টুকরো খবর
সাড়া নেই মহিলাদের হেল্পলাইনে
মহিলাদের সাহায্য করতে চালু হয়েছিল। কিন্তু আজ সকালে ‘অসহায়’ লাগল দিল্লি সরকারের হেল্পলাইনকেই। ‘১৮১’ নম্বরে ফোন করে সাড়া পেলেন না কেউই। দিল্লি গণধর্ষণ কাণ্ডের পরে দেশ জুড়ে বিক্ষোভের জেরে তড়িঘড়ি কিছু ব্যবস্থা নেয় কেন্দ্রীয় ও দিল্লি সরকার। সেগুলির মধ্যেই ছিল দু’টি হেল্পলাইন। দিল্লি সরকার জানায়, মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের অফিসে একটি হেল্পলাইন চালু করা হবে। মহিলারা বিপদে পড়লে তাঁরা সেই নম্বরে ফোন করতে পারবেন। নম্বরটির সঙ্গে দিল্লির ১৮৫টি থানার যোগ থাকবে। হেল্পলাইনের জন্য কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী কপিল সিব্বলের কাছে একটি তিন সংখ্যার নম্বর চেয়েছিলেন শীলা। প্রথমে ‘১৬৭’ নম্বরটি দেয় টেলিকম মন্ত্রক। দিল্লি সরকার জানায়, চট করে মনে রাখা যায় এমন নম্বর দিলে সুবিধা হবে। ফলে, ‘১৮১’ নম্বরটি দেওয়া হয়। আজ সকালে সব সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে দিল্লি সরকার জানায়, হেল্পলাইন চালু হয়ে গিয়েছে। ল্যান্ডলাইন ও মোবাইল থেকে তাতে ফোন করা যেতে পারে। কিন্তু ‘১৮১’ নম্বরে ফোন করে প্রথমে সাড়া পাওয়া যায়নি। সরকারি সূত্রে খবর, এমটিএনএল নেটওয়ার্কে গোলমালের জেরেই এই দশা হয় হেল্পলাইনের। বিষয়টি নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়ে দিল্লি সরকার। দৃশ্যতই বিব্রত শীলা সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেননি। অনেক চেষ্টায় চার ঘণ্টা পরে হেল্পলাইনটি চালু হয়।

দাদা ধর্ষণ করেছিল দিল্লির নাবালিকাকে
শুধু পথে-ঘাটে নয়, বাড়িতেও সুরক্ষিত নন মেয়েরা। শনিবার রাতে দিল্লিতে বাসের মধ্যে যে ১৬ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়, তাঁর সঙ্গে কথা বলেই পুলিশ জানতে পেরেছে এই তথ্য। কাল পশ্চিম দিল্লির খেয়ালায় ওই নাবালিকার বাড়িতে পুলিশ গিয়েছিল তার বয়ান রেকর্ড করার জন্য। পুলিশের কাছে নাবালিকা অভিযোগ জানিয়েছে, ছ’মাস আগে তাকে ধর্ষণ করেছে তার দাদা। এবং সেই দাদা বার বার তার শ্লীলতাহানিও করেছে। অভিযুক্ত ১৯ বছরের নাজাক্কাত আলিকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে গণধর্ষণ করে খুনের পরে দেশ জুড়ে যখন ধর্ষকদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি উঠেছে, তখনই সামনে এল এই ঘটনা। পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বলেন, নাবালিকা আরও জানিয়েছে, তার বাবার তিন বার বিয়ে। এই নিয়ে প্রায়ই বাড়িতে ঝগড়া চলত। এমনকী সৎ মা-ও তার উপরে অত্যাচার চালাত। এই নিত্য অশান্তির কারণেই শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মেয়েটি। উঠেছিল একটি বাসে। এগারোটা নাগাদ বাসটি মান্ডি হাউসে পৌঁছয়। তখন কিছু পুলিশকর্মী দেখেন বাসের মধ্যে একটি মেয়ে বসে কাঁদছে। ওই বাসের চালক ও কন্ডাক্টর জানান, বাসে অন্য একটি বাসের কন্ডাক্টর রণজিৎ সিংহ যাচ্ছিল। বাস ফাঁকা হয়ে গেলে সে মেয়েটির উপরে যৌন নিগ্রহ চালায়। অভিযুক্ত রণজিৎ সিংহকে পুলিশ গ্রেফতার করেছে।

বিয়ের কথা ছিল ফেব্রুয়ারিতে
সামনের ফেব্রুয়ারিতেই দিল্লিতে গণধর্ষিতা তরুণীর বিয়ে করার কথা ছিল বলে জানিয়েছেন তাঁর প্রতিবেশীরা। যে যুবকের সঙ্গে ১৬ ডিসেম্বর রাতে বাসে উঠেছিলেন ওই তরুণী তাঁর সঙ্গেই বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। এর জন্য রীতিমতো বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছিলেন বলেও জানিয়েছেন তাঁরা। বিয়ের পোশাকও কেনা হয়ে গিয়েছিল। ঘটনার দিন দিল্লির এক শপিং মলে সিনেমা দেখে বাড়ি ফেরার জন্য বাসে উঠেছিলেন ওই প্যারামেডিক্যাল ছাত্রী ও তাঁর প্রেমিক। সঙ্গিনীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতর জখম হন ওই যুবক। তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়। প্রতিবেশীরা জানিয়েছেন খুব কষ্ট করেই পড়াশোনা চালাচ্ছিলেন ওই তরুণী। পড়াশোনা চালানোর জন্য গ্রামের জমি বিক্রিও করতে হয়েছিল আমানতের বাবা-মাকে। কথা ছিল ফাইনাল পরীক্ষা হয়ে গেলে ফেব্রুয়ারিতেই বিয়ে করবেন তিনি।

কড়া শাস্তি চান ভাই-বোন
আইনে দ্রুত পরিবর্তন চান দামিনীর ভাই-বোন। সোমবার দিল্লিতে গণধর্ষণের জেরে নিহত ওই তরুণীর চিতাভস্ম আনা হয় তাঁর গ্রাম মান্ডওয়ারা কালানে। দামিনীর দিদির মতে, দোষীদের এমন শাস্তি দিতে হবে যাতে ওই ধরনের অপরাধীদের মনে ভয় জাগে। একই দাবি তাঁর ভাইয়ের। দামিনীর শেষকৃত্যের পরেই অজ্ঞান হয়ে যান তাঁর মা। পরিবারের এক সদস্য জানিয়েছেন, এখনও মানসিক অস্থিরতায় ভুগছেন তিনি। খেতেও পারছেন না। মান্ডওয়ারা কালানের প্রধান শিবমন্দির সিংহ বলেছেন, দামিনীর শেষকৃত্য গ্রামেই হবে বলে আশা করেছিলেন তাঁরা। কিন্তু ঈশ্বর তা চাননি।

অভিযুক্তের বাড়ি ওড়ানোর ছক
গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তের বাড়িতে বিস্ফোরণ ঘটানোর ছক কষার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। পুলিশ জানিয়েছে, দক্ষিণ দিল্লির আর কে পুরম এলাকার রবিদাস বস্তিতে থাকে অভিযুক্ত রাম সিংহ। তার বাড়ির চারপাশে আজ সন্ধ্যায় ঘোরাঘুরি করছিল তিন যুবক। স্থানীয়রা প্রশ্ন করায় ওই তিন জন বলে, তারা রাম সিংহের বাড়ি উড়িয়ে দিতে এসেছে। এক যুবককে ধরে ফেলে জনতা। বাকিরা পালায়। ধৃতের কাছ থেকে দু’টি বোমা পাওয়া গিয়েছে।

ধর্ষিতা বালিকা
১২ বছরের বালিকাকে ধর্ষণ করল এক মধ্যবয়স্ক ব্যক্তি। রবিবার মহারাষ্ট্রের বুলধানা জেলার খামগাঁও শহরের ঘটনা। ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বালিকাটির হাতে ২০ টাকার একটি নোট দিয়ে তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি। তাকে গ্রেফতার করা হয়েছে। ৫ বছরের ও ৯ বছরের আরও দু’টি শিশুর উপর যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়েছে গত দু’দিনে। মহারাষ্ট্রের লোহাগড় গ্রাম ও তামিলনাড়ুর উরাল গ্রামের ঘটনা। দু’ক্ষেত্রেই অপরাধীরা ফেরার। এ দিকে চণ্ডীগড়ে গণধর্ষণের শিকার হয়েছেন ২০ বছরের তরুণী। রবিবার রাতে বাহাদুরগড়ে একটি উদ্যান থেকে তরুণীকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে দুই যুবক। দু’জনকেই ধরা হয়েছে।

ধর্ষক প্রতিবেশী
মোটরবাইকে করে স্কুলে পৌঁছে দেওয়ার সময় ১৩ বছরের বালিকাকে ধর্ষণ করল তার প্রতিবেশী। ১৮ ডিসেম্বর কর্নাটকে হাসান জেলার কাটায়া গ্রামের ঘটনা। রবিবার রাতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধী পলাতক।

নাবালিকার সন্তান
শনিবারের মা হল গণধর্ষিতা এক নাবালিকা। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার স্বামীর নাম নিয়ে সমস্যা শুরু হওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় ধর্ষকদের বিরুদ্ধে।

অভিযুক্ত গায়ক
গানের মধ্যে কুরুচিকর কথা ব্যবহার করার অপরাধে অভিযুক্ত পঞ্জাবি র‌্যাপ গায়ক হানি সিংহ। তাঁর অনুষ্ঠান ছিল বয়কট করার জন্য অনলাইন আর্জি শুরু হয়। পরে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে উদ্যোগী হয়েছেন এক আইপিএস।

শেষ পাত
দিল্লি ধর্ষণ কাণ্ডে মৃতা তরুণীকে শ্রদ্ধা জানাতে রবিবার থেকে গুগলের হোমপেজে একটি জ্বলন্ত মোমবাতির ছবি দেওয়া হয়েছে। ক্লিক করলে দেখা যাচ্ছে ‘দিল্লির নির্ভয় তরুণীর স্মৃতিতে’।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.