টুকরো খবর
সিপিএম নেতারা প্রহৃত, কোন্নগরে অভিযুক্ত তৃণমূল
স্কুল নির্বাচনকে কেন্দ্র করে সিপিএম নেতাদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের লোকজনের বিরুদ্ধে। রবিবার রাতে হুগলির কোন্নগরে এই ঘটনা ঘটে। প্রহৃত দুই সিপিএম নেতা হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার কোন্নগর হিন্দু গার্লস হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। দীর্ঘ দিন ধরেই এই স্কুলের ক্ষমতা সিপিএমের নিয়ন্ত্রণে ছিল। এ বার অবশ্য ৬টি আসনের সব ক’টিতেই সিপিএম প্রার্থীদের হারিয়ে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ৮টা নাগাদ গণনা চলাকালীন স্কুল থেকে কিছুটা দূরে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। সিপিএমের অভিযোগ, দলের কোন্নগর আঞ্চলিক কমিটির সম্পাদক অভিজিৎ চক্রবর্তী, দলের নেতা মৃণাল দাস এবং শিশির চক্রবর্তীকে মারধর করে তৃণমূলের ছেলেরা। অভিজিৎবাবু এবং মৃণালবাবুকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ৪ তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কেউ গ্রেফতার হয়নি। সিপিএম নেতা শঙ্কর মুখোপাধ্যায় বলেন, “সকাল থেকেই ওরা অভিভাবকদের ভয় দেখাচ্ছিল। রাতে আমাদের নেতাদের উপর বিনা প্ররোচনায় হামলা করল।” তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি দিলীপ যাদবের দাবি, “আমাদের ছেলেরা কোনও মারপিটেই ছিল না। হার নিশ্চিত বুঝেই সিপিএম নাটক করা শুরু করে।”

নাট্য উৎসব বাঁশবেড়িয়ায়
বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩৭ তম নাট্য উৎসব অনুষ্ঠিত হল সম্প্রতি। নাট্য সংস্থা ‘বৃশ্চিক’-এর উদ্যোগে এই মেলা। গত ২৭ শে ডিসেম্বর যার উদ্বোধন করেন নাট্যকার বিশ্বজিৎ চক্রবর্তী। প্রথম দিন অনুষ্ঠিত হয় তাপস মুখোপাধ্যায় রচিত ও নির্দেশিত এবং উদ্যোক্তা বৃশ্চিক প্রযোজিত ‘অন্তর্দর্শন’। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল বিভাস চক্রবর্তী নির্দেশিত ‘হ্যামলেট’ এবং মেঘনাথ ভট্টাচার্য নিদের্শিত ‘পিঙ্কি বুলি’। ৯টি দল এই নাট্য উৎসবে যোগ দিয়েছিল। উৎসবের দিনগুলিতে নাট্যপ্রেমী মানুষের ভিড় ছিল চোখ পড়ার মতো।

ছিনতাই আরামবাগে
মোটরবাইকে চেপে এসে প্রকাশ্যেই দিনেদুপুরে এক ব্যক্তির লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল আরামবাগ শহরে। সোমবার দুপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে পাশে অন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে রাখতে যাচ্ছিলেন আশিসবরণ সামন্ত নামে অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মী। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, দুই মোটরবাইক আরোহী পিছন থেকে আচমকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে বাসন্তীর মোড় দিয়ে পালায়। বাইকের নম্বর দেখার সুযোগও তিনি পাননি।

পথ দুর্ঘটনায় মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। আহত হন তাঁর জামাই। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে গোঘাটের ভেলাদিঘির কাছে। পুলিশ জানায়, মৃতের নাম অশোক নাথ (৫০)। বাড়ি হাওড়ার জোমজুড়ের প্রশস্ত গ্রামে। জামাই সুমন রায়ের মোটরবাইকের পিছনে বসে অশোকবাবু মেয়ের বাড়ি কামারপুকুরে যাচ্ছিলেন। গুরুতর জখম অবস্থায় সুমনবাবুকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়।

প্রতিবাদ চলছেই
—নিজস্ব চিত্র।
দিল্লিতে গণধর্ষিত এবং নিহত ছাত্রীর আত্মার শান্তি এবং দোষীদের শাস্তির দাবিতে সোমবারেও পথে নামেন হুগলির শ্রীরামপুরের সাধারণ মানুষ। এ দিন বিকেলে বিভিন্ন স্কুল কলেজের কয়েকশো ছেলেমেয়ে এবং বিভিন্ন বয়সের মানুষ মাহেশ থেকে রায়ঘাট পর্যন্ত মৌনীমিছিলে সামিল হন। সন্ধ্যায় গঙ্গার ঘাটে প্রদীপ ভাসানো হয় নিহত ছাত্রীর স্মৃতিতে। রবিবার বিকেলে শহরের বটতলাতেও বহু মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন। ধর্ষকের শাস্তির দাবিতে রাস্তায় দাঁড়িয়ে ছবি আঁকেন শিল্পী। জিটি রোডে গোল হয়ে দাঁড়িয়ে সমবেত প্রতিবাদ জানান মানুষ। সামিল হন পথচলতি মানুষ, এমনকী গাড়ি চালকরাও।

দুর্ঘটনা, জখম ১৫
বাসের সঙ্গে লরির সংঘর্ষে আহত হলেন বাসের ১৫ জন যাত্রী। সোমবার দুপুরে, বালির দু’নম্বর জাতীয় সড়কে। এর জেরে প্রায় এক ঘণ্টা জাতীয় সড়কে যানজট হয়। পুলিশ জানায়, ডানকুনি কোল ইন্ডিয়ার ৪০ জন কর্মী অফিস ছুটির পরে সংস্থার বাসে চেপে বালিঘাট যাচ্ছিলেন। জাতীয় সড়কের কালীতলার কাছে বাসটির সঙ্গে একটি লোহার রড বোঝাই লরির ধাক্কা লাগে। বাসচালক কুমুদরঞ্জন বিশ্বাস বলেন, “সামনে থাকা লরিটি আচমকাই ব্রেক কষে রাস্তার বাঁ দিকে ঢুকতে যায়। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে লরিতে ধাক্কা মারি।” বাসের ১৫ জন যাত্রীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগ দায়ের
আরামবাগে সিপিএমের জোনাল কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল শনিবার। সেই ঘটনায় অবশেষে সোমবার তৃণমূলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করল সিপিএম। আরামবাগের মহকুমাশাসক অরিন্দম রায়ের কাছেও অভিযোগ জানিয়েছে তারা। ‘সিল’ করা দলীয় কার্যালয়টি খুলে দেওয়ার ব্যাপারে মহকুমাশাসকের কাছে আর্জিও জানিয়েছে সিপিএম।

নাট্যমেলা পাণ্ডুয়ায়
পান্ডুয়া ডায়মন্ড ক্লাবের উদ্যোগে সম্প্রতি পান্ডুয়া ত্রয়োদশ নাট্যমেলা অনুষ্ঠিত হল শশিভূষণ সাহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। ১২টি নাট্য সংস্থা নাট্যমেলায় যোগ দেয়। ডায়মন্ড ক্লাবের সদস্যদের পরিচালনায় “একটি অবাস্তব গল্প” নাটকটি দর্শকদের মন জয় করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.