|
|
|
|
|
|
খেয়াল রাখুন তথ্য সংকলন: কৌলিক ঘোষ |
|
|
কলকাতার ইঞ্জিনিয়ারিং কলেজ জিএমআইট, তাদের পড়ুয়াদের দেশের বাইরে চাকরির সুযোগ খুলে দিতে উদ্যোগী হয়েছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের এই পাঁচটি শাখার জন্যই উত্তর আমেরিকা, জার্মানি, সিঙ্গাপুর, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার বিভিন্ন প্রথম সারির কর্পোরেট সংস্থার সঙ্গে তারা জোট বাঁধতে চলেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জিএমআইটি কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই মার্কিন তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের অস্থায়ী কর্মী নিয়োগ সংস্থা ভিডার্ট-এর সঙ্গে এই সংক্রান্ত চুক্তি হয়েছে তাদের। বিভিন্ন ইউরোপীয় সংস্থা ‘ভিডিও কনফারেন্সিং’ এবং ‘লাইভ টেস্ট’-এর মাধ্যমে নিয়োগ করতে চায় বলে প্রতিষ্ঠানের কলকাতা ক্যাম্পাসে সেই সুবিধা চালু হয়েছে। এমনকী ইংরেজি ভাষায় পড়ুয়াদের পারদর্শী করে তুলতে আইআইটি খড়্গপুরের সহায়তায় একটি ল্যাঙ্গুয়েজ ল্যাবও গড়েছে তারা। কারণ বিদেশে চাকরির অন্যতম শর্ত হল ইংরেজি ভাষায় যথেষ্ট দক্ষ হওয়া।
|
আগামী ২ জানুয়ারি থেকে গয়না তৈরির উপর এক বছরের পাঠ্যক্রম শুরু হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুরে অবস্থিত স্বামী প্রণবানন্দ জেমস্ অ্যান্ড জুয়েলারি অ্যাকাডেমি-তে। ‘জুয়েলারি ম্যানুফ্যাকচারিং’ শীর্ষক এই পাঠ্যক্রমে প্রতি দিন সাত ঘন্টা করে ক্লাস হবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, ভারতের অভ্যন্তরীণ বাজারে তো বটেই, রফতানি বাজারেও দ্রুত বাড়ছে দক্ষ কারিগরদের চাহিদা। তা পূরণ করতেই এই পাঠ্যক্রমটি আনা হয়েছে। |
|
যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণি বা মাধ্যমিক পাশ করে থাকলে ভর্তি হওয়া যাবে। বিস্তারিত জানতে ফোন করে নিতে পারেন (০৩৩)২৬৫২ ৭৫২২ নম্বরে।
|
ভারতের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে চুক্তি করল অস্ট্রেলিয়ান কাউন্সিল ফর প্রাইভেট এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ভারত ও অস্ট্রেলিয়ার শিক্ষা ও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ক্ষেত্রে হাত মিলিয়ে এগোনোই যার উদ্দেশ্য বলে জানিয়েছে দু’পক্ষ। এর মাধ্যমে লেনদেন হবে শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত নানা তথ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ভারতে শিল্পমহলের চাহিদা মেনেই দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে এ ভাবে হাত মিলিয়ে কাজ করছে তারা।
|
আপনার প্রশ্ন
বিশেষজ্ঞের উত্তর |
|
|
|
প্রশ্ন: আমি বাণিজ্য বিভাগে স্নাতক। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি বা কস্ট অ্যাকাউন্ট্যান্সি পড়ার মতো মেধা নেই। অথচ বাড়িতে উপার্জন করার জন্য আর কেউ না থাকার কারণে আমাকে খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে হবে। শুনেছি ট্যাক্স কনসালট্যান্সি পাঠ্যক্রমটি বাণিজ্য বিভাগের ছাত্রদের পক্ষে খুবই উপযুক্ত। এই পাঠ্যক্রমটি কি আমি করতে পারি? তা যদি সম্ভব হয়, তবে কোথায়, কী ভাবে ভর্তি হব বিস্তারিত ভাবে জানালে ভাল হয়।
সাধন পাল, উলুবেড়িয়া
উত্তর: আপনার যা যোগ্যতা রয়েছে, তাতে আপনি অবশ্যই ট্যাক্স কনসালট্যান্সি পাঠ্যক্রম করতে পারেন। তবে রাজ্যে খুব কম প্রতিষ্ঠানেই চালু রয়েছে এই কোর্স। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে করানো হয় ছ’মাসের ‘সার্টিফিকেট ইন ট্যাক্স প্র্যাক্টিস অ্যান্ড প্রসিডিওর’। সপ্তাহে তিন দিন ক্লাস হয়। কোর্সটি করতে খরচ ১৩ হাজার টাকা। বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন www.sxccal.edu ওয়েবসাইটে। ফোন করুন ২২৫৫-১২৮৮ নম্বরে। |
|
এ ছাড়া, কলকাতার বেঙ্গল ট্যাক্স কাউন্সেলেও এক বছরের ‘প্রফেশনাল সার্টিফিকেট ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন’ পাঠ্যক্রম পড়ানো হয়। বাণিজ্য বিভাগে স্নাতকদের জন্যই তৈরি এই কোর্সটি। বিস্তারিত তথ্য মিলবে www.bengaltaxcouncel.com ওয়েবসাইটে।
ফোন করতে পারেন ৯৩৩০৮-২৫৩৫৭ নম্বরে।
প্রশ্ন: আমার ছেলে এখন একাদশ শ্রেণির ছাত্র। ভবিষ্যতে ইচ্ছে রয়েছে ইংরেজি নিয়ে পড়ার। শুনেছি হায়দরাবাদের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি নিয়ে উচ্চশিক্ষার অনেক সুযোগ রয়েছে। মফস্সল এলাকায় থাকার দরুন সমস্ত খবরাখবর পাই না। ওইপ্রতিষ্ঠানে স্নাতক বা স্নাতকোত্তর পড়ার কী সুযোগ রয়েছে জানালে খুব উপকৃত হব।
সুমন দাস, পশ্চিম দিনাজপুর
উত্তর: মনে হচ্ছে হায়দরাবাদের ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ (ইএফএল) ইউনিভার্সিটির কথা বলছেন আপনি। ১০+২ পেরিয়ে এখানে ইংরেজিতে অনার্স পড়া যায়। তিন বছরের কোর্সটি ছ’টি সেমিস্টারে বিভক্ত। ইংরেজির সঙ্গে পড়ুয়ারা অন্য একটি বিদেশি ভাষাও বেছে নিতে পারেন। যেমন, আরবি, ফরাসি, জার্মান, জাপানি, রাশিয়ান, স্প্যানিশ। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। মে মাস নাগাদ বিজ্ঞপ্তি জারি হয়। এখানে পড়ে অনার্সে ৫৫% নম্বর পেলে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে অর্থাৎ এম এ-তে সরাসরি ভর্তি হওয়া যায়। না হলে প্রবেশিকা পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়।
ইএফএল-এ ইংরেজিতে ‘এম এ’ পড়লে যে সব বিষয়ে স্পেশ্যালাইজেশন করা যায়, সেগুলি হল ইংরেজি সাহিত্য, লিঙ্গুইস্টিকস, লিটেরারি অ্যান্ড কালচারাল স্টাডিজ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন এবং টিচিং অফ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দেখুন www.efluniversity.ac.in ওয়েবসাইট। জেনে রাখুন যে, ইংরেজি ছাড়াও স্নাতক ও স্নাতকোত্তরে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম-ও পড়া যায় এই প্রতিষ্ঠানে। |
|
|
|
|
|