দেশের বিভিন্ন প্রান্তের সাড়া জাগানো ফুটবল অ্যাকাডেমিগুলি নিয়ে কালনায় হতে চলেছে অনূর্ধ্ব ১৯ ফুটবল টুর্নামেন্ট। উদ্যোক্তা কালনা সুপার সকার ক্লাবের তরফে জানানো হয়েছে, ৬ জানুয়ারি কালনা শহরের অঘোরনাথ পার্ক স্টেডিয়াম, কালনা ১-এর আটঘোড়িয়া মাঠ ও পূর্বস্থলী ১-এর সমুদ্রগড় রেল ময়দানে উদ্বোধন হবে এই টুর্নামেন্টের।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, মহকুমার ফুটবলের স্বার্থে ২০০৮ সালে তৈরি হয় এই ক্লাব। তার উদ্যোগে প্রান্তিক গ্রামগুলি থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে মহকুমার ছ’টি জায়গায় তৈরি হয় কোচিং ক্যাম্প। এ ছাড়াও ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে প্রতি বছর একটি বড় টুর্নামেন্টের আয়োজন করে আসছে এই ক্লাবটি। সেখানে খেলে গিয়েছে মহামেডান, চিরাগ ইউনাইটেড, টালিগঞ্জ অগ্রগামীর মতো কলকাতার সাড়া জাগানো ফুটবল ক্লাবগুলি। গত বছরও দেশের নাম করা অ্যাকাডেমিগুলি নিয়ে একটি বড় টুর্নামেন্টের আয়োজন করেছিল এই ক্লাব। এ বার তাদের টুর্নামেন্ট সারা দেশের অনূর্ধ্ব ১৯ ফুটবল অ্যাকাডেমিগুলি নিয়ে। উদ্যোক্তারা জানান, এই টুর্নামেন্টে যোগ দেওয়া ১৩টি ফুটবল অ্যাকাডেমির মধ্যে রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব, মহামেডান ক্লাব, সিকিম ইউনাইটেড, প্রয়াগ ইউনাইটেড, আইএফএ, এয়ার ইন্ডিয়া, বোকারো স্টিল, সিমলা, শিলং, জি গ্রুপ, বিধাননগর, দুখীরাম, কালনা সুপার ক্লাব। প্রথমে চারটি দলে ভাগ করে খেলানো হবে ক্লাবগুলিকে। প্রতিটি দলের চ্যাম্পিয়নরা খেলবেন সেমিফাইনালে।
উদ্যোক্তাদের দাবি, আগের বার কেবলমাত্র অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে খেলা হলেও, গ্রামে-গঞ্জে খেলার জনপ্রিয়তা বাড়াতে মহকুমার তিনটি মাঠে ছড়িয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্টটি। মন্তেশ্বর ব্লকেও টুর্নামেন্টের কিছু ম্যাচ করার ইচ্ছা থাকলেও পরিকাঠামোর অভাবে তা সম্ভব হয়নি। উদ্যোক্তাদের দাবি, নিজেদের ক্লাবের হয়ে টুর্নামেন্টে খেলানোর জন্য মন্তেশ্বরে সম্প্রতি স্কুল পর্যায়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে কয়েক জন খেলোয়াড়কে চিহ্নিত করা হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক সুসেনকুমার মজুমদার বলেন, “দেশের প্রতিষ্ঠিত অ্যাকাডেমিগুলি যে প্রতিভাদের তুলে আনছে, তাদের নিয়েই এবারের টুর্নামেন্ট। এদের অনেকেই আগামি দিনের তারকা। এমন উদ্যোগ এই প্রথম। আশা করছি, মানুষের ভাল লাগবে।” ক্লাবের মুখ্য উপদেষ্টা তথা প্রবীণ ফুটবলার সুবীর ঘোষের কথায়, “দু’দশকেরও বেশি সময় ধরে এই মহকুমার ফুটবলে ভাটার টান চলছে। রাতারাতি তা কাটবে না।” তবে তাঁর আশ্বাস, প্রয়োজনের তুলনায় কম হলেও সাড়া মিলছে ক্লাবের উদ্যোগে। দরকার আরও মানুষের সহযোগিতা। |