জঙ্গলমহল ট্রফি শেষ হল শালবনির বেঁউচাতে। তিন দিন ব্যাপী এই ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছিল শুক্রবার। বেঁউচা রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই খেলায় ১৬টি দল যোগদান করে। রবিবার চূড়ান্ত প্রতিযোগিতায় জিতল মেদিনীপুরের মহাদেব ইলেভেন ক্লাব। রানার্স হয়েছে বিষ্ণুপুরের সান স্টার ক্লাব। বিজয়ী দলকে নগদ ৮০০১ টাকা ও রানার্সকে ৬০০১ টাকা পুরস্কার ও ট্রফি দেওয়া হয়েছে। সেমিফাইনালে বিজয়ী দুই দলকেও ২০০১ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক বিমলেন্দুবিকাশ সাহা ও রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ উদয়চাঁদ পাল। ক্রীড়া প্রতিযোগিতায় ক্লাবকে সহযোগিতা করে এসিএল লিমিটেড নামে একটি সংস্থা। ক্লাবের সম্পাদক গৌতম হাজারি জানান, এলাকায় খেলাধূলোর চর্চা বাড়ানো ও সুস্থ সংস্কৃতির লক্ষ্যেল প্রতি বছরই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।
|
এক সিপিএম সমর্থকের পরিবারের লোকজনকে মারধর ও ধানের গোলায় আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। রবিবার রাতে দাঁতন থানার কুড়িয়া গ্রামের ঘটনা। শিশির জানা নামে ওই সিপিএম সমর্থকের অভিযোগ, তিনি তৃণমূলে যোগ না দেওয়ায় আক্রোশে তৃণমূলের লোকজন তাঁর ধানের গোলায় আগুন ধরিয়ে দেয়। তিনি ও তাঁর পরিবারের লোকেরা বাধা দিতে গেলে মারধর করা হয়। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। দলের তরফে জানানো হয়েছে, প্রতিবেশির সঙ্গে গোলমাল থেকেই এই ঘটনা। এর সঙ্গে দলের কেউ যুক্ত নয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
নতুন বছরের শুরুতেই লিটল ম্যাগাজিন মেলা শুরু হবে মেদিনীপুর শহরে। ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। উদ্বোধন করবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মেদিনীপুর শহরে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই মেলার এ বার পঞ্চম বর্ষ। মেলা কমিটির যুগ্ম সম্পাদক গৌতম মাহাতো ও অভিনন্দন মুখোপাধ্যায় বলেন, “তিন দিন ধরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।” মেদিনীপুর লিটল ম্যাগাজিন অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত তিন দিনের এই মেলায় থাকবে যেমন খুশি আঁকো, কবিতা পাঠ, কবিতা-ছড়া-অনুগল্প পাঠ, আলোচনাসভা প্রভৃতি।
|
বিবেক ছাত্র-যুব উৎসব অনুষ্ঠিত হল শালবনিতে। সোমবার পিড়াকাটা হাইস্কুল চত্বরে এই উৎসবের উদ্বোধন করেন শালবনির বিডিও জয়ন্ত বিশ্বাস। উৎসব উপলক্ষে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। |