নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্কুল নির্বাচন ঘিরে গোলমাল হল পিংলার খিরিন্দায়। তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল সিপিএম। সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন। পুলিশ সিপিএম সমর্থিত ৪ জন প্রার্থীকে গ্রেফতার করে। সোমবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতদের ১১ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ হয়। পুলিশ জানিয়েছে, একটা গোলমাল হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
সোমবার পিংলার খিরিন্দা হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। নির্বাচন ঘিরে সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছিল। ফল বেরোনোর পর রাতে গোলমাল হয়। ৬টি আসনের মধ্যে ৫টিতে জেতে তৃণমূল সমর্থিত প্রার্থী। ১টিতে সিপিএম সমর্থিত। সিপিএমের অভিযোগ, অকারনে তাদের কর্মী- সমর্থকদের মারধর করে তৃণমূল। দলের পিংলা জোনাল কমিটির সম্পাদক নয়ন দত্ত বলেন, “নির্বাচনের ফল বেরোনোর পরই হামলা চালানো হয়। দলীয় কর্মী- সমর্থকদের মারধর করা হয়। ৫টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। যাঁদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তাঁরা ক্ষেতমজুর।” তাঁর দাবি, “মিথ্যে অভিযোগে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।” অভিযোগ উড়িয়ে তৃণমূলের পিংলা ব্লক সভাপতি গৌতম জানা বলেন, “নির্বাচন ঘিরে একটা উত্তেজনা ছিলই। রাতে আমাদের কর্মী- সমর্থকেরা যখন বাড়ি ফিরছিলেন, তখনই তাঁদের মারধর করা হয়। এরপর উত্তেজনা বাড়ে।” সিপিএমের হামলার জেরে তাদের ৪ জন কর্মী জখম হয়েছেন বলে দাবি করেছে তৃণমূল। সঙ্গে বাড়ি ভাঙচুরের অভিযোগও উড়িয়ে দিয়েছে তারা। তৃণমূলের উদ্যোগে সোমবার এলাকায় বিজয় মিছিল হয়। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই ৪ জনকে গ্রেফতার করা হয়। গোলমালের ঘটনার পর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সিপিএম জানিয়েছে, রবিবার রাতের ঘটনা নিয়ে তারা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানাবে। পুলিশের উপস্থিতিতেই বাড়ি ভাঙচুর হয়েছে। অথচ, ভাঙচুরের ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করেনি।
শুধু পিংলার এই স্কুলই নয়, রবিবার জেলার বেশ কয়েকটি স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। ডেবরার লোয়াদা হাইস্কুলে ৬টি আসনের সবক’টিই জিতেছে তৃণমূল। সাঁকরাইলের কুলডিহা, খড়্গপুর গ্রামীণ এলাকার জনার্দনপুর, সাতরঙা হাইস্কুলেও জয়ী হয়েছে তারা। সবংয়ের সারতা হাইস্কুলে ৬টি আসনের সবক’টি পেয়েছে কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। নেথুয়া হাইস্কুলে কংগ্রেস পেয়েছে ৪টি আসন, সিপিএম ২টি। মালপাড় হাইস্কুলে সিপিএম ৫টি, কংগ্রেস ১টি। বিষ্ণুপুরে কংগ্রেস ৫টি। তৃণমূল ১টি। |