|
|
|
|
তৃণমূলের শক্ত ঘাঁটিতেও জিতছে বামেরা |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তৃণমূলের শক্ত ঘাঁটি তমলুকে বিদ্যালয় পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হল বামেরা। তমলুক পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে রত্নালী আদর্শ বালিকা বিদ্যালয়ে তৃণমূল প্রার্থীদের হারিয়ে ৬টি আসনেই জিতেছে তারা। খোদ তমলুক শহরে স্কুল ভোটে তৃণমূলের হার নিয়ে জেলার রাজনৈতিক মহলে আলোড়ন দেখা গিয়েছে। দীর্ঘ ৪২ বছর পর এই স্কুল নির্বাচনে জয়লাভ করলেন বাম প্রার্থীরা। তমলুক শহর তৃণমূলের সভাপতি দিব্যেন্দু রায় বলেন, “ওই স্কুলে আমাদের প্রার্থীদের হারাতে বামফ্রন্ট ছাড়াও আরও কয়েকটি দল জোট বেঁধেছিল। তবে আরও কী কী কারণে আমাদের হার হয়েছে তা খতিয়ে দেখা হবে।” সিপিএমের তমলুক শহর জোনাল কমিটির সম্পাদক বিজন মিত্র বলেন, “রাজ্যে গত দেড় বছরের শাসনকালে শিক্ষাক্ষেত্র-সহ সর্বত্র নৈরাজ্য তৈরি করেছে তৃণমূল। তার বিরুদ্ধেই মানুষ প্রতিবাদ জানাতে শুরু করেছে।”
এ দিকে, রবিবারই পূর্ব মেদিনীপুরের ময়না এলাকার তিনটি বিদ্যালয়ের নির্বাচনে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা বামফ্রন্টের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ময়নার দক্ষিণ চংরাচক সুকান্ত বিদ্যাপীঠে রবিবার নির্বাচন ঘিরে তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠিচার্জও করে। জয়লাভ করেন তৃণমূল প্রার্থীরা। এ দিনই ময়নার উত্তর চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ ও মুদিবাড় বিবেকানন্দ বিদ্যাপীঠের নির্বাচনে জয়ী হয় তৃণমূল। দু’টি স্কুলেই গত বার তৃণমূল জিতেছিল। রবিবার পাঁশকুড়ার দুটি বিদ্যালয়ের নির্বাচনেও জয়লাভ করে তৃণমূল। পাঁশকুড়ার কালই হাইস্কুলে তৃণমূল ৫টি আসনে ও বামফ্রন্ট ১টি আসনে জয়লাভ করে। গত বার এখানে তৃণমূল জিতেছিল। পাঁশকুড়ার কুমরপুর হটেশ্বর হাইস্কুলে তৃণমূল ৬টি আসনেই জয়লাভ করে। এদিন কোলাঘাট ব্লকের ধুলিয়াড়া হাইস্কুল ও গোপালনগর হাইস্কুলেও তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছেন।
হলদিয়ায় এগিয়ে রয়েছে বামেরা। রবিবার ছিল হলদিয়ার মহিষাদলের ও সুতাহাটার ব্লকের তিনটি বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচন। রাতে ফল প্রকাশের পর দেখা যায়, মহিষাদলের গেঁওখালি হাইস্কুলে গত বছরের গ্লানি মুছে ৬টি আসনের ৪টিতেই জয়ী হয়েছেন বামপন্থী প্রার্থীরা। আবার অমৃতবেড়িয়া তিলোত্তমা বালিকা বিদ্যালয়ে ব্যবধান অটুট রেখে ৬টি আসনের ৩টি বামপন্থী ও ৩টি তৃণমূলপন্থীদের দখলে যায়। মহিষাদল সিপিএমের জোনাল সম্পাদক শরত কুইল্যা বলেন, “মানুষ তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিচ্ছে।” যদিও সন্ত্রাসের প্রসঙ্গ উড়িয়ে ব্লক তৃণমূল সভাপতি সোমনাথ মাইতি বলেন, “আঞ্চলিক একটা নির্বাচনকে সামনে রেখে সার্বিক বিচার না করাই ভাল।” এ দিনই সুতাহাটার ঢেকুয়া ফারুকিয়া হাই মাদ্রাসায় ৬টি আসনের সব ক’টিতেই জয়ী হয় তৃণমূল। এলাকার জেলা পরিষদের তৃণমূল সদস্য আনন্দময় অধিকারী বলেন, “সিপিএমের অপপ্রচারে মানুষ কান না দেওয়ায় বোর্ড পাল্টেছে। পঞ্চায়েতেও এই ধারা বজায় থাকবে।” |
|
|
|
|
|