নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কৃষকদের কৃষি যন্ত্র কেনার জন্য সরকারি সাহায্য এসে পৌঁছল জেলায়। এ বছর পশ্চিম মেদিনীপুর জেলার জন্য কৃষি যন্ত্রে ভর্তুকি বাবদ ৭ কোটি ৬৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বিভিন্ন কৃষি যন্ত্রের উপর নির্দিষ্ট ছাড়েরও উল্লেখ করে দেওয়া হয়েছে। উপযুক্ত নথি-সহ কৃষক আবেদন করলেই সাহায্য পাবেন। জেলা উন্নয়ন ও পরিকল্পনা আধিকারিক প্রণব ঘোষ বলেন, “যন্ত্র ব্যবহারে কৃষিকাজে অনেক সুবিধে হয়। সেই লক্ষ্যেই সরকার অর্থ মঞ্জুর করেছে। দ্রুত সেই অর্থে কৃষকদের কৃষি যন্ত্র দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে।”
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ‘ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন’ নামক এই প্রকল্পে ট্রাক্টর, পাওয়ার টিলার, পাম্পসেট, ধান কাটা ও ধান ঝাড়া যন্ত্র-সহ বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্র কৃষকদের কিনতে অর্থ সাহায্য করা হবে।
এর আগেও কৃষি যন্ত্রপাতি কেনায় সাহায্য করার প্রকল্প ছিল। তবে অধিকাংশ ক্ষেত্রেই সেই সুবিধা পৌঁছত না উপভোক্তাদের কাছে।
জেলার কৃষক সুকুমার ঘোষ বলেন, “এখন ট্রাক্টর, পাওয়ার টিলার ভাড়া করে চাষ করি। সরকার ভর্তুকি দেয় বলে শুনেছি। কিন্তু কোন সময় ভর্তুকি দেয়, কী ভাবে আবেদন করতে হয়কিছুই জানতে পারি না। ফলে সেই সুযোগও নিতে পারি না।” প্রচারের অভাবেই যে এই প্রকল্প বাস্তবায়িত হয় না, তা প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন সরকারি আধিকারিকেরাও। এক সরকারি আধিকারিকের কথায়, “ভর্তুকির খবর জেলা ব্লকে জানিয়ে দেওয়া হয়। পঞ্চায়েত স্তরে তা জানানোর দায়িত্ব বর্তায় কৃষি দফতরের আধিকারিকদের উপর। বেশিরভাগ ক্ষেত্রেই পঞ্চায়েত স্তর পর্যন্ত তা প্রচারিত হয় না। আবার কোনও ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান জানলেও সেই খবর গ্রাম সংসদ পর্যন্ত যায় না। নিজেদের পরিচিত কোনও ব্যক্তিদের ২-১টি যন্ত্র পাইয়ে দিয়েই দায়িত্ব শেষ করে দেওয়া হয়। ফলে যাঁদের প্রকৃত প্রয়োজন তাঁরা এই সুযোগটাই পান না।”
ট্রাক্টর, পাওয়ার টিলার, ধান ঝাড়াই বা ধান কাটার যন্ত্রের এখনও চাহিদা রয়েছে। গভীর বা অগভীর নলকূপ তৈরি করায় হয়তো কমেছে পাম্প সেটের চাহিদা। কম টাকায় কৃষি যন্ত্র কিনতে পারলে সুবিধা হবে সাধারণ গরিব কৃষকদেরই। তাই এ বার এই বিষয়টি প্রচারের আলোয় নিয়ে আসতে উদ্যোগী হয়েছে প্রশাসন। |