আগের বার এক নম্বর জায়গাটা পেয়েও বেশি দিন ধরে রাখতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এ বার আর সেই ভুলটা করতে চায় না তারা। নতুন বছরের জন্য নতুন শপথ নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। অ্যাবি ডে’ভিলিয়ার্স যেমন পরিষ্কার বলে দিয়েছেন, “আমরা আগের বার যখন র্যাঙ্কিংয়ে এক নম্বর হয়েছিলাম, তখন সেটার গুরুত্ব বোধহয় বুঝতে পারিনি। আমরা আসনটা ছুড়ে ফেলে দিয়েছিলাম। এ বার আর সেই ভুলটা করতে চাই না।” ঘরের মাঠে এ বার সাতটা টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। সংযুক্ত আরব আমিরশাহিতে আরও দুটো। ডেভিলিয়ার্স বলছিলেন, “আমরা এ বছরটা যেমন খেলেছি, সে রকম যদি খেলতে পারি, তা হলে এক নম্বরে থেকে যাব। আমাদের শুধু ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে।”
|
এক দিনে তিনশো! আন্তর্জাতিক ক্রিকেটে নয়। হল সিএবি প্রথম ডিভিশন লিগে। সোমবার পোর্ট ট্রাস্টের বিরুদ্ধে ২৩২ বলে ৩১২ রান করে ময়দানে নতুন নজির গড়লেন ভবানীপুরের অভিষেক দাস। অভিষেকের এই রানের সুবাদে ৮৫ ওভারে ভবানীপুরের রান সাত উইকেটে ৬৬৮। ম্যাচ শেষে ছাব্বিশটি চার এবং আঠারোটি ছক্কায় সাজানো ট্রিপল সেঞ্চুরির নায়ক বলছেন, “স্বপ্ন সফল। ডাবল সেঞ্চুরির পর উইকেট না ছুড়ে ধরে খেলেছি।” সিএবি লিগে এর আগে ৩১২ রান করেছিলেন পলাশ নন্দী। কিন্তু তিনি সেই রান করেছিলেন দু’দিনে।
|
নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১২ ও ১৩ জানুয়ারি একটি টি-টোয়েন্টি ও এক দিনের ম্যাচ খেলতে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। ২০০৯ এর মার্চে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর জঙ্গি আক্রমণের পর থেকে পাকিস্তানের মাটিতে স্থগিত রয়েছে আর্ন্তজাতিক ক্রিকেট সিরিজ। “নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে এখনকার মতো পাকিস্তান সফর বাতিল করা হল। পাকিস্তান বোর্ডকে আমাদের অবস্থান জানিয়েছি,” বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান।
|
আসন্ন মহিলা ক্রিকেট বিশ্বকাপে নেতৃত্ব দিতে চলেছেন মিতালি রাজ। বিশ্বকাপের পনেরো জনের দল ঘোষণা করা হল। বাংলার ঝুলন গোস্বামী ফিরছেন বিশ্বকাপ দলে। এছাড়া আর কেউ বাংলা থেকে বিশ্বকাপ দলে স্থান পাননি। ভারতে ৩১ জানুয়ারি থেকে বসতে চলেছে মহিলা ক্রিকেট বিশ্বকাপের আসর। ১৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বইতে।
|
সিরিজের শেষ টেস্টে সিডনিতে প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার টনি গ্রেগের প্রতি শ্রদ্ধা জানাতে কালো ব্যান্ড পরে মাঠে নামবে অস্ট্রেলীয় ও শ্রীলঙ্কান ক্রিকেট দল। ম্যাচের শুরুতে এক মিনিটের নীরবতা পালন করা হবে। শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক টনি গ্রেগ। অন্যদিকে সিডনি টেস্টেই অবসর নিতে চলেছেন অস্ট্রেলীয় ক্রিকেটার মাইক হাসি। তাঁকেও সিডনিতে বিদায় সংবর্ধনা দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
|
আইসিসি ক্রিকেট ‘হল অফ ফেমে’ স্থান পেলেন অস্ট্রেলীয় পেস বোলার গ্লেন ম্যাকগ্রা। ২০১২-১৩’তে ইংল্যান্ডের এনিড বেকওয়েল ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার পর তৃতীয় খেলোয়াড় হিসাবে ‘হল অফ ফেমে’ ঢুকলেন ম্যাকগ্রা। ১২৪ টেস্টে ম্যাকগ্রার উইকেট ৫৬৩, গড় ২১.৬৪। আর ২৫০ একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৩৮১ উইকেট। “হল অফ ফেমে স্থান পেয়ে খুব সম্মানিত লাগছে। সবার সঙ্গে এই আনন্দ উপভোগ করতে চাই,” বলছেন বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক গ্লেন ম্যাকগ্রা।
|
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ‘বিগ ব্যাশ’ এ ব্র্যাড হাডিনের সমালোচনার জবাব দিলেন ক্রিস গেইল। পাঁচ ম্যাচে গেইল করেছেন ৭০। প্রচুর ব্যয় করে গেইলকে দলে এনে লাভ হচ্ছে না ‘সিডনি থান্ডার’এর, হাডিনের এই মতকে উড়িয়ে দিলেন গেইল। জবাবে গেইল টুইট করছেন, “আমার অর্থের দিকে না তাকিয়ে নিজের দিকে মন দিক হাডিন। ডান হাতে ব্যাট করলেও ভালো করব হ্যাডিনের থেকে।”
|
প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মারাদোনা। তাই ইরাক ফুটবল টিমের কোচ হতে চলেছেন হাকিম সাকির। নভেম্বরে জিকোর পদত্যাগের পর থেকে ইরাক দলের দায়িত্বে আছেন সাকির। মারাদোনা প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সাকিরকেই দলের দায়িত্ব দেওয়া হল। তার সামনে বড় চ্যালেঞ্জ সামনের গাল্ফ কাপ ও ২০১৪ বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে খেলা। |