও কাননকুমার প্রামাণিক অনুষ্ঠানে দশগ্রাম সতীশচন্দ্র সবার্থসাধক শিক্ষাসদনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও জাতীয় শিক্ষক ঈশ্বরচন্দ্র প্রামাণিকের বর্ণময় ও কর্মময় জীবনের নানাদিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া মেদিনীপুর কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিপদ মণ্ডলকে ঈশ্বরচন্দ্র স্মৃতি সন্মানে ভূষিত করা হয় এ দিন।

এটিএম উদ্বোধন
কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের তমলুক-ঘাটাল শাখায় এটিএম পরিষেবার উদ্বোধন হল সোমবার। তমলুকে সমবায় ব্যাঙ্কের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। এ দিন নিমতৌড়িতে ওই ব্যাঙ্কের নতুন একটি শাখারও উদ্বোধন করেন সাংসদ। পরে আন্তর্জাতিক সমবায় বর্ষ উপলক্ষে নিমতৌড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গণে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সেখানে শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন রাজ্য সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান জ্যোতির্ময় চক্রবর্তী, জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্ক (নাবার্ড) এর চিফ জেনারেল ম্যানেজার এস পদ্মনাভন, তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল মাইতি প্রমুখ।

ভগবানপুরে ছিনতাই
মারধর করে ছিনতাইয়ের দু’টি ঘটনা ঘটল ভগবানপুরে। রবিবার রাতে কিঁয়াবেড়িয়ার নিত্যানন্দ দাস এগরা বাজকুল রাস্তা ধরে আসার সময় শেরপুর গঙ্গাঘাটার কাছে একদল দুষ্কৃতি তাঁর মোটরবাইক আটকায়, মারধরও করে। পরে বাইক, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে তাঁকে আঘাতও করা হয়। তিনি তমলুক জেলা হাসপাতালে ভর্তি। ওই রাতেই বাজকুল থেকে আসার পথে স্টোন চিপস বোঝাই একটি লরি আটকে ছিনতাই চালায় একদল দুষ্কৃতি। লরিচালক ও খালাসিকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পুলিশের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। যদিও পুলিশের দাবি, টহলদারি বাড়ানো হয়েছে। তল্লাশিও চলছে।

পাঁশকুড়ায় মৌনী মিছিল
দিল্লি গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মৌনী মিছিল করলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নাগরিকেরা। সোমবার সন্ধ্যায় পাঁশকুড়া স্টেশনবাজারে মোমবাতি হাতে এই মৌনী মিছিলে সামিল হন এলাকার সাধারণ মানুষ। স্টেশন সংলগ্ন নতুন বাসস্ট্যান্ড থেকে মোমবাতি মিছিল শুরু হয়ে স্টেশনবাজার এলাকা পরিক্রমা করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.